পশ্চিম তীরে আরও ১৩ ফিলিস্তিনিকে গ্রেফতার
দখলকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে ১৩ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল সেনাবাহিনী।
ফিলিস্তিনি প্রিজনার সোসাইটির বরাতে ওয়াফা নিউজ জানিয়েছে, গতকাল ১০ নভেম্বর সন্ত্রাসী ইসরায়েল সেনাবাহিনী নিয়মিত নির্যাতনের অংশ হিসেবে এ গ্রেফতার অভিযান চালায়।
গ্রেফতারকৃতদের একজন প্রাক্তন বন্দী রয়েছে, যাকে ইহুদিরা অপহরণ করে নিয়ে যায়। অন্যদিকে একই পরিবারের সহোদরও রয়েছে, যাদের বাড়ি জেরুজালেমে।
অন্যান্য মুসলিমদের আটক করা হয় ফিলিস্তিনের সিলাত আদ-দহর, ইয়াবাদ শহর, জেনিন, জালমেহ, রামাল্লাহ, নাবলুস শহর, হেব্রন, বিটুনিয়া, হালহোলসহ আরও কিছু এলাকা থেকে।
দখলকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে ১৩ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল সেনাবাহিনী।
ফিলিস্তিনি প্রিজনার সোসাইটির বরাতে ওয়াফা নিউজ জানিয়েছে, গতকাল ১০ নভেম্বর সন্ত্রাসী ইসরায়েল সেনাবাহিনী নিয়মিত নির্যাতনের অংশ হিসেবে এ গ্রেফতার অভিযান চালায়।
গ্রেফতারকৃতদের একজন প্রাক্তন বন্দী রয়েছে, যাকে ইহুদিরা অপহরণ করে নিয়ে যায়। অন্যদিকে একই পরিবারের সহোদরও রয়েছে, যাদের বাড়ি জেরুজালেমে।
অন্যান্য মুসলিমদের আটক করা হয় ফিলিস্তিনের সিলাত আদ-দহর, ইয়াবাদ শহর, জেনিন, জালমেহ, রামাল্লাহ, নাবলুস শহর, হেব্রন, বিটুনিয়া, হালহোলসহ আরও কিছু এলাকা থেকে।
Comment