Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ২৬ রবিউল আওয়াল, ১৪৪৫ হিজরী।। ১২ অক্টোবর, ২০২৩ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ২৬ রবিউল আওয়াল, ১৪৪৫ হিজরী।। ১২ অক্টোবর, ২০২৩ ঈসায়ী

    গাজায় নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করছে ইসরাইল



    ফিলিস্তিনের গাজায় সাধারণ মানুষকে লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর নির্বিচার বোমা হামলা চলছেই। অব্যাহত হামলায় জনবহুল গাজা রূপ নিয়েছে বিধ্বস্ত এক জনপদে। এখন পর্যন্ত সেখানে প্রায় ১১০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন (১১ অক্টোবর পর্যন্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী)। আহত হয়েছেন ৫ হাজার। এ ছাড়া আড়াই লাখের বেশি ফিলিস্তিনি বাড়ি-ঘর হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছেন।

    গত সোমবার (৯ অক্টোবর) গাজায় সর্বাত্মক অবরোধ আরোপের মাধ্যমে খাদ্য, পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় ইসরাইল। এতে সেখানে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এবং ইতোমধ্যেই গাজা উপত্যকার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটিও বন্ধ হয়ে গেছে। ফলে পুরো উপত্যকা এখন বিদ্যুৎহীন ও ঘোর অন্ধকার হয়ে পড়েছে।

    এসবের মাঝেই বেসামরিক ফিলিস্তিনিদের লক্ষ্য করে সাদা ফসফরাস বোমা ব্যবহার শুরু করেছে ইসরাইলি বাহিনী।

    সাদা ফসফরাস একবার কারো নাকে প্রবেশ করলে ধীরে ধীরে শ্বাসক্রিয়া বন্ধ হয়ে বীভৎস মৃত্যু হয় তার, শরীরে লাগলে পুড়ে যায় চামড়া। এমন নিষিদ্ধ অস্ত্রই গাজার বেসামরিক মুসলিমদের উপর প্রয়োগ করেছে দখলদার ইসরাইল।

    ইসরাইলি বাহিনী গত ৯ অক্টোবর সোমবার দিবাগত রাতের শুরুতে গাজার আল-কারামা এলাকায় মুহুর্মুহু সাদা ফসফরাস বোমা ফেলেছে।



    পশ্চিমাদের বানানো সংজ্ঞা অনুযায়ীই গাজায় ইসরাইলের যুদ্ধাপরাধ সকল সীমা অতিক্রম করেছে। এর মাঝেই ইসরাইলকে সর্বাত্মক সহায়তা করে যাচ্ছে অ্যামেরিকা নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব। অ্যামেরিকা ইতিমধ্যে সামরিক সহায়তা ও যুদ্ধবিমানবাহী রণতরীর বহর পাঠিয়েছে ইসরাইলের জন্য। আর জাতিসংঘও ইসরাইলের এসকল যুদ্ধাপরাধের ব্যাপারে কার্যত নীরব ভূমিকা পালন করছে। কারণ তারা সবাই ইজরায়েলকে সমর্থন করে ও ইজরায়েলের যেকোন জুলুমকে তারা ইজরায়েলের অধিকার মনে করে।


    তথসূত্র:

    1. Israel-Palestine war: Reports of Israeli ‘white phosphorus’ use in Gaza
    https://tinyurl.com/5n82dm7n
    2. Israel used white phosphorus bombs in Gaza, claim Medical sources
    https://tinyurl.com/prsz99d7

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    ৭ বিলিয়ন আফগানি মূল্যের ২৫ টি প্রকল্প অনুমোদন




    ন্যাশনাল প্রকিউরমেন্ট কমিশনের সভায় তালিবান উমারাগণ


    ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের ন্যাশনাল প্রকিউরমেন্ট কমিশন (এনপিসি) মোট ২৫টি স্বতন্ত্র প্রকল্পের অনুমোদন দিয়েছে, যার মোট মূল্য প্রায় ৭ বিলিয়ন আফগানি। মারমারিন প্রাসাদে অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত রুটিন অধিবেশনে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

    এই অধিবেশনে মোট ২৭টি প্রকল্প জাতীয় ক্রয় কমিশনে আলোচনার জন্য উত্থাপন করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে এই প্রকল্পগুলোর মধ্যে ২৫টি বাস্তবায়নের জন্য সবুজ সংকেত পেয়েছে।

    আফগানিস্তানে ব্রেশনা শেরকাত এবং কাবুল পৌরসভার জন্য অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, অর্থ, উচ্চশিক্ষা, পানি ও জ্বালানি, গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন সহ বিভিন্ন সেক্টরের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। সমষ্টিগতভাবে, এই উদ্যোগগুলি আনুমানিক প্রায় ৭ বিলিয়ন আফগানি মূল্যের।

    অনুমোদিত প্রকল্পগুলির মধ্যে রয়েছে পাশদান, শাহ ওয়া আরোস এবং কামাল খান বাঁধের মুলতুবি কাজগুলি চূড়ান্ত করা, কান্দাহার, বালখ এবং বাদঘিস প্রদেশের বাসিন্দাদের জন্য খাবার পানির সরবরাহ করা, বিভিন্ন প্রদেশে প্রয়োজনীয় বিদ্যুৎ পরিষেবা সরবরাহ করা, জনসাধারণের কাছে উচ্চ-গতির এবং উচ্চ-মানের ইন্টারনেট পরিসেবা সরবরাহ করা সহ আরও কয়েকটি উদ্যোগ।

    এসব প্রকল্প সফলভাবে বাস্তবায়ন হলে হাজার হাজার নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
    প্রকল্পগুলো অনুমোদন ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণকে ইমারতে ইসলামিয়ার অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।


    তথ্যসূত্র:
    1. NPC approves 25 projects valued approximately 7 billion AFN
    https://tinyurl.com/3fszsfrw

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3
      ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ: ৫ম দিনের আপডেট




      দীর্ঘ ৭৫ বছর ধরে ফিলিস্তিনিদের উপর চলমান জায়নবাদী ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে গত ৭ অক্টোবর এক অভাবনীয় প্রতিবাদী অভিযান পরিচালনা করেছে হামাস। প্রায় এক হাজার ফিলিস্তিনি স্থল, জল ও আকাশ পথে ইসরাইলে প্রবেশ করে এই অভিযানটি পরিচালনা করে যা, গত ৫০ বছরে ইসরাইলের উপর সবচেয়ে বড় প্রতিশোধ।

      এরপর অবরুদ্ধ গাজায় নির্বিচারে বিমান হামলা শুরু করে ইসরাইল। উভয় পক্ষই চূড়ান্ত যুদ্ধের ঘোষণা দিয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত [১২ অক্টোবর সকাল] বিভিন্ন পয়েন্টে যুদ্ধ চলমান আছে। এখন পর্যন্ত পাওয়া হতাহত ও ক্ষয়কতির সর্বশেষ আপডেট:

      গাজা আপডেট:
      নিহত – ১,২০০ জন।
      শিশু – ৩০০ জন।
      আহত – ৫,৬০০ জন।
      ঘরবাড়ি ধ্বংস – ২২,৬৩৯টি।
      হাসপাতাল ধ্বংস – ১০টি।
      বাস্তুচুত – ৩,৩৮,৯৩৪ জন।

      উল্লেখ্য যে, গাজায় বর্তমানে ইন্টারনেট ও বিদ্যুৎ পরিসেবা বন্ধ করে দিয়েছে ইসরাইল। পাশাপাশি, বাইরে থেকে অবরুদ্ধ গাজায় কোনো ধরনের খাবার, ঔষধ ও প্রয়োজনীয় সাপ্লাই প্রবেশ করতে দিচ্ছে না।

      পশ্চিম তীর আপডেট:
      নিহত – ২৯ জন।
      আহত -১৫০ জন।

      ইসরাইলে হতাহতের সর্বশেষ সংবাদ:
      নিহত – ১,২০০ জন।
      আহত – ৩,০০০ জন।

      গাজায় ইসরাইলি আগ্রাসনের কিছু ছবি…




      তথ্যসূত্র:

      1. Israel-Hamas war live: Rallies held around world in support of Palestinians
      https://tinyurl.com/mcj87v9r
      2. Update: 1200 Palestinians killed, more than 5600 injured in the lsraeli aggression on Gaza.
      https://tinyurl.com/2bc6mf5m
      3. lsrael kills 300 children in the ongoing aggression on Gaza Strip.
      https://tinyurl.com/42bnm9kb
      4. West Bank update-
      https://tinyurl.com/2ydzyfcs

      আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

      Comment


      • #4
        সংঘ প্রধানের কাশ্মীর সফর, নিরাপত্তা জোরদার ও কড়াকড়ি আরোপ


        হিন্দুত্ববাদী মাতৃ সংগঠন আরএসএসের প্রধান মোহন ভগবত


        হিন্দুত্ববাদীদের মাতৃ সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের প্রধান ৩ দিনের সফরে আগামী ১৩ অক্টোবর কাশ্মীর যাচ্ছে। সেখানে সে আরএসএস সহ হিন্দুত্ববাদী অন্যান্য সংগঠনের কাজকর্ম ও অগ্রগতি তদারকি করতে যাবে। তার সফরের স্থানগুলোতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে স্থানীয় কয়েকটি সংবাদসূত্রে জানা গেছে।

        সূত্র জানায়, হিন্দুত্ববাদীদের নেতা মোহন ভগবত ১৪ ও ১৫ তারিখে ইউনিয়ন টেরিটরি হিসেবে ঘোষিত জম্মু ও কাশ্মীর এবং লাদাখ অঞ্চলে আরএসএস এবং সংঘের অনুসারী দলগুলোর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিবে। এরপর ১৫ তারিখে সে কাঠুয়া শহরে ৪ থেকে ৫ হাজার স্বয়ংসেবকদের একটি অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক ভাষণ দিবে।

        এটা স্পষ্ট যে, ভগবতের কাশ্মীর সফরের উদ্দেশ্য হচ্ছে সেখানকার হিন্দুত্ববাদী শক্তিকে আরো সংগঠিত করা এবং তাদের কার্যক্রম তদারকি করা। ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে কাশ্মীরি মুসলিমরা যখন ইতিমধ্যেই কোণঠাসা হয়ে পড়েছে, এর মাঝে ভগবতের এই কাশ্মীর সফর মুসলিম নিপীড়নে সেখানকার হিন্দুত্ববাদী শক্তিকে আরও বেশি উৎসাহিত করবে।

        তাছাড়া ইতিমধ্যে ভগবতের অবস্থানের স্থানগুলো ঘিরে করা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায়, সেসকল স্থানের আশেপাশে মুসলিমদের চলাচল এমনিতেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। কিছু সূত্রে নির্দিষ্ট এলাকাগুলোর আশেপাশে নিরাপত্তা তল্লাশির নামে হয়রানির মাত্রাও বেড়ে যাওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

        উল্লেখ্য, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকেই সেখানে হিন্দুত্ববাদী শক্তিগুলো মুসলিমদের উপর চড়াও হওয়ার ঘটনা বেড়েছে। এমনিতেই সেখানে আগে থেকেই দখলদার ভারতীয় বাহিনীগুলো মুসলিমদের উপর নানা ধরণের নিপীড়ন চালিয়ে আসছে, তার উপরে হিন্দুত্ববাদী সংগঠনগুলো সেখানে দিন দিন শক্তিশালী হয়ে উঠতে থাকায় মুসলিমদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। এর উপরে মোহন ভগবতের এই সফর কাশ্মীরে হিন্দুত্ববাদী দখলদারিত্ব ও জুলুম-নিপীড়নের মাত্রা আরো বৃদ্ধি করবে বলেই মনে করা হচ্ছে।

        আর কাঠুয়া হচ্ছে সেই এলাকা, যেখানে ৮ বছর বয়সি আসিফা বানুকে টানা কয়েক দিন আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করার পর হত্যা করেছিল এক মন্দিরের পুরহিত এবং তার ছেলে ও ভাতিজা সহ কয়েকজন হিন্দু পুলিশ সদস্য মিলে।


        তথ্যসূত্র:
        1. RSS chief to review working of Sangh, offshoot bodies during his 3 days Jammu visit from Oct 13
        https://tinyurl.com/bdz7bkyr
        2. RSS Chief Bhagwat’s Jammu visit begins on October 13
        https://tinyurl.com/mhu6ww75
        3. RSS chief to visit J&K to review preparedness for 2024 LS polls
        https://tinyurl.com/3fujab47

        আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

        Comment


        • #5
          জাতিসংঘ এবং গাদ্দার শাসকরা মিথ্যা আশ্বাস দিয়ে মুসলমানদের সাথে প্রতারণা করছে। তারা এর মাধ্যমে মুসলিমদেরকে তাদের উপর নির্ভরশীল করে তুলছে এবং তাদেরকে শান্ত করছে। এই ভাবে তারা নিরব ভূমিকা পালন করে ইসরাইলকে আরো আগ্রাসনের সুযোগ করে দিচ্ছে। এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে আরো বিপদের মধ্যে ফেলে দিচ্ছে।
          পৃথিবীর রঙ্গে রঙ্গিন না হয়ে পৃথিবীকে আখেরাতের রঙ্গে রাঙ্গাই।

          Comment

          Working...
          X