Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ০৯ জুমাদাল আখিরাহ, ১৪৪৪ হিজরী।। ০৩ জানুয়ারি, ২০২৩ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ০৯ জুমাদাল আখিরাহ, ১৪৪৪ হিজরী।। ০৩ জানুয়ারি, ২০২৩ ঈসায়ী

    মদের লাইসেন্স “ফ্রী” করলো আরব-আমিরাত



    খ্রিস্টানদের উৎসব ইংরেজি নববর্ষ উপলক্ষে দুবাই প্রশাসন ব্যক্তিগত মদের লাইসেন্সকে ফ্রী করে দিয়েছে। একইসাথে অ্যালকোহলযুক্ত পানীয়ের উপর পৌরসভার ৩০ শতাংশ ট্যাক্সও বাতিল ঘোষণা করেছে। এতোদিন দেশটিতে মদের উপর ৩০ শতাংশ কর আরোপিত ছিল এবং মদের লাইসেন্সের জন্য নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হতো।

    গত ১ জানুয়ারি দুবাইয়ের দুটি সরকারি মদ কোম্পানি মেরিটাইম এবং মার্কেন্টাইল ইন্টারন্যাশনাল এই ঘোষণা করেছ। দু’টি কোম্পানিই এমিরেটস গ্রুপের অংশ। ক্ষমতাসীন আল মাকতুম পরিবারের নির্দেশে এই ঘোষণা করা হয়।

    উল্লেখ্য, এর আগে দুবাই প্রশাসন পর্যটকদের আকৃষ্ট করার জন্য মদ সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নিয়েছিল। যেমন রমজান মাসে দিনের বেলাতেও মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। কোভিড লকডাউনের সময় মদের হোম ডেলিভারিও শুরু হয়েছিল সেখানে।

    ক্ষমতালিপ্সু আরবের গাদ্দার শাসকগোষ্ঠী দিনকে দিন আরবের পবিত্র ভূমিকে অপবিত্র করেই চলেছে। একদিকে ইসলামে নিষিদ্ধ বিষয়কে বৈধতা দিচ্ছে, আর অন্যদিকে ইসলাম ও মুসলিমদের ওপর চালাচ্ছে আগ্রাসন। ইয়েমেনে তাদের আগ্রাসনে লাখ লাখ মুসলিম আজ অনাহারে দিনাতিপাত করছে। আর ফিলিস্তিনে দখলদার ইসরাইলের সাথে সম্পর্ক গড়ে ইহুদিদের সকল অপরাধকে বৈধতা দিয়েছে এসব শাসকগোষ্ঠী।



    তথ্যসূত্র:
    ——-
    ১। Dubai drops 30 percent tax on alcohol to woo tourists, expats-
    https://tinyurl.com/262hynva

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    সীমান্তে মুসলিম হত্যার মধ্য দিয়ে নতুন বছর শুরু করলো সন্ত্রাসী বিএসএফ




    ইংরেজি বছরের প্রথম দিনেই লালমনিহাটের বুড়িমারী সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যার মধ্য দিয়ে নতুন বছরের সূচনা করেছে হিন্দুত্ববাদী সন্ত্রাসী বিএসএফ। গত ১ জানুয়ারি এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি মুসলিমের নাম মুহাম্মদ বিপুল হোসেন (২০)।

    স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিপুলসহ ৮-১০ জন বাংলাদেশিদের একটি দল ভারতের সীমান্তে ঢুকেছিলেন গরু আনার জন্য। এসময় টহলরত ভারতীয় বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। বিপুল বুকে গুলিবিদ্ধ হলে তিনি মাটিতে পড়ে যান। পরে তার সহকর্মীরা গুলিবিদ্ধ বিপুলক বাংলাদেশে নিয়ে আসলে তার মৃত্যু হয়।

    প্রথমত, মানবরচিত আইনে পাশের দেশের পাশের এলাকায় গরু বা অন্য পণ্য আনতে যাওয়াটা অপরাধ হলেও, মানবিকতা, বিবেক ও ধর্মীয় দৃষ্টিতে এটা কি কোন অপরাধ?
    আর দ্বিতীয়ত, এটা যদি অপরাধ হয়েও থাকে, তাহলেও কি সন্ত্রাসী বিএসএফ এভাবে পাখির মতো গুলি করে মুসলিমদের রক্ত ঝরাতেই থাকবে?
    আমরাতো এখন পর্যন্ত কোন হিন্দুকে সীমান্তে বিএসএফের গুলিতে মরতে শুনিনি!

    সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে হিন্দুত্ববাদী সন্ত্রাসী ভারত বার বার বাংলাদেশের কাছে প্রতিশ্রুতি দিলেও হত্যাকাণ্ড বন্ধ করেনি। অন্যদিকে বাংলাদেশের দালাল সরকারগুলোর পক্ষ থেকেও তেমন কোনো প্রতিবাদ জানানো হয় না। তারা কেউ সরাসরি আবার কেউ মুখে বিরধিতা করে পেছনে ভারতকে ‘হজুর হুজুর’ করে। আর এর ফলে ভারত তাদের পূর্বসূরি মারাঠা বর্গিদের হিন্দুত্ববাদী আদর্শের প্রতিফলন ঘটাচ্ছে বাংলাদশ সীমান্তে।

    গত বছর (২০২২) সীমান্তে বিএসএফের হাতে মোট ২১ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তাদের অধিকাংশই গুলিতে নিহত হন। বাকিদের নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। এই সময়ে অপহরণ করা হয়েছে আটজনকে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।দেশে যখনই ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে কোন ইস্যু খুঁজে পায়, তখনই কথিত মানবতাবাদী প্রগতিশীলরা হৈ চৈ শুরু করে দেয়। অথচ হিন্দুত্ববাদী ভারত এভাবে বছরের পর বছর বাংলাদেশিদের হত্যা করছে- এ ব্যাপারে তাদের কোন কথাই নেই। আর হলুদ মিডিয়াও সীমান্ত হত্যাকে প্রচার না করে কথিত বন্ধু রাষ্ট্রের সম্মান রক্ষা করে চলেছে।


    তথ্যসূত্র:
    ——–
    ১। থামেনি সীমান্ত হত্যা-
    https://m.dailyinqilab.com/article/5...A6%AF%E0%A6%BE





    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3
      সরকারি প্রতিষ্ঠানে দেশীয় পণ্য ব্যবহারের সিদ্ধান্ত ইসলামি ইমারতের মন্ত্রিসভায়



      ইসলামি ইমারতের মন্ত্রিসভার ১৯তম বৈঠকে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুমোদন পেয়েছে। ফলে এখন থেকে ইসলামি ইমারতের সকল প্রতিষ্ঠানে যত বেশি সম্ভব দেশীয় পণ্য ব্যবহার করতে হবে।

      ইসলামি ইমারতের অফিসিয়াল সূত্র জানিয়েছে, সোমবারে ইসলামি ইমারতের প্রধানমন্ত্রী আলহাজ্জ মোল্লা মুহাম্মাদ হাসান আখুন্দ হাফিজাহুল্লাহ-এর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয় যে, তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, হজ্জ ও আওকাফ এবং উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের উচিত দেশীয় পণ্য ব্যবহার বিষয়ে জনসচেতনতামূলক কাজে অংশ নেওয়া। এছাড়া শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত গুণগত ও নির্ভরযোগ্য পণ্য উৎপাদনের জন্য কারখানার মালিকদের উৎসাহিত করা।

      মন্ত্রিসভার এই বৈঠকে গণপূর্ত মন্ত্রণালয়ের উপমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল, পরিবহন ও বিমান পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী, অ্যাটর্নি জেনারেলের সহকারী ও কারিগরি কর্মীদেরকে সালং মহাসড়কের টানেল এবং যানবাহন চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়। এরপর এসব বিষয়ে সমস্যা সংক্রান্ত পরিকল্পনা মন্ত্রিসভায় শেয়ার করার কথা বলা হয়।

      ইতোমধ্যে, প্রতিনিধিদলকে সালং মহাসড়ক বরাবর উত্তরে একটি বিকল্প ট্রানজিট রুট তৈরিতে বাজেট, প্রয়োজনীয় সময় এবং কত ক্ষমতায় এটি নির্মাণ করা যেতে পারে, তা হিসেব করে মন্ত্রিসভায় পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

      এছাড়া মন্ত্রিসভার বৈঠকে কোল্ডরুম (পণ্য সংরক্ষণাগার) পুনরায় নির্মাণ ও পরিচালনার জন্য অর্থ মন্ত্রণালয়ের করা সুপারিশও অনুমোদন করা হয়েছে। আর এটি বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়, শিল্প ও বাণিজ্য, কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

      সবশেষে দোয়ার মাধ্যমে মন্ত্রিসভার উক্ত বৈঠক সমাপ্ত হয়েছে বলে জানান ইসলামি ইমারত কর্তৃপক্ষ।



      তথ্যসূত্র :
      ———
      1. Cabinet approves decision of using domestic products in Govt institutions
      https://www.alemarahenglish.af/cabin...-institutions/

      আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

      Comment

      Working...
      X