Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ০৯ রবিউল আখির, ১৪৪৫ হিজরী।। ২৫ অক্টোবর, ২০২৩ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ০৯ রবিউল আখির, ১৪৪৫ হিজরী।। ২৫ অক্টোবর, ২০২৩ ঈসায়ী

    ফিলিস্তিনের পক্ষে কথা বলায় জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ চায় ইসরাইল


    জাতিসংঘ মহাসচি আন্তোনিও গুতেরেস। ফাইল ফটো: AP

    ফিলিস্তিনের উপর চলমান ইসরাইলি বর্বরতা ও সহিংসতার ব্যাপারে ফিলিস্তিনি জনগণের পক্ষে কিছু মন্তব্য করায় জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ দাবি করেছে ইসরাইল।

    গত ২৪ অক্টোবর আমেরিকার নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ইসরাইলের উপর হামাস ৭ অক্টোবর যে হামলা চালিয়েছে, তা ‘শূন্য থেকে’ হয়নি।
    জাতিসংঘ মহাসচিব বলেন, ‘হামাসের হামলা শূন্য থেকে হয়নি। ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার হয়েছে। তাঁরা তাদের ভূখণ্ডে একের পর এক [ইসরাইলি] বসতি স্থাপিত হতে এবং সহিংসতায় জর্জরিত হতে দেখেছে। তাঁদের অর্থনীতি থমকে গেছে। এই মানুষগুলো বাস্তুচ্যুত হয়েছে এবং তাঁদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। তাঁদের দুর্দশার রাজনৈতিক সমাধানের আশা ধূলিসাৎ হয়ে গেছে।’

    এদিকে গুতেরেসের এমন মন্তব্যের পর তার পদত্যাগ দাবি করেছে জাতিসংঘের ইসরাইলি রাষ্ট্রদূত গিলার্ড এরডান। এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে সে বলেছে, ‘যারা ইসরাইলের নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত সবচেয়ে ভয়ংকর কর্মকাণ্ডের পেছনে যুক্তি দেখাতে চান, তাদের সঙ্গে কথা বলার কোনো যৌক্তিকতা নেই। আমি অনতিবিলম্বে তার (গুতেরেস) পদত্যাগ দাবি করছি।’

    এদিকে, নিজের বক্তব্যে ইসরাইলের নাম উল্লেখ না করে জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘বেসামরিক লোকজনকে রক্ষা করার অর্থ তাঁদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা নয়। সুরক্ষা দেওয়ার অর্থ এই নয় যে, ১০ লাখ মানুষকে দক্ষিণে চলে যেতে বলা, যেখানে কোনো আশ্রয় নেই, খাবার নেই, পানি নেই, ওষুধ নেই, জ্বালানি নেই। আর মানুষকে দক্ষিণে যেতে বলে সেখানে বোমাবর্ষণ চালিয়ে যাওয়া হচ্ছে।’
    গুতেরেস বলেন, ‘গাজায় মানবিক আইনের যে সুস্পষ্ট লঙ্ঘন আমরা দেখতে পাচ্ছি, তা নিয়ে আমি গভীর উদ্বিগ্ন। আমি স্পষ্টভাবে বলছি, একটি সংঘাতে কোনো পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয়।’
    আন্তোনিও গুতেরেস আরও বলেন, ‘ফিলিস্তিনিদের দুর্দশার কারণে হামাসের ভয়ংকর হামলা ন্যায্যতা পেতে পারে না। আর ওই ভয়ংকর হামলার কারণে ফিলিস্তিনি মানুষদের সম্মিলিতভাবে যে শাস্তি দেওয়া হচ্ছে, তা–ও ন্যায্যতা পায় না।’
    গত ৭৫ বছর ধরে চলা ইসরাইলি আগ্রাসন ও সহিংসতার প্রতিবাদে গত ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালায় হামাস। সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। গাজা উপত্যকা পুরোপুরি অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। গত ২৪ অক্টোবর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৫ হাজার ৭৯১ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। অপরদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে।

    উল্লেখ্য, সারা বিশ্বে মুসলিমদের উপর চলা নির্যাতন, নিপীড়ন, আগ্রাসনের ব্যাপারে মাঝে মাঝে জাতিসংঘ মুখ রক্ষার জন্য মুসলিমদের পক্ষে কিছু বিবৃতি দিলেও, কার্যত সেগুলো থেকে কোনো ফায়দা হয় না। বরং, প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে পশ্চিমা বিশ্বের তাঁবেদারিই করে জাতিসংঘ। জায়নবাদী আগ্রাসী ইসরাইলিরা মুসলিমদের পক্ষে এমন মুখ রক্ষামূলক বিবৃতিও সহ্য করতে পারছে না।
    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    গাজায় ইসরায়েলি হামলায় ৩১ টি মসজিদ ধ্বংসস্তুপে পরিণত


    ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস্তুপে পরিণত হওয়া একটি মসজিদ।

    গাজায় ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালিয়ে এক দিনেই (২২ অক্টোবর) ৫টি মসজিদ ধ্বংস করে দিয়েছে। এর আগে গত দুই সপ্তাহের বেশি সময় টানা বোমা বর্ষণে আরও ২৬টি মসজিদ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এর ফলে গাজায় সম্পূর্ণভাবে ধ্বংস হওয়া মসজিদের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৩১টি। গাজার এনডাউমেন্টস অ্যান্ড রিলিজিয়াস অ্যাফেয়ার্স মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

    বিবৃতিতে আরও বলা হয়, মসজিদের পাশাপাশি গাজার একটি প্রাচীন গ্রীক গির্জাতেও হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত কোরআন রেডিও স্টেশনে হামলা চালিয়ে ধ্বংস করেছে ইহুদিরা।
    গাজায় ধ্বংস হওয়া মসজিদগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক আল-ওমারি মসজিদ। এটি গাজার তৃতীয় বৃহত্তম এবং ৭ম শতকে নির্মিত একটি মসজিদ। মসজিদগুলো ধ্বংসের সময় অসংখ্য মুসলিম হতাহত হয়েছেন।

    এদিকে গাজার পাশাপাশি পশ্চিম তীরের একটি মসজিদেও হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। গত ২২ অক্টোবর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অবস্থিত আল-আনসার নামক একটি মসজিদে হামলাটি চালায় তারা। এতে হতাহত হয়েছে বেশ কিছু ফিলিস্তিনি।

    যুদ্ধে যেসব নিয়ম নীতি রয়েছে ইসরায়েল এর কোন কিছুই পরোয়া করে না। মসজিদ, গির্জা, স্কুল, শরণার্থী শিবির ও হাসপাতালের মতো জায়গায় টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েল। ফলে হতাহত হচ্ছে শত শত সাধারণ মানুষ, যাদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই বেশি। গাজার আল-আহলি আল আরব নামক এক হাসপাতালেই বোমা হামলা চালিয়ে ৫০০ জন ফিলিস্তিনিকে গণহত্যা করে ইসরায়েল।
    এছাড়াও গাজায় নির্বিচারে হামলা চালিয়ে এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ৬৯১ জন বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে ১ হাজার ৭৫৬ জনই শিশু। আহত হয়েছেন আরও অন্তত ১৪ হাজারের বেশি বেসামরিক ফিলিস্তিনি, যা পশ্চিমাদের ঐক্যমতে বানানো আন্তর্জাতিক আইনেও স্পষ্ট যুদ্ধাপরাধ। কিন্তু ইসরায়েল যেন এসব আইন কানুন ও নিয়ম নীতি সব কিছুর ঊর্ধ্বে।


    তথ্যসূত্র:
    1. 31 mosques destroyed in Israeli airstrikes on Gaza since Oct. 7
    https://tinyurl.com/yrwrzua2
    2. Israel-Hamas war: ‘Heavy bombardments’ in Gaza, hospitals at risk
    https://tinyurl.com/54pma36p
    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3
      কাবুলে অনুষ্ঠিত হলো কৃষি পণ্যের প্রদর্শনী



      কাবুলে কৃষি, সেচ ও পশুসম্পদ মন্ত্রণালয়ের আয়োজিত কৃষি পণ্যের প্রদর্শনী মেলা সমাপ্ত হয়েছে। গত চারদিনে পণ্যের ভালো মার্কেটিং করার পাশাপাশি বিশাল অংশ বিক্রিও করতে সক্ষম হয়েছেন বলে জানান প্রদর্শনী মেলায় অংশ নেওয়া ব্যক্তিরা।

      কাবুল বিশ্ববিদ্যালয়ের কৃষি ফ্যাকাল্টির শিক্ষার্থীরাও এই প্রদর্শনী মেলায় প্রথমবারের মতো অংশ নেন। তাদের উৎপাদিত কিছু কৃষি পণ্যের প্রদর্শনীর জন্য নিয়ে আসেন তারাও। তারা জনগণ ও সরকারি কর্মকর্তাদের অভ্যর্থনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

      কাবুল বিশ্ববিদ্যালয়ের কৃষি ফ্যাকাল্টির ছাত্র ফরহাদ শফিজাদা বলেন, “বহু সংগঠন থেকে আমরা প্রতিশ্রুতি পেয়েছি। কৃষি, সেচ ও পশুসম্পদ মন্ত্রণালয়ও আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন।”

      প্রদর্শনী মেলায় অংশ নেওয়া অন্যান্য ব্যক্তি-প্রতিষ্ঠানও জানিয়েছেন, তাদের পণ্যগুলো রপ্তানি করার জন্য তারা চুক্তিবদ্ধ হতে পেরেছেন।

      প্রদর্শনীতে অংশ নেওয়া একজন হলেন মারি গুল। তিনি বলেন, “আমরা বাদাখশান প্রদেশ থেকে শুকনো দই, মধু, জিরা, মেমলাই, বারবেরি এবং পাহাড়ী চা নিয়ে এসেছিলাম। আমরা আখরুটও এনেছিলাম, সেগুলো সব বিক্রি হয়ে গেছে। এই প্রদর্শনী মেলায় আমরা যেসব পণ্য নিয়ে এসেছি, সেগুলোর ভালো বিক্রি হয়েছে।”

      মুহাম্মাদ নাদের নামে আরেকজন অংশগ্রহণকারী বলেন, “আমরা বিক্রি করেছি খুচরা দরে এবং একটি চুক্তি স্বাক্ষর করেছি। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ২০ কেজি জাফরান পাঠানোর বড় একটি চুক্তি স্বাক্ষর করেছি আমরা।”

      মেলা পরিদর্শনে আসা দর্শকরা আফগানিস্তানের অর্থনীতির উন্নয়নের জন্য দেশীয় কৃষি পণ্যের ব্যবহার করাকে গুরুত্বপূর্ণ বিবেচনা করেন।
      শামস আজিজি নামে একজন পরিদর্শক বলেন, “দেশের অর্থনীতির উন্নয়নের জন্য এই প্রদর্শনী মেলা একটি ভালো উপায়। এর মাধ্যমে জনগণ দেশীয় পণ্য সম্পর্কে জানতে পারে।”

      প্রদর্শনী মেলার আয়োজকরা বলেন, গত চারদিনে এই প্রদর্শনী মেলায় ২ লক্ষাধিক মানুষ এসেছেন কৃষি পণ্যের প্রদর্শনী দেখতে।
      কৃষি মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি আমানুল্লাহ রাওয়ান বলেন, “১৪০২ (সৌরবর্ষ) তে আয়োজিত এই প্রদর্শনী মেলায় গত বছরের তুলনায় বেশি মানুষ অংশ নিয়েছেন।”

      মেলার ২৬০টি বুথে গত চারদিনে কৃষিপণ্যগুলো প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডেপুটি প্রশাসনের তথ্য তথ্যানুযায়ী, শ্রমশক্তির ৮০% কাজ করে কৃষি খাতে। আর মোট দেশীয় পণ্যের ২১ থেকে ৩৩ শতাংশ হলো কৃষি পণ্য।


      তথ্যসূত্র:

      1. Agricultural Exhibition in Kabul Ends
      https://tinyurl.com/jczapzyr

      আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

      Comment


      • #4
        ২৪ ঘণ্টায় সাত শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল




        ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বরতা চলছেই। গত ২৩ অক্টোবর সকাল থকে ২৪ অক্টোবর সকাল নাগাদ বিমান হামলা চালিয়ে সাত শতাধিক নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। রাফা অঞ্চলেও এদিন বিমান হামলা চালিয়েছে তারা।

        ইসরায়েলই বিমান হামলা থেকে বাদ যাচ্ছে না শরণার্থী ক্যাম্পগুলোও। উত্তর গাজার আল-শাতি ক্যাম্পে হামলা চালিয়ে কমপক্ষে ১৪০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে।

        রাতভর গাজাজুড়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও শত শত মুসলিম। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭০৪ জন ফিলিস্তিনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এই সংখ্যা নিয়ে এখন পর্যন্ত নিহত মোট ফিলিস্তিনির সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৭৯১ জনে, যাদের মধ্যে শিশু ২ হাজার ৩৬০ জন।



        ইসরায়েলি বিমান হামলায় ধুলা-ধোঁয়ায় আচ্ছন্ন আল-ওয়াফা হাসপাতাল এলাকা

        উল্লেখ্য, আল-ওয়াফা হাস্পাতালের কাছেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান। ব্যাপক হামলা চালানো হয়েছে দক্ষিণ গাজার রাফা অঞ্চলেও।


        তথ্যসূত্র:

        1. Israel-Hamas war live: New evacuation warnings after 140 killed in Gaza
        https://tinyurl.com/bdebc2fd

        আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

        Comment


        • #5
          আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি নির্মাণের ঘোষণা



          হেরাত প্রদেশের জিন্দা জান জেলায় সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি নির্মাণের প্রক্রিয়া ‍শুরু করেছেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। প্রাথমিকভাবে ২০টি ক্ষতিগ্রস্ত গ্রামে ২,১৪৬টি আধুনিক বাড়ি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

          হেরাতের তথ্য ও সংস্কৃতি বিষয়ক পরিচালক আহমাদুল্লাহ মুত্তাকি বলেন, “তীব্র শীতের আগেই এই বাড়িগুলোর নির্মাণ কাজ শেষ হবে বলে আমরা আশাবাদী। আমরা আশা করি, তারা শীতের আগেই নিজেদের বাড়িতে ফিরতে পারবেন এবং স্থির হতে পারবেন।”

          বর্তমানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা তাবুতে বসবাস করছেন। কিন্তু শীতের কারণে তাবুতে বসবাস করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। নেজার নামে একজন বলেন, “শীতে এসব তাবুতে বাস করা সম্ভব না। আমাদের জন্য বাড়ি নির্মাণ করার আবেদন জানাচ্ছি।”

          এদিকে ইমারতে ইসলামিয়া কর্তৃপক্ষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি নির্মাণের ম্যাপ চূড়ান্ত করেছে। শীঘ্রই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।

          উল্লেখ্য, সম্প্রতি হেরাত প্রদেশে পরপর কয়েকটি উচ্চমাত্রার ভূমিকম্পে জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় বাসিন্দারা। বাড়ি-ঘর ধ্বংস হয়ে যাওয়ায় উদ্বাস্তুতে পরিণত হন অনেকে। এখন এসব ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি নির্মাণের প্রক্রিয়া শুরু করছেন ইমারতে ইসলামিয়া কর্তৃপক্ষ।


          তথ্যসূত্র:
          1. Islamic Emirate Begins Building Houses in Quake-Affected Areas
          https://tinyurl.com/czf9fk5v

          আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

          Comment


          • #6
            হে আল্লাহ, পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নাম জারজ রাষ্ট্রের নাম-নিশানা আপনি মুছে দিন।
            তাদের বর্বরতা থেকে ফিলিস্তিনের অধিবাসীদেরকে হেফাযত করুন। আমীন
            ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

            Comment


            • #7
              Originally posted by abu ahmad View Post
              হে আল্লাহ, পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নাম জারজ রাষ্ট্রের নাম-নিশানা আপনি মুছে দিন।
              তাদের বর্বরতা থেকে ফিলিস্তিনের অধিবাসীদেরকে হেফাযত করুন। আমীন
              আমীন ইয়া রব্বাল আলামীন

              Comment


              • #8
                ইজরায়েল এবং আমেরিকার এই প্রস্তুতি হল বৈশ্বিক ভাবে। তাই বৈশ্বিক ভাবে প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে নিজেদের সাধ্য অনুযায়ী মসজিদে আকসা বিজয়ের জন্য কাজ করে যেতে হবে। কাফেরদের ঐক্যের মূল ভিত্তি হল জাতিসংঘ ।তাই জাতিসংঘকে ধ্বংস করে দিতে হবে।
                পৃথিবীর রঙ্গে রঙ্গিন না হয়ে পৃথিবীকে আখেরাতের রঙ্গে রাঙ্গাই।

                Comment

                Working...
                X