Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ # ০৭ জমাদিউল আউয়াল , ১৪৪২ হিজরী # ২৩ ডিসেম্বর , ২০২০ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ # ০৭ জমাদিউল আউয়াল , ১৪৪২ হিজরী # ২৩ ডিসেম্বর , ২০২০ঈসায়ী

    থেমে নেই সীমান্ত হত্যা, সন্ত্রাসী বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

    ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তে ভারতীয় সীমান্তসন্ত্রাসী বাহিনী (বিএসএফ) এর গুলিতে মো. খায়রুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

    গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ভারত-বাংলাদেশ (পিলার নং-১১২৪-৫-এস) নো-ম্যানস ল্যান্ড অংশে এ ঘটনাটি ঘটে। নিহত মো. খায়রুল ইসলাম গোবরাকুড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।

    জানা যায়, গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারত থেকে গরু পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করতে গেলে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী গাছুয়াপাড়া বিএসএফ’র টহলরত দল তাকে উদ্দেশ্য করে গুলি করে। ঘটনাস্থল থেকে সঙ্গীয় ব্যক্তিরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    উলামায়ে কেরামের হাত ভেঙে দেওয়ার হুমকি দিল কুষ্টিয়ার পুলিশ সুপার

    কুষ্টিয়ার কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে কুমারখালী নাগরিক পরিষদের ব্যানারে আয়োজিত এক সমাবেশে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত উলামায়ে কেরামের প্রতি নানা অশালীন বাক্য বলে তাঁদের হাত ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে।

    সে বলেছে, মৌলবাদীদের এদেশে দরকার নেই। আমার বাবার জানাজা আমি নিজেই পড়াতে পারবো। আমি চারবার কুরআন খতম করেছি। নিয়মিত নামাজ পড়ি। সুতরাং দেশের সংবিধান মেনেই আপনাকে এদেশে থাকতে হবে।

    সে উলামায়ে কেরামের প্রতি তাচ্ছিল্য করে বলেছে, মেধাহীনদেরকেই মাদ্রাসায় দেওয়া হয়। বিনা পয়সায় পড়ায় আর তাদের শুধু ব্রেইন উয়াশ করা হয়। তাঁরা আমাদের জমিনে থেকে আমাদের পয়সার খায়। রাস্তায় টেবিল বসিয়ে চাঁদা তুলে। কুরবানির চামড়া, টাকা পয়সা দান করে আমরা কি সৃষ্টি করছি।’

    যদি সংবিধান না মানেন তাহলে আপনাদের জন্য তিনটি অপশন। ‘এক. উল্টাপাল্টা করবা হাত ভেঙে দেব, জেল খাটতে হবে। দুই. একেবারে চুপ করে থাকবেন, দেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ইতিহাস নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না।

    তিন. আপনার যদি বাংলাদেশ পছন্দ না হয়, তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পেয়ারা পাকিস্তান।’

    তার কথাবার্তায় মনে হয় পুলিশি পোশাকে একজন উগ্র রাজনীতিবিদ। জনগণের রক্ত হিম হয়ে যাওয়া টেক্সের পয়সায় পরিচালিত পুলিশ কিভাবে এমন বক্তব্য দিতে পারে তা দেখে হতবাক দেশবাসী।
    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3
      ফ্রান্সে সবকিছুতে শ্বেতাঙ্গদের অগ্রাধিকার : ম্যাক্রো

      কথিত সভ্যতা-সংস্কৃতি, মানবতাবাদী ধর্মনিরপেক্ষদেশ ফ্রান্সে এবার ‘সব কিছুতে শ্বেতাঙ্গদের অগ্রাধিকার’। এমন বর্ণবাদী মন্তব্য করেছে দেশটির কুখ্যাত প্রেসিডেন্ট ম্যাক্রো।

      ফরাসি সাংবাদমাধ্যম লা এক্সপেসকে দেয়া একক্ষাৎকারে ম্যাক্রো বলেন, আফ্রিকা থেকে উঠে আসা একজন ব্যাক্তি বা একজন অভিবাসী ফ্রান্সে বসবাস করা নারী-পুরুষের চেয়ে শ্বেতাঙ্গরা খুব সহজেই বাসস্থান, চাকরি ও অন্যান্য নাগরিক সুবিধা পেয়ে থাকেন।

      শ্বেতাঙ্গ হওয়ার কারণেই তারা এ বাড়তি সুবিধাটি পাচ্ছেন। বিশ্বব্যাপী যখন বর্ণবৈষম্যের প্রতি তীব্র প্রতিবাদ আর নিন্দার ঝড়, এ সময় বর্ণবাদী এ মন্তব্য করে আবারও ফ্রান্সের আসল চেহারা প্রকাশ করেছে ইমানুয়েল ম্যাক্রো।

      এর আগেও সে ধর্ম অবমাননাকারী মন্তব্য করে বিশ্বব্যাপী ধিকৃত হয়েছিল। শার্লি হ্যাবদো নামে ইহুদিদের একটি ম্যাগাজিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অবমাননাকর ছবি আঁকার ঘটনাকে সে মতপ্রকাশের স্বাধীনতা বলেছিল।
      আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

      Comment


      • #4
        ইসরায়েলের সাথে সম্পর্ক: ইন্দোনেশিয়াকে কয়েকশো কোটি ডলার ঘুষ দিতে চায় আমেরিকা

        দখলদার ইসরায়েলর সাতে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ইন্দোনেশিয়াকে কয়েকশো কোটি ডলারের সহযোগিতার নামে ঘুষ দেয়ার প্রস্তাব দিয়েছে ক্রুসেডার আমেরিকা। ট্রাম্প যখন ক্ষমতা থেকে বিদায় নেয়ার শেষ মুহূর্তে দিনগুলো পার করছে, তখনও সে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছে। চাপ সৃষ্টি করছে, ইহুদিবাদী ইসরায়েলের সাতে সম্পর্ক স্বাভাবিক করতে বিভিন্ন মুসলিম দেশের উপর।

        আমেরিকা দীর্ঘদিন ধরে ইন্দোনেশিয়ার ওপর নানা চাপ সৃষ্টি এবং প্রলোভন দেয়া সত্বেও জাকার্তা এ ব্যাপারে অনীহা প্রদর্শন করে এসেছে।

        আমেরিকার ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন বা ডিএফসি গত সোমবার ঘোষণা করেছে যে, ইন্দোনেশিয়া যদি ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নেয় তা হলে তারা কয়েকশো কোটি ডলার পাবে। ডিএফসি হচ্ছে মার্কিন সরকারের একটি প্রতিষ্ঠান যারা বিদেশে অর্থ বিনিয়োগ করে থাকে। এ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডাম বোয়েলার পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের একটি হোটেলে এ ঘোষণা দেয়।

        সে বলেছে, “আমরা বিষয়টি নিয়ে ইন্দোনেশিয়ার সাথে কথা বলছি। যদি তারা প্রস্তুত হয় তাহলে আমরাও প্রস্তুত এবং আমরা তখন খুশি হব, এমনকি বর্তমানে আমরা যে অর্থনৈতিক সহযোগিতা করছি তার চেয়ে ইন্দোনেশিয়াকে আরো অনেক বেশি সহযোগিতা দেব।”

        অ্যাডাম বোয়েলার আরো জানায়, ডিএফসি যদি ইন্দোনেশিয়াকে ১০০ বা ২০০ কোটি ডলারও দেয় তাহলে সে বিস্মিত হবে না।

        গত সপ্তাহে ইসরায়েলি গণমাধ্যম দাবি করেছিল যে, তেল আবিবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিচ্ছে জাকার্তা। তবে ইন্দোনেশিয়ার সরকার ওই খবর নাকচ করে দিয়েছে।

        উল্লেখ্য যে, যে-সব মুসলিম দেশে আমেরিকা ইসরায়েলর সাথে সম্পর্ক করতে চাপ সৃষ্টি করছে। কিন্তু সেসব দেশের প্রধানরা সম্পর্ক করতে পারছেনা। কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানায়, মুসলিম দেশসমূহের নাগরিকদের ইহুদি বিরোধিতা ও ফিলিস্তিনের প্রতি গভীর টান। নতুবা এসব শাসকেরা ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে কালবিলম্বও করতো না।
        আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

        Comment


        • #5
          সীমান্তে নদী থেকে গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

          নিখোঁজের ৬ দিন পর ঠাকুরগাঁওয়ের বলিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তের নাগর নদী থেকে রমজান আলী (৩০) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

          মঙ্গলবার বিকালে বালিয়াডাঙ্গী থানা পুলিশ নদীর বালু চর থেকে তার লাশ উদ্ধার করে। বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেন।

          রমজান আলী রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের ভাতু মোহাম্মদের ছেলে।

          নিহতের স্ত্রী মসলেমা খাতুন ও মামা শ্বশুর আব্দুল মান্নান জানান, রমজান গত বুধবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে তার লাশ সীমান্ত নদীর বালু চরে দেখতে পায় স্থানীয়রা।
          আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

          Comment


          • #6
            এবার বাংলাদেশি নারীকে গুলি করে হত্যা করল সন্ত্রাসী বিএসএফ

            এবার সীমান্তে এক বাংলাদেশি এক নারীকে গুলি করেছে হত্যা করেছে ভারতীয় সীমান্তসন্ত্রাসী বাহিনী (বিএসএফ)। গত সোমবার দুপুরে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার পাকুড়িয়া বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকায় এ ঘটনা ঘটে।

            এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে বিএসএফের গুলিতে জাহিদুল ইসলাম নামের এক যুবক নিহত হন।
            আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

            Comment


            • #7
              নওগাঁয় মাদকসহ কলেজ ছাত্রলীগ সভাপতি আটক

              নেশা জাতীয় ৩৯টি অ্যাম্পল ইঞ্জেকশনসহ নওগাঁর ধামইরহাট উপজেলায় মাসুদুর রহমান ফারুক (২০) নামে এক কলেজ ছাত্রলীগের সভাপতিকে আটক করা হয়েছে।

              মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন গণমাধ্যমকে এ তথ্য জানায়।

              আটক ফারুক একই উপজেলার বীরগ্রামের আতোয়ার রহমান বিদ্যুতের ছেলে। সে ধামইরহাট সরকারি এমএম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি।

              তাকে সময় নেশা জাতীয় ৩৯টি অ্যাম্পল ইঞ্জেকশন ও একটি মোটরসাইকেলসহ ফারুককে আটক করা হয়।
              আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

              Comment


              • #8
                চারদিকে শুধুই ইসরায়েলি দখলদারিত্বের চিহ্ন

                জুহেইল রাজাবির টেলিভিশনে চলে না কোনো চলচ্চিত্র বা সংবাদ। ঘরে থাকা টেলিভিশনের বিশাল স্ক্রিনজুড়ে আছে শুধু দশটি নজরদারি ক্যামেরার দৃশ্য। নিজের ঘরে বসে পরিস্থিতি নজরে রাখাই যেন কাজ হয়ে দাঁড়িয়েছে আজকাল রাজাবির। পূর্ব জেরুজালেমের সিলওয়ানে বাস রাজাবির। সিলওয়ান শহর তার সাবেক সৌন্দর্য হারিয়েছে। এখন সেখানে শুধুই ইসরায়েলি দখলদারিত্বের চিহ্ন।

                বার্তা সংস্থা এএফপিকে ৪৯ বছর বয়সী রাজাবি বলেন, নিরাপত্তার জন্যই মূলত ওই নজরদারি ক্যামেরাগুলো কাজে লাগে।

                ইহুদি সেটেলাররা যাতে তাকে উত্ত্যক্ত করতে না পারে, আর কিছু করলেও তার প্রমাণ যেন থাকে তাই ওই ক্যামেরাগুলো বসানো হয়েছে। তিনি বলেন, ‘এই এক টুকরো কাগজ প্রমাণ করে যে, ১৯৬৬ সালে আমার বাবা এই জমিটি কিনেছিলেন। কিন্তু ইসরায়েলি আদালত এই প্রমাণ সম্পর্কে জানতে চায় না।’ তার হাতের কাগজটি মূলত জর্ডান কর্তৃপক্ষের ইস্যু করা। যখন জমিটি বিক্রি করা হয়েছিল তখন পূর্ব জেরুজালেম নিয়ন্ত্রণ করত জর্ডান। ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে জর্ডানের কাছ থেকে সেই নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল।

                গত পাঁচ বছর ধরে রাজাবি তার জমি নিয়ে আইনি লড়াইয়ের মধ্যে আছেন। তার আইনি লড়াই তিন ইসরায়েলি ইজহাক রালবাগ, আব্রাহাম শেফারম্যান ও মরডেকাই জারবিভের বিরুদ্ধে। এই তিন ইহুদি আবার রাব্বি মোসে বেনভেনিস্তি নামের একটি ট্রাস্টের হয়ে এই মামলায় লড়ছেন রাজাবির বিরুদ্ধে। বেনভেনিস্তি ট্রাস্ট দাবি করে যে, রাজাবির জমিটির মালিক আসলে তারা। এই দাবি প্রমাণে তারা ১৯ শতকে অটোমান সাম্রাজ্যের ইস্যু করা একটি দলিল উত্থাপন করে। ১৯২০ সালে ব্রিটিশদের সীমান্ত ব্যবস্থা চালু হওয়ার আগ পর্যন্ত পূর্ব জেরুজালেম ছিল অটোমানদের অধীনে।

                ট্রাস্টটির দাবি, রাজাবির জমিতে বাস করতেন এক ইয়েমেনি ইহুদি। ১৯২৯ এবং ১৯৩৬ সালের যুদ্ধে আরবদের হাতে উচ্ছেদ হয়েছিলেন ওই ইহুদি। ১৯৭০ সালে ইসরায়েল জমি অধিগ্রহণ প্রশ্নে একটি আইন পাস করে। ওই আইনের অধীনে ১৯৪৮ সালের আগে ও পরে হারানো সম্পত্তির মালিকানা দাবি করতে বলা হয় ইহুদিদের। ওই আইন বলেই ট্রাস্টটি রাজাবির জমির দখল চাইছে।

                আজ আবার আদালতে মুখোমুখি হবেন রাজাবি ও রালবাগ-শেফারম্যান। এমন এক স্থানে রাজাবির জমি যেখান থেকে আল আকসা ও সাউদার্ন ওল্ড সিটি ওয়াল দেখা যায়।

                রাজনৈতিকভাবে রাজাবির জায়গাটি খুব গুরুত্বপূর্ণ হওয়ায় এর দখল চাইছে ইসরায়েল। অথচ রাজাবি বলছেন, ১৯৬০ সাল থেকেই তারা ওই স্থানে বাস করছেন। ইসরায়েলি কর্র্তৃপক্ষ একাধিকবার অর্থ সেধেছে রাজাবিকে জমি বিক্রির জন্য। শুধু অর্থই নয়, ফিলিস্তিনের অন্য কোনো স্থানে বিলাসবহুল বাড়ি করে দেওয়ার প্রস্তাবও দেয় ইসরায়েল। কিন্তু কোনো প্রস্তাবই গ্রহণ করেননি রাজাবি।

                সিলওয়ানে রাজাবির এই ঘটনা খুব সাধারণ বিষয়। এমন অনেক জমিই দখল করতে চাইছে ইসরায়েল। কোথাও জোর খাটিয়ে, কোথাও আইনি প্যাঁচ খাটিয়ে চলছে জমি দখল। সেই দখলকৃত জমিতে সাধারণ ইসরায়েলিদের বসতি গড়ে দিচ্ছে তেলআবিব। ওই ইসরায়েলিদের আর্থিক ও সামাজিক নিরাপত্তার সব দায়িত্ব নিচ্ছে ইসরায়েলি প্রশাসন।
                আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

                Comment


                • #9
                  আল্লাহ তায়ালা আপনাদের কাজকে কবুল করুন
                  আমীন।
                  দাওয়াহ,ইদাদ ও জিহাদের মাধ্যমে ইসলামি খিলাফাহ কায়েম হবে ইনশাআল্লাহ।

                  Comment


                  • #10
                    Originally posted by Al-Firdaws News View Post
                    উলামায়ে কেরামের হাত ভেঙে দেওয়ার হুমকি দিল কুষ্টিয়ার পুলিশ সুপার

                    কুষ্টিয়ার কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে কুমারখালী নাগরিক পরিষদের ব্যানারে আয়োজিত এক সমাবেশে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত উলামায়ে কেরামের প্রতি নানা অশালীন বাক্য বলে তাঁদের হাত ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে।

                    সে বলেছে, মৌলবাদীদের এদেশে দরকার নেই। আমার বাবার জানাজা আমি নিজেই পড়াতে পারবো। আমি চারবার কুরআন খতম করেছি। নিয়মিত নামাজ পড়ি। সুতরাং দেশের সংবিধান মেনেই আপনাকে এদেশে থাকতে হবে।

                    সে উলামায়ে কেরামের প্রতি তাচ্ছিল্য করে বলেছে, মেধাহীনদেরকেই মাদ্রাসায় দেওয়া হয়। বিনা পয়সায় পড়ায় আর তাদের শুধু ব্রেইন উয়াশ করা হয়। তাঁরা আমাদের জমিনে থেকে আমাদের পয়সার খায়। রাস্তায় টেবিল বসিয়ে চাঁদা তুলে। কুরবানির চামড়া, টাকা পয়সা দান করে আমরা কি সৃষ্টি করছি।’

                    যদি সংবিধান না মানেন তাহলে আপনাদের জন্য তিনটি অপশন। ‘এক. উল্টাপাল্টা করবা হাত ভেঙে দেব, জেল খাটতে হবে। দুই. একেবারে চুপ করে থাকবেন, দেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ইতিহাস নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না।

                    তিন. আপনার যদি বাংলাদেশ পছন্দ না হয়, তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পেয়ারা পাকিস্তান।’

                    তার কথাবার্তায় মনে হয় পুলিশি পোশাকে একজন উগ্র রাজনীতিবিদ। জনগণের রক্ত হিম হয়ে যাওয়া টেক্সের পয়সায় পরিচালিত পুলিশ কিভাবে এমন বক্তব্য দিতে পারে তা দেখে হতবাক দেশবাসী।
                    আমি বাকরুদ্ধ!
                    শুধু জানতে ইচ্ছে করে- আর কবে আমাদের বোধদয় হবে?
                    আমরা কি শুধু শান্তিপূর্ণ সহবস্থান নীতিতেই চলবো?
                    নববী আদর্শের দিকে ফিরে আসার সময় কি এখনো হয়নি?
                    ইয়া রব্ব! আমাদের মাঝে আত্মমর্যাদাবোধ জাগিয়ে দিন...
                    “ধৈর্যশীল সতর্ক ব্যক্তিরাই লড়াইয়ের জন্য উপযুক্ত।”-শাইখ উসামা বিন লাদেন রহ.

                    Comment


                    • #11
                      আমি বাকরুদ্ধ!
                      শুধু জানতে ইচ্ছে করে- আর কবে আমাদের বোধদয় হবে?
                      আমরা কি শুধু শান্তিপূর্ণ সহবস্থান নীতিতেই চলবো?
                      নববী আদর্শের দিকে ফিরে আসার সময় কি এখনো হয়নি?
                      ইয়া রব্ব! আমাদের মাঝে আত্মমর্যাদাবোধ জাগিয়ে দিন...

                      জি মুহতারাম!
                      বিষয়টি কেন উম্মাহকে কাঁদায় না ৷
                      গোপনে আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকার মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা ৷

                      Comment


                      • #12
                        Originally posted by Munshi Abdur Rahman View Post
                        আমি বাকরুদ্ধ!
                        শুধু জানতে ইচ্ছে করে- আর কবে আমাদের বোধদয় হবে?
                        আমরা কি শুধু শান্তিপূর্ণ সহবস্থান নীতিতেই চলবো?
                        নববী আদর্শের দিকে ফিরে আসার সময় কি এখনো হয়নি?
                        ইয়া রব্ব! আমাদের মাঝে আত্মমর্যাদাবোধ জাগিয়ে দিন...
                        আমিন ছুম্মা আমিন।
                        আরে তাগুতের পা চাটা গোলাম তোর যে অবস্থা দুই চড়ে পরকালে পাড়ি দিবি তিন চড় তোর লাগবে না,
                        অতি শিগ্রই আমরা তোদের বক্ষ চিরে কলিজা টেনে ছিড়ে ফেলবো বিইজনিল্লাহ্।

                        Comment

                        Working...
                        X