ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ || আপডেট – ৯ নভেম্বর, ২০২৩
• গাজা শহরের আল-শিফা হাসপাতাল কমপ্লেক্স প্রাঙ্গণে সন্ত্রাসবাদী ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনী স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র।
• আল-শিফা হাসপাতালের পরিচালক বলেন, “এটা হাসপাতালগুলোর বিরুদ্ধে যুদ্ধ, সকল ফিলিস্তিনি নাগরিকের বিরুদ্ধে যুদ্ধ।”
• উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের আশপাশে ১১টি মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের পরিচালক।
• হোয়াইট হাউস জানিয়েছে, দখলদার ইসরায়েল দৈনিক চার ঘণ্টা যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে, যেন সাধারণ মানুষ গাজার উত্তরাঞ্চল থেকে দুটি ‘মানবিক করিডোর’ দিয়ে দক্ষিণ দিকে চলে যেতে পারে।
• ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এক আহত ব্যক্তিকে তারা অ্যাম্বুলেন্সে করে দখলীকৃত পশ্চিম তীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় তাদের অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে দখলদার সন্ত্রাসবাদী ইসরায়েল।
• দখলদার সন্ত্রাসবাদী ইসরায়েল গাজায় তাদের আরও এক সন্ত্রাসী সেনা নিহত হওয়ার কথা ঘোষণা করেছে। সন্ত্রাসবাদী ইসরায়েলের মতে, স্থল হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত তাদের অন্তত ৩৫ সেনা নিহত হয়েছে। যদিও প্রকৃতপক্ষে তাদের হতাহত সেনার সংখ্যা আরও অনেক বেশি বলে জানিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র।
• গাজায় সন্ত্রাসী ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১০,৫৬৯ জন, যার মধ্যে শিশুর সংখ্যা ৪,৩২৪।
Comment