Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ২৬ মুহাররম, ১৪৪৫ হিজরী।। ১৪ আগস্ট, ২০২৩ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ২৬ মুহাররম, ১৪৪৫ হিজরী।। ১৪ আগস্ট, ২০২৩ ঈসায়ী

    হরিয়ানায় দাঙ্গায় এক দিনেই ছয় মুসলিম নিহত, চলছে গ্রেফতার



    গত ৩১ জুলাই হরিয়ানার নুহ জেলায় হিন্দুত্ববাদীদের মহাপঞ্চায়েত থেকে মুসলিমদের সাথে সংঘর্ষ শুরু হয়, এর জেরে ৬ জন নিহত হয়েছে। হিন্দুত্ববাদী নেতারা উস্কানিমূলক ভাষণ-বিবৃতি দিতে থাকলে একপর্যায়ে উত্তেজিত হিন্দু জনতা মুসলিমদের বাড়িঘর ও স্থাপনায় হামলে পরে। মুসলিমরা প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে, ফলে হতাহতের ঘটনা ঘটে।

    দা হিন্দু পত্রিকার রিপোর্ট অনুযায়ী, এই পর্যন্ত ১৬০ টি এফআইআর দাখিল আর ৩৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের অধিকাংশই মুসলিম।

    আর জনহস্তক্ষেপ নামের একটি এনজিওর গঠিত ফ্যাক্ট চেকিং কমিটি তাদের তদন্তপূর্বক রিপোর্টে মুসলিমদের উপর সাম্প্রদায়িক হামলার জন্য বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদকে (ভিএইচপি) দায়ী করেছে। তাদের তদন্ত প্রতিবেদনে তারা বলেছে, “হিন্দুত্ববাদী দলগুলোর ঐ কথিত ধার্মিক যাত্রার লোকেরা আগ্নেয়াস্ত্র ব্যবহার ও সহিংসতা চালিয়েছে; কিন্তু পুলিশের এফাইআরে এর কোন উল্লেখ নেই। স্পষ্টতই এফআইআর-এ শুধুমাত্র একটি পক্ষকেই অপরাধী সাজানো হয়েছে, আর বজরং দল এবং ভিএইচপির সমর্থকদেরকে ‘ভিকটিম’ হিসেবে দেখানো হয়েছে।”

    ফ্যাক্ট চেকিং কমিটি জানিয়েছে যে, বিজেপি ও আরএসএস বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়েছে মূলত স্থানীয় জাঠ সম্প্রদায়।
    রিপোর্টে আরও বলা হয়েছে যে, বজরং দলের ডাকেই নুহ জেলার মেওলিতে এই মহাপঞ্চায়েত বা মিছিল অনুষ্ঠিত হয়েছিল, আর দুই মুসলিম হত্যার দায়ে অভিযুক্ত কথিত গোরক্ষক মনু মনেসর সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা বাধিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরা এক ভিডিওতে দেখা যায় যে, ভারত মাতা বাহিনী নামক দলের এক নেতা দিনেশ ভারতী উস্কানিমুলক বক্তব্য প্রদান করে সংঘাত উস্কে দিচ্ছে।

    বিপরীতে ১ আগস্ট ভোরের আলো ফোটার আগেই মুসলিমদের বাড়িঘরে প্রবেশ করে গণগ্রেফতার শুরু করে পুলিশ। বাঁধা দিতে আসলে মুসলিম মহিলাদেরকেও হেনস্তা করে পুলিশ। দাঙ্গার সময় এলাকায় অনুপস্থিত ব্যক্তিদেরকেও গ্রেফতারের অভিযোগ উঠেছে।

    গ্রামের বাসিন্দা ৭৭ বছর বয়স্ক একজন প্রবীণ মুসলিম জানিয়েছেন যে, এই পর্যন্ত গ্রেফতার আতংকে অন্তত ২ হাজার মুসলিম যুবক পালিয়ে গেছে। তিনি এও জানিয়েছেন যে, পুলিশ ১৫ বছর বয়স্ক কয়েকজন কিশোরকেও গ্রেফতার করেছে।



    সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। মুসলিমরা ন্যায়বিচার পাওয়া নিয়ে চরম সংশয়ে আছেন, যার আলামত ইতিমধ্যে দেখা গিয়েছে। ইতিপূর্বেও এমন ঘটনায় এককভাবে ,মুসলিমদের বিরুদ্ধেই একশনে যেতে দেখা গেছে হিন্দুত্ববাদী ভারতীয় পুলিশকে। অনেক বিশ্লেষক এটিকে হিন্দুত্ববাদীদের ‘মুসলিম নির্মূল’ মিশনের অংশ হিসেবেই দেখছেন।

    তথ্যসূত্র:
    ———
    1. Nuh violence: police raids force Muslims to flee from Meoli village, several camps in forest
    https://tinyurl.com/4yrp8acf
    2. NGO points finger at Bajrang Dal, Vishwa Hindu Parishad for communal violence in Haryana
    https://tinyurl.com/ms3bs3d9

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    সমুদ্রে নৌকা ডুবে ১৭ রোহিঙ্গা নিহত, নিখোঁজ ৩৩


    রোহিঙ্গা বহনকারী নৌকা, ফাইল ছবি।


    আবারো নিপীড়িত রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা সাগরে ডুবে গিয়েছে। নৌকাটিতে অন্তত ৫৮ জন যাত্রী ছিল। মর্মান্তিক এ নৌকা ডুবির ঘটনায় ৮ জন্য ব্যতিত সকলে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    গত ৭ আগস্ট আরাকান প্রদেশের সিটওয়ের উপকূলে এ ঘটনাটি ঘটে।

    মার্কিন গণমাধ্যম সিএনএনের সূত্রে জানা যায়, নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের লাশ উপকূলীয় এলাকায় পাওয়া গেছে, তাদের মধ্যে ১০ নারী ও ৭ জন পুরুষ রয়েছে। বাকী ৩৩ জনের লাশ এখনো নিখোঁজ রয়েছে। জীবিত ৮ জনকে আহত অবস্থায় গ্রেফতার করেছে মিয়ানমার পুলিশ।

    সাগরে ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবেছে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার শিকার রোহিঙ্গাদের সকলেই আরাকানের রাথিডং, মংডু এবং বুথিডং এলাকার বাসিন্দা। তবে তাদের যাত্রাস্থল বাংলাদেশ নাকি আরাকান তা নিশ্চিত করেনি গণমাধ্যমটি।

    কয়েক দশক ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ও নাগরিকত্ব থেকে বঞ্চিত করে আসছে মিয়ানমার সরকার। সবশেষ ২০১৭ সাথে তাদের ওপর গণহত্যা ও উচ্ছেদ অভিযান শুরু করে মিয়ানমার সামরিক বাহিনী। সে সময় লাখ লাখ লোক প্রাণে বাঁচতে বাংলাদেশ ও পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে আশ্রয় নেয়। এরপর থেকে এখন পর্যন্ত তারা শরনার্থী হিসেবে মানবেতর জীবনযাপন করে আসছে।

    এরপর দীর্ঘ কয়েক বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত নিজ দেশে ফিরতে পারেনি তারা। কথিত আধুনিক ও সভ্য বিশ্ব ব্যবস্থা এখন পর্যন্ত তাদেরকে ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে কোন দৃশ্যমান উদ্যোগ নিতে পারেনি। ফলশ্রুতিতে তাদের দুঃখ-দুর্দশা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

    তথ্যসূত্র:
    ——
    1. 17 dead after Rohingya boat from Myanmar capsizes on the way to Malaysia
    https://tinyurl.com/y7et5caw

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3
      হে আল্লাহ, আপনি মজলুমদের নুসরত করুন, আর জালেমদের জন্য ধ্বংস

      Comment

      Working...
      X