এবার তাজমহলকে শিবমন্দির দাবি করে পূজা শুরু
তাজমহলকে শিব মন্দির দাবি করার পর ভারতের হিন্দুত্ববাদী আরএসএস এর শাখা সংগঠন হিন্দু জাগরণ মঞ্চের যুব জেলা সভাপতি গৌরব ঠাকুর তাজমলহলের ভিতরে ঢুকে গেরুয়া পতাকা নিয়ে আর শিবের আরাধনা করে।
ভারতের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙ্গে রামমন্দিরের নির্দেশের পর থেকেই একের পর এক মুসলিম স্থাপত্যকে নিজেদের পূর্ববর্তী ধর্মীয় উপাসানালয় বলে দাবি করতে থাকে হিন্দুত্ববাদীরা। হিন্দু জাগরণ মঞ্চের যুব জেলা সভাপতি গৌরব ঠাকুর দাবি করেন যে, তাজমহল মমতাজ বেগমের স্মৃতিসৌধ না। সেটি ভগবান শিবের প্রাচীন মন্দির।
এবার তাজমহলের ভেতরে গৌরব ঠাকুরের আরাধনার ভিডিও করে প্রকাশিত হয়। তিনি জানান, তাজমহলে এর আগেও শিব আরাধনা করেছেন, আর আগামী দিনেও করবেন। ভারতীয় এক সংবাদমাধ্যমের দাবি, গৌরব ঠাকুর প্রায় পাঁচবার তাজমহলের ভিতরে গেরুয়া পতাকা তুলে শিব আরাধনা করেছেন।
উনি জানায়, তাজমহলের সত্যতা সবার সামনে আসা উচিৎ। উনি বলেন যে, শাহজাহান দ্বারা বানানো এই তাজমহল কোনো ভালোবাসার চিহ্ন নয়, এটি হল হিন্দুদের আস্থার কেন্দ্র।
তাজমহলকে শিব মন্দির দাবি করার পর ভারতের হিন্দুত্ববাদী আরএসএস এর শাখা সংগঠন হিন্দু জাগরণ মঞ্চের যুব জেলা সভাপতি গৌরব ঠাকুর তাজমলহলের ভিতরে ঢুকে গেরুয়া পতাকা নিয়ে আর শিবের আরাধনা করে।
ভারতের ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙ্গে রামমন্দিরের নির্দেশের পর থেকেই একের পর এক মুসলিম স্থাপত্যকে নিজেদের পূর্ববর্তী ধর্মীয় উপাসানালয় বলে দাবি করতে থাকে হিন্দুত্ববাদীরা। হিন্দু জাগরণ মঞ্চের যুব জেলা সভাপতি গৌরব ঠাকুর দাবি করেন যে, তাজমহল মমতাজ বেগমের স্মৃতিসৌধ না। সেটি ভগবান শিবের প্রাচীন মন্দির।
এবার তাজমহলের ভেতরে গৌরব ঠাকুরের আরাধনার ভিডিও করে প্রকাশিত হয়। তিনি জানান, তাজমহলে এর আগেও শিব আরাধনা করেছেন, আর আগামী দিনেও করবেন। ভারতীয় এক সংবাদমাধ্যমের দাবি, গৌরব ঠাকুর প্রায় পাঁচবার তাজমহলের ভিতরে গেরুয়া পতাকা তুলে শিব আরাধনা করেছেন।
উনি জানায়, তাজমহলের সত্যতা সবার সামনে আসা উচিৎ। উনি বলেন যে, শাহজাহান দ্বারা বানানো এই তাজমহল কোনো ভালোবাসার চিহ্ন নয়, এটি হল হিন্দুদের আস্থার কেন্দ্র।
Comment