Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ০২ জামাদিউল আখিরাহ, ১৪৪৪ হিজরী।। ২৮ ডিসেম্বর, ২০২২ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ০২ জামাদিউল আখিরাহ, ১৪৪৪ হিজরী।। ২৮ ডিসেম্বর, ২০২২ ঈসায়ী

    আরাকানে রোহিঙ্গা মুসলিমদের গ্রেফতার-নির্যাতনের শেষ কোথায়?



    রোহিঙ্গা মুসলিমদের পদচারণায় কোলাহল আর উল্লাসে মুখরিত ছিল গোটা আরাকান প্রদেশ। দুনিয়ার সবার মতো সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার তাদেরও ছিলো। ছি্লো গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ আর বিস্তির্ণ ফসলি জমির মাঠ। কিন্তু হিংস্র বৌদ্ধদের চালানো নির্মম নির্যাতনের শিকার হয়ে নিজ দেশ আরাকান ত্যাগ করতে বাধ্য হয় রোহিঙ্গারা।

    জাতিগত নিপিড়ন চলা সত্বেও আপন ভূমি আরাকান ছেড়ে অন্যত্র যেতে চায়নি অনেক রোহিঙ্গা মুসলিম। সেখানে নিজ ভূমিতে রয়ে গিয়েছিল তাদের অনেকেই। বর্তমানে তাদের সাথে পশুর মতো আচরন করছে সন্ত্রাসী মিয়ানমার জান্তা বাহিনী আর বৌদ্ধ সন্ত্রাসী আরাকান আর্মি; কেড়ে নিয়েছে তাদের সকল মানবিক অধিকার। এমনকি নিজ এলাকার বাহিরে হাটাচলার ওপরও রয়েছে বিধিনিষেধ। ঘুম, খুন ও নারীদের ধর্ষণ তো রয়েছেই।

    আরাকানে ইতিহাসের বর্বরোচিত নির্যাতন চলা সত্বেও মিয়ানমারের সরকারের রাষ্ট্রীয় নিপিড়ন বন্ধে কোন উদ্যোগ নেয়নি আন্তর্জাতিক বিশ্ব বা জাতিসংঘ। যুগ যুগ ধরেই মিয়ানমারে মুসলিমরা নিপিড়নের শিকার হয়ে আসছে। যার মধ্যে ২০১৭ সালে লাখ লাখ মানুষ নিজ দেশ ছেড়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে উদ্ভাস্তু হয়েছে।

    রোহিঙ্গারা আরাকান ছেড়ে পালানোর পাঁচ বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে। কিন্তু আরাকানে ফিরে যাওয়ার সৌভাগ্য হয়নি তাদের। এখন পর্যন্ত তারা নিজ দেশ উদ্বারে কোন উপায় বের করতে পারেনি, এবং এ ব্যাপারে কেউ তাদেরকে সাহায্যও করেনি! দালাল জাতিসংঘ তাদেরকে আরাকানে ফিরিয়ে নেয়ার গল্প শুনিয়ে পাঁচ বছর অতিবাহিত করেছে। কিন্তু বাস্তব কোন পদক্ষেপ নেয়নি! অথচ রাশিয়া উইক্রেনে আগ্রাসন শুরু করার সাথে সাতেই জাতিসংঘ সরাসরি হস্তক্ষেপ করেছে। কিন্তু আরাকান, কাশ্মীর, ফিলিস্তিন ও পূর্ব-তুর্কিস্তানের ক্ষেত্রে বরাবরই সংস্থাটি ধোঁকাপূর্ণ আচরণ করে যাচ্ছে।

    এ অবস্থায় কেউই যখন রোহিঙ্গাদের উদ্বারে এগিয়ে আসছেনা, তখন নিরাপদ জীবনের সন্ধানে আরাকান ছেড়ে পালানোকেই বেঁচে নিচ্ছেন রোহিঙ্গারা। তবে এ পথও তাদের জন্য মসৃণ নয়। একদিকে ঝুঁকিপূর্ণ সাগরপথ অন্যদিকে পালানোর সময় বেশিরভাগ মুসলিম বন্দী হচ্ছেন বর্বর মিয়নমার জান্তার হাতে। গত ২০ ডিসেম্বর ১১২ রোহিঙ্গা মুসলিমকে গ্রেফতার করে মিয়ানমার। এ পর্যন্ত কয়েক হাজার রোহিঙ্গা মুসলিমকে গ্রেফতার করেছে সন্ত্রাসী মিয়ানমার জান্তা সরকার। গ্রেফতারকৃতদের সর্বনিম্ন দুই থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হচ্ছে। যা রোহিঙ্গাদের জীবনকে করে তুলছে আরও দুর্বিষহ।



    মুসলিম হবার কারণে এভাবে আর কতকাল নির্যাতন সহ্য করতে হবে, তা তাদের কারোই জানা নেই। তবে এখনো রোহিঙ্গারা সেই আশায় বুক বেঁধে আছেন যে, তাদের মুসলিম ভাইয়েরা গাফিলতি ঝেড়ে ফেলে জেগে উঠেবেন, আর ময়দানে নেমে আসবেন মুহাম্মদ বিন কাসিম আর সুলাতান মাহমুদ গজনবীর ভুমিকায়। সিংস্র বৌদ্ধদের পাওনা বুঝিয়ে দিবেন কড়ায়-গণ্ডায়। তাদেরকে ফিরিয়ে নিবেন আপন ভূমি আরাকান রাজ্যে।



    তথ্যসূত্র:
    ——–
    1. More than 100 Rohingya arrested near an island in Myanmar’s Ayeyarwady region-
    https://tinyurl.com/yc42bm7a

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    গুরুগ্রামে মুসলিমদের নামাযে হিন্দুত্ববাদীদের বাধা



    গত ২৩ ডিশেম্বর, শুক্রবার হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্যরা গুরুগ্রামের সেক্টর ৬৯-এ নামাজে বাধা দিয়েছে। লাইভ হিন্দুস্তানের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্যরা মুসলিমদের খোলা জায়গায় নামাজ আদায় করতে নিষেধ করছে।

    ভিডিওতে এক উগ্রবাদী হিন্দুকে বলতে শোনা যায়, “তাদের ছয়টি স্থানে নামায আদায় করার অনুমতি আছে কিনা তা বিবেচ্য নয়।…আগামী সপ্তাহগুলিতে প্রার্থনা অব্যাহত থাকলে আমরা বিক্ষোভকে আরও বাড়িয়ে দেব।” সে আরো বলেছে, “মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছে যে খোলা জায়গায় কোনো নামাজ হবে না।”

    উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেছিলেন যে খোলা জায়গায় নামাজ পড়া সহ্য করা হবে না এবং গুরুগ্রামের কিছু সাইট মুসলমানদের নামাজ আদায় করার জন্য সংরক্ষিত স্থান প্রত্যাহার করে।

    গত বছর, গুরুগ্রামে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলি নামাজে ব্যাঘাত ঘটানোর বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছিল। তারা আসলে ভারতে ইসলাম ও মুসলিমের কোন নাম-নিশানাই সহ্য করতে পারছে না।


    তথ্যসূত্র:
    ——–
    1. Bajrang Dal halts namaz in Gurugram’s Sector 69 ( Scroll )
    https://tinyurl.com/yxnsw7ns






    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment

    Working...
    X