ঈদের পর কাশ্মীরে ব্যাপক ধরপাকড়, গ্রেফতার অন্তত ৫০
ঈদ মুসলিমদের মাঝে খুশি ও আনন্দ বয়ে আনলেও ভারত অধিকৃত কাশ্মীরে এ চিত্র ভিন্ন রকম। ঈদের পর থেকে সেখানে গত এক সপ্তাহ ধরে ব্যাপক গ্রেফতার অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।
ফলে ঈদের আনন্দ ভুলে ভারতীয় সেনাদের গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াতে হচ্ছে সেখানকার মুসলিমদের। তবুও শেষ রক্ষা হচ্ছে না।
গত ২৬ এপ্রিল পুঞ্চ, রাজৌরি এবং রিয়াসি জেলায় বাড়ি বাড়ি অভিযান চালিয়ে এক ডজনেরও বেশি মুসলিমকে গ্রেফতার করেছে ভারতীয় বাহিনী।
এভাবে কাশ্মীরের অন্তত ১০টি জেলায় গ্রেফতার অভিযান চালিয়েছে তারা। এই গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এসব অভিযানে এখন পর্যন্ত অর্ধ শতাধিক মুসলিম যুবককে গ্রেফতার করেছে ভারতীয় বাহিনী।
তথ্যসুত্র:
——
1. Indian troops arrest over a dozen youth in Sopore; CASOs continue in IIOJK
–https://tinyurl.com/2baf3sfp
2. Indian police arrest two youth in IIOJK
–https://tinyurl.com/2p96hsu5
ঈদ মুসলিমদের মাঝে খুশি ও আনন্দ বয়ে আনলেও ভারত অধিকৃত কাশ্মীরে এ চিত্র ভিন্ন রকম। ঈদের পর থেকে সেখানে গত এক সপ্তাহ ধরে ব্যাপক গ্রেফতার অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।
ফলে ঈদের আনন্দ ভুলে ভারতীয় সেনাদের গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াতে হচ্ছে সেখানকার মুসলিমদের। তবুও শেষ রক্ষা হচ্ছে না।
গত ২৬ এপ্রিল পুঞ্চ, রাজৌরি এবং রিয়াসি জেলায় বাড়ি বাড়ি অভিযান চালিয়ে এক ডজনেরও বেশি মুসলিমকে গ্রেফতার করেছে ভারতীয় বাহিনী।
এভাবে কাশ্মীরের অন্তত ১০টি জেলায় গ্রেফতার অভিযান চালিয়েছে তারা। এই গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এসব অভিযানে এখন পর্যন্ত অর্ধ শতাধিক মুসলিম যুবককে গ্রেফতার করেছে ভারতীয় বাহিনী।
তথ্যসুত্র:
——
1. Indian troops arrest over a dozen youth in Sopore; CASOs continue in IIOJK
–https://tinyurl.com/2baf3sfp
2. Indian police arrest two youth in IIOJK
–https://tinyurl.com/2p96hsu5
Comment