ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত মুসলিমের লাশ বহন করছেন ফিলিস্তিনিরা। ছবি: টুইটার।
পবিত্র ভূমি ফিলিস্তিনে জায়নবাদী আগ্রসন ও খুনের ধারাবাহিকতা ক্রমেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। গত জুলাই মাসে জায়নবাদী ইহুদীদের হামলায় প্রাণ হারিয়েছেন ২৮ জন ফিলিস্তিনি মুসলিম। একই মাসে ইসরাইলি কর্তৃপক্ষের নির্দেশে গুড়িয়ে দেয়া হয়েছে অন্তত ৫৪ টি ফিলিস্তিনি মালিকানাধীন বাড়ি ও স্থাপনা। এর ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে ৮ শতাধিক ফিলিস্তিনি, বাস্তুচ্যুত হয়েছেন অর্ধশত নারী, পুরুষ ও শিশু।
ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত এক ফিলিস্তিনি। ছবি: টুইটার।
জুলাই মাসের এই আগ্রাসনের সবগুলো ঘটনাই ঘটেছে ফিলিস্তিনের পশ্চিম তীরে। এর মধ্যে রামাল্লাহ, জেনিন ও নাবলুসে আগ্রাসনের মাত্রা ছিল সবচেয়ে বেশি। প্রায় প্রতিদিনই কোন না কোন এলাকায় চলেছে ইহুদী বাহিনীর এসব অভিযান।
জুলাই মাসের শুরুতেই রামাল্লা ও জেনিনে একটানা চারদিন ধরে চলে ইসরাইলি হামলা। এই হামলায় অংশ নেয় ইসরাইলি বিমান ও স্থল বাহিনীর শত শত সেনা। ধ্বংসস্তূপে পরিণত হয় জেনিন শহর। ক্ষতিগ্রস্থ হয় অসংখ্য মুসলিম। এ হামলায় নিহত হয়েছে অন্তত ১২ জন ও আহত হয়েছে অন্তত ১৩০ জন মুসলিম। গ্রেফতার করা হয়েছে নারীসহ অন্তত ৩ শতাধিক ফিলিস্তিনিকে।
জুলাইয়ের শুরুর ঐ হামলা ও আগ্রাসনকে সমর্থন দিয়ে ৩ জুলাই বিবৃতি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, নিজের দেশের মানুষকে হামাস, ফিলিস্তিন ইসলামিক ফোর্স ও অন্য জঙ্গি সংগঠনের হাত থেকে রক্ষা করার অধিকার ইসরাইলের রয়েছে।
কথিত বিশ্ব মোড়ল ও মুসলিম বিশ্বের এমন পক্ষপাত ও নিরবতার মাঝেই এক মাসে ঝরে গিয়েছে ২৮ ফিলিস্তিনি মুসলিমের প্রাণ।
এনিয়ে চলতি ২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় কয়েক হাজার ফিলিস্তিনি মুসলিম হতাহত হয়েছেন। এদের মধ্যে কমপক্ষে ২০৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।
তথ্যসূত্র:
1. lsraeli occupation forces kill 28 Palestinians in July
– https://tinyurl.com/52j8f999
2. Palestine in Pictures, July 2023
– https://tinyurl.com/yye9bhz7
3. lsraeli occupation forces murder 209 Palestinians, including more than 30 children since the beginning of 2023
– https://tinyurl.com/2ptj5v4r
4. In July, Israel demolished 54 structures, displacing 66 people, and killed 10 Palestinians – UN report
– https://tinyurl.com/yvcbffhm
5. ফিলিস্তিনি শহরে ২০ বছরের মধ্যে ইসরাইলের সবচেয়ে বড় হামলা
– https://tinyurl.com/yckbw7p2
6. US Backs Israel ‘Right To Defend’ Itself, Urges Protection Of Civilians
– https://tinyurl.com/6nkw6t4e
7. White House on IDF Jenin raid: We support Israel’s right to defend its…
– https://tinyurl.com/bddhh5vw
Comment