Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ০২ রবিউল আখির, ১৪৪৫ হিজরী।। ১৮ অক্টোবর, ২০২৩ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ০২ রবিউল আখির, ১৪৪৫ হিজরী।। ১৮ অক্টোবর, ২০২৩ ঈসায়ী

    কারাগারে বন্দী সকল ফিলিস্তিনির পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ



    ইসরায়েলি কারাগারে কয়েকজন ফিলিস্তিনি বন্দী। ফাইল ছবি


    ইসরায়েলি কারাগারে বন্দী সকল ফিলিস্তিনির জন্য বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দিয়েছে কারা কর্তৃপক্ষ। উচ্চপদস্থ কারা কর্মকর্তাদের বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যম ‘ইয়েদিওথ আহরনোথ’ এ তথ্য জানিয়েছে।
    সংবাদ মাধ্যমটিতে বলা হয়, ‘সকল ফিলিস্তিনি বন্দীর জন্য বিদ্যুৎ পরিসেবা বিচ্ছিন্ন করা হয়েছে, যাতে তারা এখান থেকে বাইরের ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের কোন দিকনির্দেশনা দিতে না পারে।’

    একইসাথে কারাগারে বন্দীদের ব্যবহারের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহও বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব।

    অন্যদিকে ইসরায়েলে যেদিন হামাসের মুজাহিদরা অভিযান চালিয়েছেন, সেদিন দিন থেকেই ফিলিস্তিনি বন্দীদের ওপর লকডাউন আরোপ করে রেখেছে ইসরায়েল। ফলে বন্দীদের নিজের কক্ষেই সর্বসময় আটক থাকতে হচ্ছে। তার ওপর এখন বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধের ফলে কারাবন্দীরা কী পরিমাণ বিপর্যয়ের মধ্যে পড়েছেন, তা বলাই বাহুল্য।

    উল্লেখ্য যে, ইসরায়েলি কারাগারে মোট ৫ হাজার ২৫০ জন ফিলিস্তিনি বন্দী রয়েছে। এর মধ্যে ৩৯ জন নারী ও ১৭০ জন শিশু। তবে বর্তমানে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ব্যপকহারে গ্রেফতার করছে ইসরায়েলি বাহিনী, যার ফলে কারাবন্দী ফিলিস্তিনিদের সর্বশেষ সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে বলে অনুমান করা হচ্ছে।

    ইসরায়েলি কারাগারে যেসকল ফিলিস্তিনি বন্দী রয়েছেন, তাদের বেশিরভাগই কোন কারণ ছাড়াই গ্রেফতার হয়েছেন। বছরের পর বছর বিনা বিচারে কারাগারে বন্দী জীবন-যাপন করছেন তারা, যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। এর ওপর এখন আবার কারাগারে লকডাউন আরোপ করে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করার বিষয়টি কথিত মানবাধিকারের ধ্বজাধারীদের জন্য লজ্জাজনক।



    তথ্যসূত্র:

    1. Israel cuts off electricity, water supplies to over 5,000 Palestinian detainees in Israeli jails
    https://tinyurl.com/yeymca6j

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    গাজার হাসপাতালে ভয়াবহ হামলা, নিহত ৫০০ শতাধিক




    হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহতদের লাশ। ছবি: এক্স (সাবেক টুইটার)


    ফিলিস্তিনের গাজার অধিবাসীর উপর পরিচালিত আগ্রাসন ও নির্মমতার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে ইসরায়েল। গাজার একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে পশ্চিমা মদদপুষ্ট ইসরায়েলি বাহিনী। বর্বরোচিত এ হামলায় এক মুহূর্তেই ধ্বংস্তুপে পরিণত হয় হাসপাতালটি, ঘটনাস্থলেই নিহত হয় ৫০০ শতাধিক ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে রয়েছেন অনেকে, ফলে নিহত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।





    গতকাল (১৭ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে মধ্য গাজার আল–আহলি আরব নামের হাসপাতালে এই হামলা চালানো হয়। এর আগে ইসরায়েলি হামলায় আহত শত শত রোগী ও গৃহহীন অসংখ্য বাসিন্দা নিরাপদ ভেবে ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন।

    বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর হাসপাতালের বহুতল ভবনটি জ্বলছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নারী, পুরুষ ও শিশুদের ছিন্ন-ভিন্ন মরদেহ।

    হামলায় হতাহতের কিছু ভিডিও-

    হামলার পর চারদিকে শুধু লাশ আর লাশ-






    হামলায় টুকরো টুকরো হয়ে যাওয়া ছেলের শরীরের অবশিষ্টাংশ ব্যাগে ধরে রেখেছেন এক পিতা-




    হামলায় আহতদের একাংশ-
















    হামলায় হতাহতদের কিছু ছবি-




    উল্লেখ্য যে, ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত (১৭ অক্টোবর পর্যন্ত) প্রায় তিন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে এক তৃতীয়াংশই নারী ও শিশু। হামলায় আহত হয়েছেন অন্তত সাড়ে ১২ হাজার ৫০০ মানুষ। এছাড়াও ইসরায়েলি হামলায় অধিকৃত পশ্চিম তীরে ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১ হাজার ২৫০ জন ফিলিস্তিনি।


    তথ্যসূত্র:

    1. Over 500 Palestinians torn into peaces. The lsraeli massacre in Al-Ahli (formerly Al-Ma’madani Hospital in Gaza) Oct 17th, 2023
    https://tinyurl.com/fz22jjmp

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3
      আফগানিস্তান: কুশতেপা খাল প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ শুরু



      আফগানিস্তানের দীর্ঘতম কুশতেপা খাল প্রকল্পের প্রথম অংশের উদ্বোধন এবং দ্বিতীয় ধাপের কাজ শুরু করার ঘোষণা করা হয়েছে। গত ১১ অক্টোবর বলখে ইমারতে ইসলামিয়ার উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কুশতেপা খাল খননের দ্বিতীয় ধাপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

      অনুষ্ঠানে উপস্থিত ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বলেছেন, “ইসলামি ইমারত কৃষি ও পানি ব্যবস্থাপনার দিকে গভীর মনোযোগ দিয়েছে। এর ভালো প্রমাণ আমরা কুশতেপা খাল নির্মাণের পদক্ষেপে দেখতে পাচ্ছি।”

      দ্বিতীয় ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে ইমারতে ইসলামিয়ার কর্মকর্তারা কুশতেপা খাল নির্মাণ নিয়ে পার্শ্ববর্তী দেশগুলোকে, বিশেষত উজবেকিস্তানকে চিন্তিত না হওয়ার আহ্বান জানান। চিন্তার কোনো বিষয় থাকলে ইমারতে ইসলামিয়া সেটি নিয়ে কূটনীতিক আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান তাঁরা।

      অনুষ্ঠানে উপ-প্রধানমন্ত্রী আব্দুস সালাম হানাফি বলেন, “এখানে আসলে আমাদের প্রতিবেশীদের জন্য উদ্বেগের কোনো কারণ থাকা উচিত নয়। আমরা কতটুকু পানি ব্যবহার করব সেটা আসলে কোনো ব্যাপারই না, আফগানিস্তান আমু নদী থেকে যেটুকুর উপর অধিকার রাখে, আমরা এখনও সেই স্তর পর্যন্তই পৌঁছাতে পারিনি।”

      ইমারতে ইসলামিয়ার নিরাপত্তা কর্মকর্তারা কুশতেপা খাল প্রকল্পের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে অঙ্গীকার করেছেন। এই প্রকল্পে কাউকে বাধা সৃষ্টি করতে দেবেন না বলে জানিয়েছেন তাঁরা।

      প্রতিরক্ষা মন্ত্রী মৌলভী মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ বলেন, “এমন প্রকল্পগুলো বাস্তবায়নের পেছনে আমরা সবাই আছি, বিশেষভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জাতীয় ও ইসলামি সেনাবাহিনী আছে। আর তাঁরা সর্বশক্তি দিয়ে প্রকল্পটিকে সাহায্য করে যাবে।”

      স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দীন হক্কানি বলেন, “আফগানরা উদ্দীপনাপূর্ণ একটি জাতি। তারা নিজেদের অঙ্গীকারে অটল থাকে। আমরা আমাদের সীমা অতিক্রম করি না এবং আমাদের অধিকারের প্রতিরক্ষা করি।”

      উল্লেখ্য, কুশতেপা খালের মোট দৈর্ঘ্য ২৮০ কিলোমিটার এবং প্রস্থ ১০০ মিটার। বলখ প্রদেশের কালদার জেলা থেকে এটি শুরু হয়ে জাওযান প্রদেশের মধ্য দিয়ে গিয়ে শেষ হবে ফারইয়াব প্রদেশের আন্দখয়ে। এটির প্রথম ধাপের ১০৮ কিলোমিটারের কাজ শেষ হওয়ার পর গত ১১ই অক্টোবর দ্বিতীয় ধাপের কাজ শুরু করা হয়েছে। এই খাল আফগানিস্তানের কৃষির উন্নয়নে এবং সার্বিকভাবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদী আফগানরা। আফগানিস্তানকে স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলার যে প্রচেষ্টা ইমারতে ইসলামিয়া চালিয়ে যাচ্ছেন, সেই পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই কুশতেপা খাল প্রকল্প।


      তথ্যসূত্র:
      1. Second phase of Qush Tepa Canal inaugurated
      https://tinyurl.com/34dhakev
      2. Work on Second Phase of Qosh Tepa Canal Starts
      https://tinyurl.com/5fk8bbx3

      আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

      Comment

      Working...
      X