Announcement

Collapse
No announcement yet.

ইসরায়েলের অপরাধনামা: উত্তর গাজা ছেড়ে যাওয়ার পথে ফিলিস্তিনিদেরকে গণহত্যা!

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ইসরায়েলের অপরাধনামা: উত্তর গাজা ছেড়ে যাওয়ার পথে ফিলিস্তিনিদেরকে গণহত্যা!



    ইসরায়েলের আল্টিমেটামের প্রেক্ষিতে গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে যাচ্ছিলেন অসহায় ফিলিস্তিনি মুসলিমরা। এ সময় ফিলিস্তিনিদের গাড়ি বহর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বর্বরোচিত এ হামলায় অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন অন্তত ২০০ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

    গত ১২ অক্টোবর ফিলিস্তিনের উত্তর গাজার ১১ লাখ বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে গাজার দক্ষিণে চলে আবার আল্টিমেটাম দিয়েছিল ইসরায়েল। এরপর প্রাণভয়ে দলে দলে এলাকা ছাড়তে শুরু করেন অসহায় ফিলিস্তিনিরা। ১৩ অক্টোবর শুক্রবার ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার আগেই দক্ষিণাঞ্চলগামী ফিলিস্তিনি মুসলিমদের গাড়িবহর লক্ষ্য করে অন্তত তিনটি স্থানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ৫০ জন।






    মর্মান্তিক এ হামলার বেশ কিছু ভিডিও ফুটেজ সোশাল মিডিয়ার ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, প্রাইভেট কার, বাস ও লরি ট্রাকে করে মানুষ এলাকা ছাড়ছিলেন। এই গাড়িবহর লক্ষ্য করে ইসরায়েল হামলা করলে মুহূর্তেই সবকিছু ধ্বংস্তুপে পরিণত হয়। নারী-শিশুদের লাশ ও মানুষের আর্তচিৎকারে চারদিক ভারি হয়ে উঠে তখন। এখানে-সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে নারী-শিশুদের ক্ষতবিক্ষত লাশ।






    একে তো গাজাবাসীদেরকে তাদের নিজেদেরই এলাকা ছেড়ে যেতে বলে সন্ত্রাসী আচরণ করেছে দখলদার ইসরায়েল; তার উপর নিজেরাই এলাকা ত্যাগের আল্টিমেটাম দিয়ে সময় শেষ হওয়ার আগেই পলায়নরত মুসলিমদের ওপর গণহত্যা চালালো। এসবকিছুই পশ্চিমাদের তৈরিকৃত আন্তর্জাতিক আইনেরও পুরোপুরি লঙ্ঘন। কিন্তু পশ্চিমা সেক্যুলারিজমের ধারক-বাহক পশ্চিমারা তার পরেও ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছে।



    এদিকে ৮ম দিনের মতো শুক্রবারেও গাজাজুড়ে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। পাশাপাশি চলছে দূরপাল্লার কামান থেকে গোলাবর্ষণ। ইসরায়েলই আগ্রাসনের ৮ম দিনে নিহত গাজাবাসীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ২১৫ জন। আহতের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৮ হাজার ৭১৪ জন।

    একই সময়ে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিক্ষোভের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে পশ্চিম তীরে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। সেখানে আহত হয়েছেন অন্তত ১ হাজারেরও বেশি।


    তথ্যসূত্র:

    1. Dozens killed while fleeing Gaza homes as Israel conducts ground raids
    https://tinyurl.com/49ny8c8v
    2. A convoy moving from the north to the south of Gaza…gets targeted by Israeli airstrikes leaving at least 70 dead and over 200 injured
    https://tinyurl.com/36zyu9xj
    3. Israel directly bombs fleeing Gazans after ordering them to flee in that particular direction!
    https://tinyurl.com/mb552h9z
    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    আল্লাহ তাআলা শহীদদের শাহাদাতকে কবুল করুন। আহতদেরকে দ্রুত শেফা দান করুন। আমীন
    ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

    Comment


    • #3
      কাপুরুষ ইহুদীরা,,, অসহায় মুসলিমের উপর আক্রমণ করে নিজেদের বীরত্ব জাহির করে ।পারলে মুসলিমেরকে অস্ত্রে সুসজ্জিত হবার সুযোগ দে। তারপর লড়াই করতে আয় । দেখি তোদের জোর কতটুকু?
      পৃথিবীর রঙ্গে রঙ্গিন না হয়ে পৃথিবীকে আখেরাতের রঙ্গে রাঙ্গাই।

      Comment


      • #4
        Originally posted by abu ahmad View Post
        আল্লাহ তাআলা শহীদদের শাহাদাতকে কবুল করুন। আহতদেরকে দ্রুত শেফা দান করুন। আমীন
        আমীন ইয়া রব্বাল আলামীন।
        হয় শাহাদাহ নাহয় বিজয়।

        Comment


        • #5
          এভাবেই ধোঁকা আর প্রতারণার মাধ্যমে মুসলিমদের হত্যা করা কাফেরদের শত শত বছরের ঐতিহ্য। তারাই তো বিশ্বব্যাপী মুসলিমদের ধোঁকার মাধ্যমে হত্যা করে 'এপ্রিল ফুল ডে' পালন করে।

          Comment

          Working...
          X