এবার হায়দরাবাদের নাম পরিবর্তন করতে চায় যোগী আদিত্যনাথ
ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ এবার ঐতিহাসিক হায়দরাবাদের নাম পরিবর্তন করতে চায়।
গ্রেটার হায়দরাবাদ পৌর কর্পোরেশন নির্বাচন উপলক্ষে শনিবার হায়দরাবাদে এক রোড পথসভায় যোগী আদিত্যনাথ বলেছে, ফৈজাবাদ ‘অযোধ্যা’ হতে পারলে হায়দরাবাদ ‘ভাগ্যনগর’ হবে না কেন? খবর টাইমস অব ইন্ডিয়ার।
যোগী বলেছে, কিছু লোক আমাকে জিজ্ঞাসা করেছে, হায়দরাবাদ শহরের নাম ভাগ্যনগর রাখা যেতে পারে কিনা? আমি তাদের বলেছি– কেন হবে না? উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পর আমরা ফৈজাবাদের নাম রেখেছি অযোধ্যা এবং এলাহাবাদের নাম প্রয়াগরাজ। তা হলে হায়দরাবাদের নাম ‘ভাগ্যনগর’ করা যাবে না কেন?
তার এই বক্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক দেখা দিয়েছে। সমালোচনায় মুখর হয়েছে ভারতের নেটিজেনরা।
২০১৮ সালে উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের নাম বদলে রাখা হয় প্রয়াগরাজ । তার আগে মুঘলসরাই স্টেশনের নতুন নাম হয় দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এরপর নাম বদল করা হয় ফৈজাবাদের। ফৈজাবাদ জেলায় রয়েছে দুটি শহর। একটির নাম ফৈজাবাদ অন্যটি অযোধ্যা। পুরো ফৈজাবাদ জেলার নামই হয়ে যায় অযোধ্যা।
ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ এবার ঐতিহাসিক হায়দরাবাদের নাম পরিবর্তন করতে চায়।
গ্রেটার হায়দরাবাদ পৌর কর্পোরেশন নির্বাচন উপলক্ষে শনিবার হায়দরাবাদে এক রোড পথসভায় যোগী আদিত্যনাথ বলেছে, ফৈজাবাদ ‘অযোধ্যা’ হতে পারলে হায়দরাবাদ ‘ভাগ্যনগর’ হবে না কেন? খবর টাইমস অব ইন্ডিয়ার।
যোগী বলেছে, কিছু লোক আমাকে জিজ্ঞাসা করেছে, হায়দরাবাদ শহরের নাম ভাগ্যনগর রাখা যেতে পারে কিনা? আমি তাদের বলেছি– কেন হবে না? উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পর আমরা ফৈজাবাদের নাম রেখেছি অযোধ্যা এবং এলাহাবাদের নাম প্রয়াগরাজ। তা হলে হায়দরাবাদের নাম ‘ভাগ্যনগর’ করা যাবে না কেন?
তার এই বক্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক দেখা দিয়েছে। সমালোচনায় মুখর হয়েছে ভারতের নেটিজেনরা।
২০১৮ সালে উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের নাম বদলে রাখা হয় প্রয়াগরাজ । তার আগে মুঘলসরাই স্টেশনের নতুন নাম হয় দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এরপর নাম বদল করা হয় ফৈজাবাদের। ফৈজাবাদ জেলায় রয়েছে দুটি শহর। একটির নাম ফৈজাবাদ অন্যটি অযোধ্যা। পুরো ফৈজাবাদ জেলার নামই হয়ে যায় অযোধ্যা।
Comment