Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ২৩ জিলহজ, ১৪৪৪ হিজরী।। ১২ জুলাই, ২০২৩ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ২৩ জিলহজ, ১৪৪৪ হিজরী।। ১২ জুলাই, ২০২৩ ঈসায়ী

    মুসলিম যুবককে জুতাপেটা করে হিন্দুদের পা চাটতে বাধ্য করল হিন্দুত্ববাদীরা


    একজন মুসলিম যুবককে জুতাপেটা করে লাঞ্ছিত করছে।

    মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একজন মুসলিম যুবককে জুতাপেটা করে লাঞ্ছিত করেছে উগ্র হিন্দুরা। এমনকি আক্রমণকারী হিন্দুদের পা চাটতে বাধ্য করা হয়েছে তাকে। ঘটনাটি গোয়ালিয়র জেলার একটি শহর ডাবরায় ঘটেছে।

    ঘটনার ভিডিও ৭ জুলাই শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয় এবং ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা গেছে, একটি গাড়ি দ্রুত গতিতে চলছে, গাড়িতে চার-পাঁচজন বসে আছে। তারা ঐ মুসলিম যুবককে মারধর করে এবং তাকে তাদের বাবা বলে ডাকতে বাধ্য করে। তাকে তাদের পা চাটতে ধাক্কা দেয়।

    এই ঘটনার মূল অভিযুক্তর নাম গোলু গুর্জার। সে মুসলিম যুবককে “গোলু গুর্জার বাপ হ্যায়” (গোলু গুর্জার আমার বাবা) বলতে বাধ্য করে। পাশাপশি মুসলিম ব্যক্তিকে শারীরিকভাবে আক্রমণ করতে থাকে সবাই মিলে। ভিডিও ক্লিপটিতে আরও দেখা গেছে ঐ উগ্র হিন্দুরা বর্বর কায়দায় বারবার জুতা দিয়ে যুবকের মুখে আঘাত করছে।

    প্রাথমিক তথ্য থেকে জানা গেছে যে হামলার শিকার মুসলিম ব্যক্তির নাম মহসিন খান। তিনি ডাবরা তহসিলের জঙ্গিপুরার বাসিন্দা। গত এক সপ্তাহ ধরে বনমোরে তার মামার সাথে থাকেন। তিনি রাস্তায় গাড়িটির কাছে ঘোরাফেরা করছিলেন, তখনই তাকে গাড়িতে টেনে তুলে এমন অমানবিক ব্যবহার করে ঐ উগ্র হিন্দুরা।
    ভিডিওতে ধারণ করা ঘটনাটি আনুমানিক ৮ থেকে ১০ দিন পুরানো।

    উল্লেখ্য, মধ্যপ্রদেশ সম্প্রতি বেশ কয়েকটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে, যা মানবতার অবক্ষয়কে আরও স্পষ্ট করে তুলে ধরেছে। এই ঘটনার আগে মাথায় সরাসরি মূত্রত্যাগের একটি নিকৃষ্ট ঘটনা ঘটে। এরপর সিধি এবং শিবপুরীতে মুসলিমদের জাতিগত অবমাননা ও তাদের উপর সহিংসতার ঘটনাও প্রত্যক্ষ করেছে জনসাধারণ। হিন্দুত্ববাদী এজেন্ডা গোটা ভারতেই এভাবে মুসলিমবিরোধী বিষবাষ্প হিসেবে ছড়িয়ে দেওয়া হচ্ছে।


    তথ্যসূত্র:
    1. Muslim Boy Assaulted and Forced to Lick Attackers’ Feet in Gwalior, Madhya Pradesh
    https://tinyurl.com/yc2bxrvp
    2. video link
    https://tinyurl.com/4yhfsxky

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    দুই মুসলিমকে গাছের সাথে বেঁধে মারধর ও “জয় শ্রী রাম” শ্লোগান দিতে বাধ্যকরণ


    মহারাষ্ট্রে সোলাপুরে ঈদ উল আযহার সময় দুই মুসলিমকে কথিত গোহত্যার অভিযোগে বজরং দল সন্ত্রাসীরা মারাত্মক নির্যাতন করেছে। দুই মুসলিমকে একটি গাছের সাথে বেঁধে রেখে বজরং দলের সদস্যসহ একদল হিন্দু জোর করে “জয় শ্রী রাম” বলিয়েছে।

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন আক্রান্ত ব্যক্তি তার হাসপাতালের বিছানা থেকে এক সাংবাদিকের সাথে কথা বলছেন। সেখানে তিনি তাদের উপর হওয়া ঘটনাটি বর্ণনা করেছেন এবং আঘাতের পরিমাণ জানিয়েছেন।

    ভুক্তভোগী জানান, তিনি এবং তার বন্ধু ঈদুল আজহায় একটি গরু কুরবানী করার জন্য মাঠে বসেছিলেন। অন্য পশু কেনার সামর্থ্য না থাকায় তার নিজেরই একটি গরু জবাই করার নিয়ত করেছিলেন।
    হঠাৎ করে বজরং দলের মিলিশিয়ার সাথে যুক্ত ৩০-৪০ জনের একটি দল ঘটনাস্থলে এসে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত শুরু করে।

    ভুক্তভোগীর বিবরণ অনুসারে, হিন্দুত্ববাদীরা তাদের “জয় শ্রী রাম” স্লোগান দিতে বাধ্য করেছিল। তাদের কথা না মানা পর্যন্ত নির্যাতন অব্যাহত থাকে। তাদের লাঠি ও রড দিয়ে পিটিয়ে পিঠে,পায়ে ও মাথায় গুরুতর জখম করা হয়।

    তিনি জানান, “যারা আমাদের উপর এমন নির্মম নির্যাতন চালিয়েছে তারা যে কোনও কিছু করতে দ্বিধা করবে না। তাদের কাছে আমাদের জীবন, পরিবারের নিরাপত্তা হুমকি মুখে রয়েছে।”
    তিনি হামলায় জড়িত হিন্দুদের নামও জানিয়েছেন।


    তথ্যসূত্র:
    1. Solapur: Two Muslim Men Assaulted, Stripped, Tied to a Tree, Forced to Chant ‘Jai Shree Ram’
    https://tinyurl.com/3zmxk467
    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3

      ঈদের দিন কুরবানি করায় আসামে মুসলিমদের বাড়িতে হামলা



      পরিবারের পক্ষ থেকে দেওয়া আহতদের ছবি।

      গত ২৯ জুন বৃহস্পতিবার পালিত হয়েছে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আযহা। ঈদুল আযহা উপলক্ষে মুসলিমরা কুরবানি করেন, সামর্থবানদের উপর এ কুরবানি করা ওয়াজিব। তবে দুঃখজনক হল, আসামসহ ভারতের বিভিন্ন প্রদেশে হিন্দুদের বাধার কারণে ইচ্ছা এবং সামর্থ থাকার পরও অনেক মুসলিম কুরবানির ওয়াজিব আদায় করতে পারেন নি।

      আসামের দক্ষিণ জেলার কাছাড়ের শিলচর শহরে অস্বস্তিকর নীরবতা বিরাজ করছে। ঈদুল আযহার কুরবানি নিয়ে মুসলিমদের উপর হিন্দুদের সহিংসতার বেশ কিছু ঘটনা ঈদের দিন থেকেই প্রকাশ্যে আসতে শুরু করে।

      মুসলমানরা ঈদের দিনে কোনো গরু কোরবানি করে কিনা তা দেখার জন্য হিন্দুত্ববাদী বজরং দলের সদস্যরা শহরের মুসলিম বসতিতে টহল দিয়েছে। হিন্দুরা মুসলিমদের ঘরে ঘরে গিয়ে চেক করতে শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পরে। যে মুসলিমরা কুরবানি করেছে, তাদের বাড়িতে হিন্দুত্ববাদীরা “ধারালো অস্ত্র এবং লাঠি” নিয়ে প্রবেশ করেছে।

      পঞ্চায়েত রোডের স্থানীয় বাসিন্দাদের মতে, বৃহস্পতিবার (ঈদের দিন) সকালে বজরং দলের সদস্যরা ওই এলাকার এক মুসলিম ব্যক্তির বাড়িতে গবাদি পশু জবাইয়ের অভিযোগে তদন্ত করতে ঢুকে পড়ে। তারা বাড়ির চত্বরে ভিডিও রেকর্ড করে এবং হট্টগোল তৈরি করে। বজরং দলের সদস্যরা “জয় শ্রী রাম” বলে উচ্চকণ্ঠে শ্লোগান দিতে শুরু করে।
      সদ্য বসতি স্থাপন করা হিন্দু জনসংখ্যার চাপে মুসলিমরা একরকম অসহায় হয়ে পড়েছেন সেখানে।

      পঞ্চায়েত রোডের পাশের বাসিন্দা থানের আহমেদ বলেছেন, তার বাড়িতে বজরং দলের জনতা হামলা চালিয়েছে এবং তার ভাইকে আক্রমণ করেছে। আর হামলায় তিনি আহত হয়েছেন।

      পঞ্চায়েত রোডে ঘটনার পরে বৃহস্পতিবার দিনটি কিছুটা শান্তভাবে চললেও, শুক্রবার সন্ধ্যায়ই আবার মুসলিমদের উপর হিন্দুরা হামলা শুরু করে। উগ্র হিন্দুদের ছোঁড়া পাথরের আঘাতে বেশ কয়েকজন মুসলিম আহত হয়েছেন।

      একজন আহত মুসলিমের পরিবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল (SMCH) থেকে বাড়ি ফিরার পথে শহরের তারাপুর এলাকায় আবারো হামলার শিকার হয়। সেখানে তাদের গাড়ি থামিয়ে তাদেরকে হেনস্তা করা হয়, আহত করা হয় নারী সদস্যদেরকেও। পরে ঘটনাস্থলে থেকে আহত আয়েশা সুলতানা ও তার নাবালিকা কন্যাকে চিকিৎসার জন্য এসএমসিএইচে নিয়ে যায় পুলিশ।
      পরিবারের অভিযোগ, তাদের গাড়িতে হিন্দুরা হামলা চালায়।

      স্থানীয় মিডিয়া সূত্রে জানা যায়, হামলাকারীরা সেখানে “জয় শ্রী রাম” স্লোগান দিতে থাকে এবং তাদের ধর্মকে উদ্দেশ্য করে বিদ্রুপের পাশাপাশি পরিবারকে হুমকি দেয়। কাছারের এসপি নুমাল মাহাট্টা রিপোর্টকে জানিয়েছেন যে, ২৯ শে জুন এই ঘটনাটি ঘটেছে।


      গবাদি পশু সংরক্ষণ আইন যেন মুসলিমবিরোধী হাতিয়ার

      ২০১১ সালের আদমশুমারি অনুসারে শিলচরের জনসংখ্যা ১৭২,৮৩০ জন, যেখানে ৮৬.৩১ শতাংশ হিন্দু এবং ১২.১৭ শতাংশ মুসলিম।
      এমন স্থানে মুসলিমদের উপর হামলার বিষয়টি পূর্ব পরিকল্পিত বলেই প্রতীয়মান হয়। তাছাড়া সবাই জানে যে, ধর্মীয় উৎসবের (ঈদ) সময় মুসলিমরা কুরবানি করবে। আর ঈদে গরু জবাই বন্ধ করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে ২৪ জুন শিলচর পুলিশের কাছে একটি স্মারকলিপি জমা দেয় ভিএইচপি ও বজরং দল।

      দক্ষিণ আসাম অঞ্চলের ভিএইচপির সভাপতি সান্তানু নায়েক বলেছে, “আমাদের সন্দেহ ছিল যে ‘আসাম ক্যাটেল প্রিজারভেশন অ্যাক্ট’ লঙ্ঘন করে ঈদে শিলচরে গরু জবাই করা হবে। তাই আমরা দাবি করেছি যে – হিন্দু অধ্যুষিত এলাকায় যাতে গোহত্যা না হয়, সেজন্য পুলিশকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।”

      তবে ভিএইচপি-র দাবির বিরোধিতা করে পঞ্চায়েত রোডের বাসিন্দা আহমেদ বলেন, “এটি গোহত্যার বিষয় নয়। আমরা যদি একটি ছাগলও কুরবানী করতাম, তাহলেও তারা এটা নিয়েও সমস্যা তৈরি করত। দেখুন, ঈদের (ঈদ-উল-আযহা) অবিচ্ছেদ্য অংশ হল পশু কোরবানি এবং আমরা ২০০ বছরেরও বেশি সময় ধরে এই স্থানেই এটি করে আসছি। কারণ আমাদের পরিবার এখানেই বসবাস করছে।”

      তিনি আরও বলেন, “শিলচর এমন একটি জায়গা যেখানে মুসলমানরা হিন্দুদের মাঝেই বাস করে এবং প্রায় প্রতিটি এলাকার কাছাকাছি মন্দির রয়েছে। তাই মন্দিরের ৫ কিলোমিটারের মধ্যে গবাদি পশু জবাই না করার শর্ত মেনে ঈদের সময় কোরবানি দেওয়া সম্ভব নয়।”

      উল্লেখ্য, ২০২১ সালে আসাম সরকার কর্তৃক গবাদি পশুর জবাই, ব্যবহার এবং পরিবহন নিয়ন্ত্রণের জন্য পাস করা আইনটি রাজ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছিল। গবাদি পশু সংরক্ষণ আইন “প্রধানত হিন্দু, জৈন, শিখ এবং অন্যান্য শাকাহারি সম্প্রদায়ের দ্বারা অধ্যুষিত এলাকায়”, বা যেকোন “মন্দিরের ৫ কিমি ব্যাসার্ধের মধ্যে” গরুর মাংস বা মাংসজাত পণ্য ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করে।





      তথ্যসূত্র:
      1. In Assam, Hindutva groups raid Muslim houses on Eid to check on slaughtering
      https://tinyurl.com/yck2daub
      আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

      Comment


      • #4
        হিন্দুত্ববাদী ভারতের আসাম সরকার মুসলিমদেরকে কোণঠাসা করতে চাইছেআল্লাহর নেক বান্দা হিসাবে এর প্রতিবাদজানাই

        Comment


        • #5
          আল্লাহ আমদেরকে এই জালেমদের থেকে হেফাজত কর

          Comment


          • #6
            আল্লাহ্‌ তায়ালা হিন্দুত্ববাদিদের ধ্বংস করুন। আমীন

            Comment


            • #7
              Originally posted by আঁধার রাতের মুসাফির View Post
              আল্লাহ্‌ তায়ালা হিন্দুত্ববাদিদের ধ্বংস করুন। আমীন
              আমিন আল্লাহ কবুল করুন

              Comment


              • #8
                Originally posted by আঁধার রাতের মুসাফির View Post
                আল্লাহ্‌ তায়ালা হিন্দুত্ববাদিদের ধ্বংস করুন। আমীন
                আমিন ইয়া রব্বাল আলামীন
                হয় শাহাদাহ নাহয় বিজয়।

                Comment

                Working...
                X