Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ১৪ রবিউল আওয়াল, ১৪৪৫ হিজরী।। ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ১৪ রবিউল আওয়াল, ১৪৪৫ হিজরী।। ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ঈসায়ী

    এবারে ইহুদী বর্বরতার শিকার ৪ বছরের ফিলিস্তিনি শিশু


    ৪ বছর বয়সী ফিলিস্তিনি শিশু উসাইদ খালেদ আল-হাদার। ছবি: ডোম।


    এবার ইহুদিদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে মাত্র ৪ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু। তার নাম উসাইদ খালেদ আল-হাদার। বর্তমানে সে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    গত ২৩ সেপ্টেম্বর পশ্চিম তীরের হেবরন শহরের মাসাফার ইয়াত্তা এলাকায় এ ঘটনা ঘটেছে। ইহুদিরা পশ্চিম তীরের যেসব এলাকায় বেশি দখলদারিত্ব চালাচ্ছে এর মধ্যে হেবরন অন্যতম।

    জানা যায়, বাবার সাথে নিজেদের জমিতে ভেড়া চড়াতে যায় শিশু উসাইদ খালেদ। এ সময় দখলদার ইহুদিরা জমি দখলের উদ্দেশ্যে তাদেরকে ভেড়া চড়াতে বাধা দেয় ও আক্রমণ শুরু করে। এ সময় নিষ্পাপ এই শিশুটিকে লক্ষ্য করে আগ্রাসী ইহুদীরা পিপার স্প্রে ও পাথর নিক্ষেপ করে। এতে শিশুটির হাত ও পায়ে জখম হয় ও মুখ পুড়ে যায়।

    উল্লেখ্য যে, আন্তর্জাতিক আইন অনুযায়ীও পশ্চিম তীর শুধুমাত্র ফিলিস্তিনদের। কিন্তু আন্তর্জাতিক আইনও অমান্য করে নিয়মিত অবৈধভাবে ইহুদি বসতি গড়ে তুলছে ইসরাইল।

    পরিসংখ্যান মতে বর্তমানে পশ্চিম তীরে অন্তত ৭ লাখ ইহুদি বসবাস করছে। এসব ইহুদি প্রতিনিয়ত ইসরাইলি সেনাবাহিনীর সহযোগিতায় ফিলিস্তিনিদের জমি ও বাড়ি দখল করছে। পাশাপাশি, এসব দখলদার ইহুদীরা এই ফিলিস্তিনিদের বাড়ি-ঘরে চুরি-ডাকাতি করছে বলেও গণমাধ্যমগুলোতে খবর আসছে নিয়মিতই।


    তথ্যসূত্র:
    1. lsraeli colonial settlers assault a four-year-old kid in Masafer Yatta, south of Hebron
    https://tinyurl.com/2747r363

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    আফগানিস্তানে অর্থ সহায়তা পেলো ভিক্ষুকরা, অভাবীরা পেলো খাদ্য



    ইমারতে ইসমালিয়া আফগানিস্তানে ৩৪৩ ভিক্ষুক পরিবারের মাঝে ১৭ লাখ ১৫ হাজার নগদ আফগানি অর্থ বিতরণ করেছে আফগান রেডক্রিসেন্ট সোসাইটি (ARCS)। বাংলাদেশী মুদ্রায় এই সহায়তার মূল্যমান প্রায় ২৪ লক্ষ টাকা। প্রতিটি পরিবার ৫,০০০ আফগানি করে পেয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে এআরসিএস।

    অর্থ সাহায্য বিতরণ অনুষ্ঠানে আফগান রেডক্রিসেন্টের ভারপ্রাপ্ত সভাপতি মৌলভী মোতিউল হক খালিস বলেন, “সৌভাগ্যবশত ভিক্ষুকদের সহায়তা প্রদান কার্যক্রম শুরু থেকেই সফলভাবে এগিয়ে চলেছে। কেবল কাবুল শহরেই প্রায় ৪১ হাজার ভিক্ষুককে সহায়তা প্রদানের উপযুক্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।”

    ভিক্ষুকদের সহায়তা প্রদান

    তিনি বলেন, “আগে আমাদের পরিকল্পনা ছিল পরিবারের প্রত্যেক সদস্যকে প্রতি মাসে ২০০০ আফগানি মুদ্রা সহায়তা দেওয়া হবে। কিন্তু আরসিএসের বাজেট ও আয় সীমাবদ্ধতার কারণে এটি সম্ভব হয়নি। পরে আমরা সিদ্ধান্ত নিই প্রতি পরিবারকে ৫০০০ আফগানি মুদ্রা প্রতি মাসে সহায়তা দেওয়ার। এই প্রক্রিয়ায় ৯ ধাপে ১৩২৯ পরিবারের ৭০৩০ জন সদস্য অর্থ সহায়তা পেয়েছে।”

    এভাবে বলখ প্রদেশের শুরতপা জেলায় ৫০০ গরীব ও অভাবী পরিবারের মাঝেও ৮ ধরনের খাদ্য সহায়তা বিতরণ করেছে এআরসিএস। প্রতি পরিবারকে দেওয়া হয়েছে ১০০ কেজি গমের আটা, ২৪.৫ কেজি চাল, ১০ লিটার ভোজ্য তেল, ৮ কেজি ডাল, ৫ কেজি চিনি, ২ কেজি লবণ, ১ কেজি গ্রিন টি এবং একটি বিস্কুটের বক্স। বাংলাদেশী মুদ্রায় এই খাদ্য সহায়তা প্যাকেজের বর্তমান বাজার মূল্য প্রায় ১১ হাজার টাকা।

    আফগান রেডক্রিসেন্ট সোসাইটির সভাপতি আন্তর্জাতিক সম্প্রদায়, দেশের দয়াশীল মানুষ ও ব্যবসায়ীদেরকে এআরসিএসে সহায়তা করার আবেদন জানান। এআরসিএস তাদের সাহায্য প্রকৃতপক্ষেই অভাবী এমন লোকদের কাছে পৌঁছে দেবে। এছাড়া তিনি ইমারতে ইসলামিয়ার কাছে অনুরোধ করেন আফগান রেডক্রিসেন্ট সোসাইটির জন্য দেশের কোষাগার থেকে অর্থ বরাদ্দ দিতে, যেন এআরসিএস সফলভাবে সহায়তা কার্যক্রম চালিয়ে যেতে পারে।


    তথ্যসূত্র:
    1. Around 350 beggars receive cash aid in Kabul
    https://tinyurl.com/7stk663x
    2. Food Aid distributed to over 500 needy families in Balkh
    https://tinyurl.com/yeyfncm4

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3
      আফগান অভিবাসীদের আটক করে নির্যাতন করছে পাকিস্তান: টিটিপি



      পাকিস্তানে আফগান অভিবাসীদের গ্রেফতার করে তাদেরকে নির্যাতন করছে পাকিস্তান সরকার। পাক সরকারের এমন আচরণের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে তেহরিকে তালেবান পাকিস্তান(টিটিপি)। টিটিপির অভিযোগ, পাকিস্তান সরকার অভিবাসীদের থেকে চাঁদাবাজি করছে এবং তাদের উপর নির্যাতন চালাচ্ছে।

      সাম্প্রতিক সময়ে পাকিস্তান সেনা ও শাসকগোষ্ঠী এবং সরকারি কর্মকর্তারা বার বার পাকিস্তানে সংঘটিত বিভিন্ন হামলায় আফগানদের জড়িত করার যে চেষ্টা চালাচ্ছে, সেটাকেও মিথ্যা বলেছে টিটিপি।

      এক বিবৃতিতে টিটিপি জানায়, পাকিস্তানের চিত্রাল এলাকায় সাম্প্রতিক হামলায় কোনো আফগান জড়িত ছিলেন না। পাকিস্তানী শাসকগোষ্ঠী আফগানদের জড়িত থাকার যে দাবি করছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

      পাকিস্তানের পশ্চিমা সমর্থিত ইসলামবিরোধী শাসকগোষ্ঠী ও সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছেন টিটিপি মুজাহিদিন। প্রকৃতপক্ষে পাকিস্তানী জালিম বাহিনীর বিরুদ্ধে তাঁরাই বেশিরভাগ হামলা পরিচালনা করে থাকেন। সাম্প্রতিক সময়ে টিটিপির পরিচালিত এসব হামলা আফগানিস্তানের ভূমি থেকে পরিচালনা করা হয় বলে অভিযোগ করে পাকিস্তানী সেনা ও শাসকগোষ্ঠী। কিন্তু তেহরিকে তালেবান পাকিস্তান তাদের এমন অভিযোগকে নাকচ করে দিয়েছেন।

      টিটিপির বিবৃতিতে বলা হয়, চিত্রালে পাকিস্তানের বাহির থেকে হামলা চালানোর কোনো কারণ নেই। অন্য কোনো দেশ থেকে এসে এমনভাবে নিয়মিত ও বড় ধরনের হামলা চালানো সম্ভব নয়।

      সম্প্রতি পাকিস্তান সরকার হামলায় জড়িত থাকার অভিযোগ করে করাচি থেকে শত শত আফগান অভিবাসীকে আটক করেছে। টিটিপির দাবি, আটককৃত এই অভিবাসীরা হলেন “দরিদ্র আফগান শ্রমিক”। তারা হামলায় শরীক থাকার কোন সুযোগ নেই।

      টিটিপির অভিযোগ, পাকিস্তানে মুদ্রাস্ফীতি চরম আকারে বেড়ে যাওয়ায় দুর্নীতিবাজ শাসকগোষ্ঠী ও সেনারা বাড়তি আয়ের জন্য এসব আফগান অভিবাসী থেকে চাঁদাবাজি করছে ও ঘুষ নিচ্ছে। এভাবে তাদের থেকে লক্ষ লক্ষ রুপি ছিনিয়ে নিতে এখন তাদের আটক করে নির্যাতন করছে বলে অভিযোগ করেছে টিটিপি।

      টিটিপির বিবৃতিতে আরও বলা হয়, একদিকে পাকিস্তান সরকার আফগানিস্তানের সাথে ভালো সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধের কথা বলে, অন্যদিকে আবার আফগান অভিবাসীদের উপর জঘন্য অত্যাচার করে। এই দুটি বিষয় কীভাবে একসাথে হতে পারে?

      বিবৃতির শেষদিকে পাকিস্তান সরকারের এমন জঘন্য কাজের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এবং আফগান জনগণের প্রতি প্রতিবেশীসুলভ ভালো ব্যবহার করতে পাকিস্তানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে টিটিপি।


      তথ্যসূত্র:
      1. TTP accuses Pakistan Govt of crimes against Afghan migrants
      https://tinyurl.com/mzezpxx

      2. টিটিপির বিবৃতি
      https://files.fm/u/b78xj8skhz

      আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

      Comment


      • #4
        Originally posted by Al-Firdaws News View Post
        আফগান অভিবাসীদের আটক করে নির্যাতন করছে পাকিস্তান: টিটিপি



        পাকিস্তানে আফগান অভিবাসীদের গ্রেফতার করে তাদেরকে নির্যাতন করছে পাকিস্তান সরকার। পাক সরকারের এমন আচরণের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে তেহরিকে তালেবান পাকিস্তান(টিটিপি)। টিটিপির অভিযোগ, পাকিস্তান সরকার অভিবাসীদের থেকে চাঁদাবাজি করছে এবং তাদের উপর নির্যাতন চালাচ্ছে।

        সাম্প্রতিক সময়ে পাকিস্তান সেনা ও শাসকগোষ্ঠী এবং সরকারি কর্মকর্তারা বার বার পাকিস্তানে সংঘটিত বিভিন্ন হামলায় আফগানদের জড়িত করার যে চেষ্টা চালাচ্ছে, সেটাকেও মিথ্যা বলেছে টিটিপি।

        এক বিবৃতিতে টিটিপি জানায়, পাকিস্তানের চিত্রাল এলাকায় সাম্প্রতিক হামলায় কোনো আফগান জড়িত ছিলেন না। পাকিস্তানী শাসকগোষ্ঠী আফগানদের জড়িত থাকার যে দাবি করছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

        পাকিস্তানের পশ্চিমা সমর্থিত ইসলামবিরোধী শাসকগোষ্ঠী ও সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছেন টিটিপি মুজাহিদিন। প্রকৃতপক্ষে পাকিস্তানী জালিম বাহিনীর বিরুদ্ধে তাঁরাই বেশিরভাগ হামলা পরিচালনা করে থাকেন। সাম্প্রতিক সময়ে টিটিপির পরিচালিত এসব হামলা আফগানিস্তানের ভূমি থেকে পরিচালনা করা হয় বলে অভিযোগ করে পাকিস্তানী সেনা ও শাসকগোষ্ঠী। কিন্তু তেহরিকে তালেবান পাকিস্তান তাদের এমন অভিযোগকে নাকচ করে দিয়েছেন।

        টিটিপির বিবৃতিতে বলা হয়, চিত্রালে পাকিস্তানের বাহির থেকে হামলা চালানোর কোনো কারণ নেই। অন্য কোনো দেশ থেকে এসে এমনভাবে নিয়মিত ও বড় ধরনের হামলা চালানো সম্ভব নয়।

        সম্প্রতি পাকিস্তান সরকার হামলায় জড়িত থাকার অভিযোগ করে করাচি থেকে শত শত আফগান অভিবাসীকে আটক করেছে। টিটিপির দাবি, আটককৃত এই অভিবাসীরা হলেন “দরিদ্র আফগান শ্রমিক”। তারা হামলায় শরীক থাকার কোন সুযোগ নেই।

        টিটিপির অভিযোগ, পাকিস্তানে মুদ্রাস্ফীতি চরম আকারে বেড়ে যাওয়ায় দুর্নীতিবাজ শাসকগোষ্ঠী ও সেনারা বাড়তি আয়ের জন্য এসব আফগান অভিবাসী থেকে চাঁদাবাজি করছে ও ঘুষ নিচ্ছে। এভাবে তাদের থেকে লক্ষ লক্ষ রুপি ছিনিয়ে নিতে এখন তাদের আটক করে নির্যাতন করছে বলে অভিযোগ করেছে টিটিপি।

        টিটিপির বিবৃতিতে আরও বলা হয়, একদিকে পাকিস্তান সরকার আফগানিস্তানের সাথে ভালো সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধের কথা বলে, অন্যদিকে আবার আফগান অভিবাসীদের উপর জঘন্য অত্যাচার করে। এই দুটি বিষয় কীভাবে একসাথে হতে পারে?

        বিবৃতির শেষদিকে পাকিস্তান সরকারের এমন জঘন্য কাজের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এবং আফগান জনগণের প্রতি প্রতিবেশীসুলভ ভালো ব্যবহার করতে পাকিস্তানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে টিটিপি।


        তথ্যসূত্র:
        1. TTP accuses Pakistan Govt of crimes against Afghan migrants
        https://tinyurl.com/mzezpxx

        2. টিটিপির বিবৃতি
        https://files.fm/u/b78xj8skhz
        পাকিস্তান যেহেতু কুফরী শাসন পরিচালনা করছে তাই, তাদের মাঝে অনেক কাফের এবং মুনাফিক বিদ্যমান। সে জন্য সর্বক্ষেত্রে আফগানিস্তান আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, পরে অন্যান্য সব কিছু করা যেতে পারে।
        পৃথিবীর রঙ্গে রঙ্গিন না হয়ে পৃথিবীকে আখেরাতের রঙ্গে রাঙ্গাই।

        Comment


        • #5
          আল্লাহ্‌ তাআলা সকল নিপীড়িত মুসলিমদের জুলুম থেকে পরিত্রাণের ব্যাবস্থা করে দিন, আমীন

          Comment

          Working...
          X