Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ১৩ শাওয়াল, ১৪৪৪ হিজরী।। ০৪ মে, ২০২৩ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ১৩ শাওয়াল, ১৪৪৪ হিজরী।। ০৪ মে, ২০২৩ ঈসায়ী

    কাশ্মীরে ভারতীয় আগ্রাসন: এক যুবক গুম, অপর যুবক গ্রেফতার


    গুমের শিকার কাশ্মীরি মুসলিম আমান আইয়াজ খান।


    গত ২৯ এপ্রিল থেকে কাশ্মীরে এক মুসলিম যুবক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ঐ যুবকের নাম আমান আইয়াজ খান (১৯)।

    আইয়াজের বাড়ি উত্তর কাশ্মীরের বারমুল্লা জেলায়। জানা যায়, ঘটনার দিন বিকেলে সে তার খাওয়াজাবাগ এলাকার বাড়ি থেকে বের হয়। এরপর আর সে ফিরে আসেনি। অনেক খোঁজার পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

    এদিকে, উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলা থেকে অপর এক যুবককে গ্রেফতার করেছে ভারতীয় বাহিনী। এই গ্রেফতারকে বৈধতা দেওয়ার জন্য ঐ যুবকের বিরুদ্ধে মুজাহিদ সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগ এনেছে ভারতীয় বাহিনী।

    এভাবে, গত কয়েকদিন ধরে কাশ্মীরে ব্যাপক হারে গ্রেফতার অভিযান চলছে। মাত্র এক সপ্তাহে অন্তত ২০০ মুসলিম যুবককে গ্রেফতার করেছে তারা। এমনকি বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়ে যুবকদের গ্রেফতার করছে ভারতীয় বাহিনী।

    তথ্যসুত্র:
    ——
    1. Youth goes missing in Baramulla
    https://tinyurl.com/bdz4um43
    2. Indian troops arrest youth in Kupwara
    https://tinyurl.com/2ykz9t2j
    3. Indian troops arrest several including religious leader in Poonch
    https://tinyurl.com/2p9heaan

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    হিন্দুদের বিরুদ্ধে কথা বললে গুলি করা হবে: বিজেপি এমএলএ


    কর্ণাটকের বিজেপি এমএলএ বসানগৌদা পাটিল ইয়াতনাল

    ভারতের কর্ণাটকে ১০ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে হিন্দুত্ববাদী নেতাদের ইসলাম ও মুসলিম বিদ্বেষ বহুগুণে বেড়ে গেছে। এমনকি বিজেপি নেতারা নির্বাচনী প্রচারণায় গণহত্যামূলক বিবৃতি দিচ্ছে প্রকাশ্যে।

    সম্প্রতি বিজেপি এমএলএ বসানগৌদা পাটিল ইয়াতনাল নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কর্ণাটকে একটি জনসভায় বক্তৃতা দিয়েছে। এক ভিডিওতে দেখা যায়, সে বলছে, যারা ভারত ও হিন্দুদের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে রাস্তায় গুলি করে মারা হবে।

    কর্ণাটকে বিজয়পুরায় অনুষ্ঠিত জনসভায় ইয়াতনাল বলেছে, ‘যদি আপনি আমাদের বিশ্বাস সম্পর্কে বা ভারত সম্পর্কে বা হিন্দুদের সম্পর্কে কথা বলেন, তবে আপনাকে [হাতের ইশারা করে দেখায়] গুলি করা হবে।’

    একই সমাবেশে, হিন্দুত্ববাদী রাজনীতিবিদরাও প্রতিশ্রুতি দিয়েছে যে, কর্ণাটকে বিজেপি পুনরায় ক্ষমতায় গেলে যোগী আদিত্যনাথ স্টাইলে শাসন পরিচালনা করবে।

    এই বিজেপি নেতা আরো বলেছে, ‘যে কেউ ভারতের বিরুদ্ধে কথা বলবে আমরা তাদের এনকাউন্টার করবো। তাদেরকে জেলে পাঠানো বন্ধ করে, রাজপথেই তাদের ব্যাপারে ফয়সালা করা হবে।’

    তথ্যসূত্র:
    ——
    1/ BJP MLA in Karnataka says those speaking against India, Hindus will be shot
    https://tinyurl.com/mu27ndwj
    2/Those speaking against India, Hindus will be shot: BJP MLA in Karnataka
    https://tinyurl.com/bdhrtz8w

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3
      নয় বছর থাইল্যান্ড ডিটেনশন সেন্টারে বন্দী থাকা দুই উইঘুরের মৃত্যু


      ৪০ বছর বয়সী উইঘুর মুসলিম মাত্তুহতি মাত্তুরসুন। ২১শে এপ্রিল থাইল্যান্ডে মারা গেছেন তিনি।

      আরও একজন উইঘুর শরণার্থী মারা গেছেন থাইল্যান্ডে। চীনের কবল থেকে পালিয়ে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছিলেন উইঘুর মুসলিমরা। এর মধ্যে থাইল্যান্ডে আশ্রয়ের খোঁজে এসেছিলেন ৫০ জনের মতো। কিন্তু তাদেরকে ২০১৪ সাল থেকেই ডিটেনশন সেন্টারে বন্দী করে রেখেছে থাইল্যান্ড। এদের মধ্য থেকে এ বছর দুইজন উইঘুর মারা গেছেন।

      গত ২৪শে এপ্রিল মাত্তুহতি মাত্তুরসুন (মুহাম্মাদ তুরসুন নামেও পরিচিত) নামে একজন উইঘুর মুসলিমের মৃত্যুর সংবাদ ঘোষণা করেছে বিশ্ব উইঘুর কংগ্রেস। ৪০ বছর বয়সী তুরসুন সোয়ান ফ্লো অভিবাসী ডিটেনশন সেন্টারে থাকাবস্থায় অসুস্থ হয়ে পড়লে ২১শে এপ্রিল একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেদিনই তিনি মৃত্যুবরণ করেন।

      এর আগে, গত ১১ ফেব্রুয়ারি একই ডিটেনশন সেন্টারে ৪৯ বছর বয়সী উইঘুর আজিজ আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছিলেন।

      থাই কর্তৃপক্ষ অবশ্য এখনও তুরসুনের মৃত্যুর ব্যাপারে সুনিশ্চিতভাবে কিছু জানায়নি। তবে স্থানীয় দাতব্য কাজে জড়িত এবং ডিটেনশন সেন্টারে খাবার ডোনেশনকারী চালিদা তাজারুয়েনসুক বলেন, অন্যান্য উইঘুররা তুরসুনের মৃত্যুর খবরের সত্যতা জানিয়েছেন। এছাড়াও তার ব্যক্তিগত এক পুলিশ সূত্রও তুরসুনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন তিনি।

      থাইল্যান্ডের কেন্দ্রীয় ইসলাম কাউন্সিলও বলেছে যে, তারা তুরসুনের দেহ গত সপ্তাহেই কর্তৃপক্ষের কাছ থেকে গ্রহণ করেছেন এবং ব্যাংককের একটি মসজিদের পাশে তাকে কবরস্থ করেছেন।

      মাত্র তিন মাসেরও কম সময়ের মধ্যে দুইজন মধ্য বয়স্ক উইঘুর পুরুষের মৃত্যু নিশ্চিতভাবেই ডিটেনশন সেন্টারের শোচনীয় পরিস্থিতিকেই নির্দেশ করে বলে মনে করে মানবাধিকার সংস্থাগুলো। আরও ভালো পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

      “ভেতরে যে খুবই খারাপ পরিস্থিতি তা পরিষ্কার। সেখানকার খাবার-দাবার ও বসবাসের ব্যবস্থা খুবই নিম্ন মানের। এক জায়গায় অনেক মানুষ গাদাগাদি করে রাখা হয়। আর সেখানে স্থাস্থ্য পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। সেখানে খুবই সাদামাটা ও প্রাথমিক স্তরের একটি স্বাস্থ্য কক্ষ রয়েছে। কিন্তু কোনো ডাক্তার নেই, আছে কেবল নার্স,” বলছিলেন চালিদা।

      উইঘুরদেরকে মুক্ত করে দিতে মানবাধিকার কর্মীরা আহ্বান জানিয়েছেন থাইল্যান্ড প্রশাসনের প্রতি। অন্তত উইঘুরদের মৌলিক অধিকারের বিষয়গুলো যেন নিশ্চিত করা হয় এবং যথাযথ স্বাস্থ্যসেবা দেওয়া হয় সেই দাবিও জানিয়েছেন তারা।

      উল্লেখ্য, ২০১৫ সালে ১৭৩ জন উইঘুরকে ফেরত পাঠিয়েছিল থাইল্যান্ড। এদের অধিকাংশ ছিল নারী ও শিশু। এর এক সপ্তাহ পর আরও ১০৯ জন উইঘুর পুরুষকে চীনে পাঠিয়েছিল থাইল্যান্ড।

      তথ্যসূত্র:
      1. 2nd Uyghur Detainee Death in Thailand Prompts Calls for Group’s Release, Resettlement – https://tinyurl.com/2e34m427

      আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

      Comment


      • #4
        ইসরাইলি কারাগারে মুক্তির দাবিতে অনশনকারী ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু



        ইসরায়েলি কারাগারে মৃত্যু হয়েছে খাদের আদনান নামে এক ফিলিস্তিনি অধিকারকর্মীর। ইসলামি জিহাদ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে তাকে আটক করেছিল ইসরাইলি বাহিনী।

        ‘অবৈধভাবে’ বন্দী করার প্রতিবাদে তিন মাস আগে কারাগারে আমরণ অনশন শুরু করেন খাদের। টানা ৮৬ দিন অনাহারে থাকার পর গত ২ মে ইসরাইলি কারাগারে নিজ সেলে মৃত্যুবরণ করেন তিনি।

        খাদেরের স্বাস্থ্যের চরম অবনতি হওয়ায় তাকে জামিন দেওয়ার আবেদন জানিয়েছিল তার পরিবার। কিন্তু ইসরাইলী আদালত তাকে জামিন দিতে অস্বীকৃতি জানায়।

        উল্লেখ্য, খাদেরকে এর আগে আরও ১২ বার গ্রেফতার করেছিল ইসরাইলী বাহিনী। ২০১৫ সালে যখন গ্রেফাতার হন তখনও তিনি অনশন করেছিলেন। একটানা ৫৫ দিন কোনো খাবার গ্রহণ করেননি তিনি।

        ওই সময় কথিত ‘প্রশাসনিক আটক’-এর অধীনে তাকে আটক করে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। এই বর্বরোচিত আইনের অধীনে যেসব মুসলিমকে আটক করা হয় তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ ছাড়াই অনির্দিষ্টকালের জন্য বন্দী রাখে ইসরাইল।


        নিজ সন্তানদের সাথে খাদের আদনানের হাস্যোজ্জ্বল মুহূর্ত।


        ইসরায়েলি মানবাধিকার সংস্থা হামোকেদের তথ্য অনুযায়ী, ইসরাইলের কারাগারে বর্তমানে পাঁচ হাজারের কাছাকাছি ফিলিস্তিনি মুসলিম বন্দী রয়েছেন। কোনো ধরনের অভিযোগ ও বিচার কার্যক্রম ছাড়াই ১ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে আটকে রেখেছে ইসরাইল।

        তথ্যসূত্র:
        ——
        1. Khader Adnan dies in Israeli prison after 86-day hunger strike
        https://tinyurl.com/f7c349d6
        2. Who was Khader Adnan, the Palestinian who died on hunger strike?
        https://tinyurl.com/3vttf9bd



        আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

        Comment


        • #5
          আল্লাহ দ্বীন কায়েমের জন্য সকল ভাইদের মেহনত কবুল করুন ও নিরাপদে রাখুন

          Comment


          • #6
            এভাবে, গত কয়েকদিন ধরে কাশ্মীরে ব্যাপক হারে গ্রেফতার অভিযান চলছে। মাত্র এক সপ্তাহে অন্তত ২০০ মুসলিম যুবককে গ্রেফতার করেছে তারা। এমনকি বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়ে যুবকদের গ্রেফতার করছে ভারতীয় বাহিনী।
            হে আল্লাহ! গাফলত ও আলস্য থেকে আমাদের মুক্ত করুন! এগুলোতো নিকৃষ্ট কারাগার, যাতে আবদ্ধ হওয়া সকল সমস্যার মুল!
            হে আল্লাহ! উম্মাহর মাজলুমানের প্রতি সদয় হোন! এরাতো তোমারই ইবাদতকারী।
            হে আল্লাহ! আমাদেরকে আমাদের দায়িত্ব বুঝার ও পুঙ্খানুপুঙ্খ পালনের তাওফিক দান করুন আমিন!
            Last edited by Munshi Abdur Rahman; 05-07-2023, 09:41 AM.
            হয় শাহাদাহ নাহয় বিজয়।

            Comment


            • #7
              এই বিজেপি নেতা আরো বলেছে, ‘যে কেউ ভারতের বিরুদ্ধে কথা বলবে আমরা তাদের এনকাউন্টার করবো। তাদেরকে জেলে পাঠানো বন্ধ করে, রাজপথেই তাদের ব্যাপারে ফয়সালা করা হবে।’
              আমরাতো ভারতের বিরুদ্ধে কথা বলিনা, আমরা মুশরিকদের বিরুদ্ধে ও তাদের নেতৃত্বকে চিরে কুড়ে চিবিয়ে গিলে ফেলে আমাদের (ইসলামের) পতাকা পতপত উড়িয়ে ইসলামের রাজ ক্বায়েম করতে চাই।
              বোকা বিজেপি কোথাকার!!!
              হয় শাহাদাহ নাহয় বিজয়।

              Comment

              Working...
              X