Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ২১ শাওয়াল, ১৪৪৪ হিজরী।। ১২ মে, ২০২৩ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ২১ শাওয়াল, ১৪৪৪ হিজরী।। ১২ মে, ২০২৩ ঈসায়ী

    ফিলিস্তিন জুড়ে ইসরাইলি বাহিনীর আগ্রাসন, নিহত ২১ মুসলিম


    ইসরাইলি বাহিনীর হামলায় নিহত কয়েকজন মুসলিমের লাশ।

    ইহুদীদের হাতে আবারও রক্তাক্ত হয়েছে মুসলিম ভূমি ফিলিস্তিন। গত ৯ মে স্থানীয় সময় রাত ২টার দিকে গাজা উপত্যকায় ঘুমন্ত মুসলিমদের ওপর চলে ইসরাইলি বাহিনীর মুহুর্মুহু বিমান হামলা। গাজার রাফা এবং খান ইউনুস শহরের বিভিন্ন স্থানকে লক্ষ্য করে চলে এসব হামলা।বর্বরোচিত এসব হামলায় এখন পর্যন্ত ৪ নারী ও ৪ শিশুসহ ২১ জন মুসলিম নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদের ৩ নেতা ও তাদের স্ত্রী সন্তানেরা। আহত হয়েছেন ৬০ এর অধিক মুসলিম।তবে এই আগ্রাসন শুধুমাত্র গাজায় সীমাবদ্ধ থাকেনি।

    গাজায় বিমান হামলার পাশাপাশি গোটা ফিলিস্তিন জুড়েই বিচ্ছিন্নভাবে হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী ও ইহুদি নাগরিকরা। এসব হামলায়ও দুই মুসলিম যুবক নিহত হয়েছেন। পশ্চিম তীরের জেনিন শহরে রাত্রিকালীন অভিযান চালিয়ে খুন করা হয় তাদের। এছাড়া, গ্রেফতার করা হয়েছে ৪ ফিলিস্তিনি যুবককে।এদিকে জেরুজালেমে মুসলিম বাসিন্দাদের লক্ষ্য করে ব্যাপক আকারে টিয়ার গ্যাস ছোঁড়া হয়েছে। মুসলিমদের ওপর ইসরাইলি বাহিনীর আগ্রাসী আচরণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এমনকি ফিলিস্তিনি ভেবে এক ইহুদি নারীকেও গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এ সময় ঐ ইহুদি নারী হিজাব পরে ছদ্মবেশ ধারণ করে ছিল। বাহ্যিকভাবে ইসলামী বেশভূষা থাকার কারণেই ইসরাইলি বাহিনীর টার্গেটে পরিণত হয় সে নারী!


    মুসলিম ভেবে খুন হওয়া ইহুদি নারীর লাশ।
    তথ্যসূত্র:
    ——
    1. Update on Gaza death toll: 21 Palestinian killed, 64 injured in the lsraeli aggression
    https://tinyurl.com/kmvpu9yf
    2. Breaking: lsraeli warplanes target a vehicle in Gaza Strip, killing two Palestinians
    https://tinyurl.com/39tt4p8r
    3. BREAKING: Two Palestinian young men were shot dead last night by Israeli gunfire in the town of Qabatiya, north of the occupied West Bank, according to local sources. The two were identified as Rani Qutnat and Ahmad Jamal Assaf
    https://tinyurl.com/5afuk7k3
    4. According to Hebrew: The young girl who was shot and killed today was a mentally ill Israeli colonizer who disguised herself in Muslim clothing
    https://tinyurl.com/mppv3p38











    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    বিমানবন্দর আধুনিকায়নে ইসলামি ইমারতের কার্যকরী পদক্ষেপ





    [কাবুল বিমানবন্দর]


    যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ব্যাপক ক্ষতিগ্রস্ত একটি ক্ষেত্র হচ্ছে বেসামরিক বিমান সেক্টর। আফগানিস্তানের পুনর্গঠন কার্যক্রমে বদ্ধপরিকর ইসলামি ইমারত কর্তৃপক্ষ তাই এই খাতে বিশেষ মনোযোগ দিয়েছে ক্ষমতা আসার পর থেকেই। এবার বেসামরিক বিমান চলাচলকে আধুনিকায়ন করতে কার্যকরী পদক্ষেপ নিয়েছে ইসলামি ইমারত প্রশাসন।

    আফগানিস্তানের প্রধান তিনটি বিমানবন্দর পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতের জিএএসি-নামক একটি হোল্ডিং কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে ইসলামি ইমারত। দশ বছর মেয়াদী এই চুক্তির আওতায় কোম্পানিটি কাবুল, কান্দাহার এবং হেরাতের তিনটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড ট্রান্সপোর্টেশন সার্ভিস, তথ্য প্রযুক্তি এবং নিরাপত্তার বিষয়গুলো পরিচালনা করবে। আফগানিস্তানের পরিবহন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপমন্ত্রী গোলাম জিলানি পোপাল এ তথ্য নিশ্চিত করেছেন।

    বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তির মাধ্যমে আফগানিস্তানের বিমানবন্দরগুলোর মানোন্নয়ন হবে এবং স্থিতিশীলতা আসবে। ফলে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স আফগানিস্তানের প্রতি নজর দেবে। পাশাপাশি, অনেকে এখানে বিনিয়োগ করতে আগ্রহী হবে। তাছাড়া, বহির্বিশ্বের সাথে ইসলামি ইমারত আফগানিস্তানের অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের পথ খুলে দেবে এই চুক্তি।

    এর বাইরে, দেশের অভ্যন্তরেও অসংখ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তৈরি হবে। ইতোমধ্যে আফগানিস্তানের প্রায় এক হাজার স্থানীয় লোককে বিমানবন্দর পরিচালনার বিভিন্ন কাজে উপযোগী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দিয়েছে জিএএসি।

    আফগানিস্তানের বেসামরিক বিমান চলাচল সেক্টরটি সাম্প্রতিক বছরগুলোতে নানা সমস্যায় জর্জরিত ছিল। মার্কিন নেতৃত্বাধীন দখলদার বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার সময় বিমানবন্দরগুলোতে তাণ্ডব চালিয়ে অনেক ক্ষতি করে যায়। ফলশ্রুতিতে, অনেক আন্তর্জাতিক এয়ারলাইন্স আফগানিস্তানে তাদের ফ্লাইট বাতিল করেছিল।

    এখন প্রায় দুই বছর পর, আফগানিস্তানের বিমানবন্দরগুলো আন্তর্জাতিক ফ্লাইটের জন্য কর্মক্ষমতা এবং নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে জিএএসি।

    বিমানবন্দরের কর্মক্ষমতার উন্নতির জন্য তারা ব্যবস্থাপনা, গ্রাউন্ড সাপোর্ট যন্ত্রাদি এবং প্রযুক্তিগত ক্ষেত্রে ৬ লাখ ৪১ হাজার ডলার বিনিয়োগও করেছে বলে জানায় কোম্পানিটি। রানওয়ের লাইট মেরামত, জেনারেটর স্থাপন, এক্স-রে মেশিন সরবরাহ, মেটাল ডিটেক্টর, এবং বিস্ফোরক অনুসন্ধানী যন্ত্র সরবরাহ করা, অস্থায়ী টার্মিনাল বিল্ডিং নির্মাণ, বিমানবন্দরের কর্মীদের খাবার ও পানি দেওয়া এবং আরও কিছু ক্ষেত্রে এই অর্থ বিনিয়োগ করা হয়েছে।

    জিএএসি ২০২০ সালের নভেম্বরে তৎকালীন দখলদার মার্কিন মদদপুষ্ট আফগান সরকারের সাথে প্রথম চুক্তি করেছিল। এরপর ২০২২ সালের মে মাসে ইসলামি ইমারত আফগানিস্তানের সাথে চুক্তিবদ্ধ হয়। এখন সর্বশেষ তৃতীয় বারের মতো আফগানিস্তানের আন্তর্জাতিক তিনটি বিমানবন্দর পরিচালনার বিষয়ে চুক্তি করলো তারা।

    আফগানিস্তানে কার্যক্রম শুরু করার পর এখন পর্যন্ত প্রায় ১.৫ মিলিয়ন যাত্রীকে মানসম্মত সেবা দিয়েছে এবং ৪০,০০০ টনের অধিক মালামাল স্থানান্তর করেছে জিএএসি।

    তথ্যসূত্র:
    1. UAE’s GAAC Signs Contrat to Operate Afghanistan’s Airports – https://tinyurl.com/3cx8uaa8
    2. GAAC to Uplift Afghanistan’s Airports to the Modern Era – https://tinyurl.com/3x5yz6en

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3
      আল্লাহ তাআলা নির্যাতিত মুসলিম উম্মাহকে হেফাযত করুন।
      ইমারতে ইসলামিয়ার সব জরুরত গায়েব থেকে পূরণ করে দিন। আমীন
      ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

      Comment


      • #4
        --- ফিলিস্তিন জুড়ে ইসরাইলি বাহিনীর আগ্রাসন, নিহত ২১ মুসলিম...


        “প্রভু, আর কতকাল সইবো বলো ওদের অত্যাচার
        এবার মোদের দাওগো তাওফীক ওদের হটাবার”

        Comment


        • #5
          Originally posted by salahuddin bin ali View Post
          --- ফিলিস্তিন জুড়ে ইসরাইলি বাহিনীর আগ্রাসন, নিহত ২১ মুসলিম...


          “প্রভু, আর কতকাল সইবো বলো ওদের অত্যাচার
          এবার মোদের দাওগো তাওফীক ওদের হটাবার”
          হে আল্লাহ আমদের তাওফিক দিন যেন আমরা দুনিয়ার সকল মুজলুমের পক্ষে জিহাদ করতে পারি

          Comment

          Working...
          X