Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ১০ শাওয়াল, ১৪৪৪ হিজরী।। ০১ মে, ২০২৩ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ১০ শাওয়াল, ১৪৪৪ হিজরী।। ০১ মে, ২০২৩ ঈসায়ী

    ঈদের পর কাশ্মীরে ব্যাপক ধরপাকড়, গ্রেফতার অন্তত ৫০



    ঈদ মুসলিমদের মাঝে খুশি ও আনন্দ বয়ে আনলেও ভারত অধিকৃত কাশ্মীরে এ চিত্র ভিন্ন রকম। ঈদের পর থেকে সেখানে গত এক সপ্তাহ ধরে ব্যাপক গ্রেফতার অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।

    ফলে ঈদের আনন্দ ভুলে ভারতীয় সেনাদের গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াতে হচ্ছে সেখানকার মুসলিমদের। তবুও শেষ রক্ষা হচ্ছে না।

    গত ২৬ এপ্রিল পুঞ্চ, রাজৌরি এবং রিয়াসি জেলায় বাড়ি বাড়ি অভিযান চালিয়ে এক ডজনেরও বেশি মুসলিমকে গ্রেফতার করেছে ভারতীয় বাহিনী।

    এভাবে কাশ্মীরের অন্তত ১০টি জেলায় গ্রেফতার অভিযান চালিয়েছে তারা। এই গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এসব অভিযানে এখন পর্যন্ত অর্ধ শতাধিক মুসলিম যুবককে গ্রেফতার করেছে ভারতীয় বাহিনী।


    তথ্যসুত্র:
    ——
    1. Indian troops arrest over a dozen youth in Sopore; CASOs continue in IIOJK
    https://tinyurl.com/2baf3sfp
    2. Indian police arrest two youth in IIOJK
    https://tinyurl.com/2p96hsu5

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    রাস্তায় ঈদের নামাজ পড়ায় ভারতে ১,৭০০ মুসলিমের নামে মামলা



    দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর গত ২২ এপ্রিল মুসলিমদের পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। ঈদের সালাত আদায়ের জন্য মুসলিমরা ঈদগাহ কিংবা মসজিদে সমবেত হয়েছেন। তবে দুঃখজনক ব্যাপার হল, ভারতের বেশ কিছু এলাকায় প্রশাসনের নানা কঠোরতার কারণে মুসলিমরা পবিত্র ঈদুল ফিতরের সালাত খুশি মনে আদায় করতে পারেনি। ঈদের সালাত আদায়কারীদের নানা ভাবে হয়রানি করা হয়েছে।

    বেগমপুরওয়া পুলিশ আউটপোস্টের অফিসার ইনচার্জ ‘টাইমস অফ ইন্ডিয়া’কে জানিয়েছেন, ‘ঈদের দিন সকাল ৮টার দিকে নামাজের ঠিক আগে মুসল্লি বেশি হওয়ায় ঈদগাহ [মসজিদের] সামনের রাস্তায় ভিড় জমে যায়। ফলে সবাই সড়কে চাটাই বিছিয়ে নামাজ পড়া শুরু করেন। এতে পুলিশ তাদের বাধা দেয়। কিন্তু মুসল্লিরা পুলিশের বাধা উপেক্ষা করেই নামাজ আদায় করেন।’

    এভাবে উত্তর প্রদেশের কানপুরের তিনটি এলাকায় মসজিদের বাইরে রাস্তায় নামাজ পড়ার জন্য ১,৭০০ জনেরও বেশি মুসলিমের নামে মামলা দায়ের করা হয়েছে। বাবু পুরওয়া এবং জাজমাউ থানায় দায়ের করা তিনটি এফআইআর থেকে এ তথ্য জানা গেছে।

    পিটিআই-এর মতে, সিনিয়র সাব-ইন্সপেক্টর ওমবীর সিং বাজারিয়া থানায় একটি এফআইআর নিবন্ধন করে। এতে সেখানকার ১,৫০০ জন অজ্ঞাত মুসল্লি এবং একটি মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের অভিযুক্ত করা হয়। এর বাইরে, জাজমাউ থানায় প্রায় ২০০ জনকে অভিযুক্ত করা হয়েছে, এবং বাবু পুরওয়া থানায় প্রায় ৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

    মুসল্লিদের বিরুদ্ধে ধারা 186 (কর্তব্য পালনে সরকারী কর্মচারীকে বাধা দেওয়া), 188 (সরকারি কর্মচারী কর্তৃক যথাযথভাবে প্রচারিত আদেশ অমান্য করা), 283 (জনসাধারণের পথে বাঁধা দেওয়া), 341 (অন্যায় আচরণের শাস্তি) এবং 353 (অপরাধমূলক কাজে বল প্রয়োগ) ধারায় মামলা করা হয়েছে।

    পুলিশ সিসিটিভি ফুটেজের সাহায্যে মুসল্লিদের আটক করতে শনাক্ত করার প্রক্রিয়া চালাচ্ছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মুহাম্মদ সুলেমান বলেছেন, ‘লোকেরা মুসলমান হওয়ার কারণেই তাদের টার্গেট করা হচ্ছে। অন্যথায়, হিন্দুরা যখন রাস্তা বন্ধ করে মিছিল ও শোভাযাত্রা করে তখন তাদের কিছুই করা হয় না।’

    তথ্যসূত্র:
    ——-
    1. 1,700 Muslims booked for offering Eid namaz on roads in Kanpur
    https://tinyurl.com/2cnaaxhk


    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3
      ইয়া আল্লাহ
      আমার ভাই-বোনদের তুমি কাফেরদের হাত থেকে হেফাজত করো ।

      Comment


      • #4
        হে আল্লাহ জুল জালালি ওয়াল ওয়াল ইকরামো!

        তাওফিক দাও যেতে হেথা, সাথে ঐ ভাইগোও
        যেতে মরিয়া সেথা ; যেথা ভাসে শাহাদাহর খুশবো

        আনিতে দাও চিরিয়া সুখ তাদের বুক নাক চোখো,
        যারা চিরিয়ালয় ভিড়ে খাড়ায় ইবাদতে মোর বোন ভ্রাতাগো।

        প্রভু!
        মরিতে দাও সেই সোপানে তোয়ার পাপি বান্দাগো!
        যারা মিটাতে চায় পাপসমুহ মিটাইয়া কুফ্ফারের শিরা, কল্লা, মুন্ডু!


        আমিন! ইয়া রব্বাল 'আলামীন!

        আবেগে দুচারলান কোনরকম কবিতার সাজে সাজাইতে চাইলাম... রহমান! ক্ববুল করুন আমিন!
        হয় শাহাদাহ নাহয় বিজয়।

        Comment

        Working...
        X