Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ৩০ রবিউল আখির, ১৪৪৫ হিজরী।। ১৫ নভেম্বর, ২০২৩ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ৩০ রবিউল আখির, ১৪৪৫ হিজরী।। ১৫ নভেম্বর, ২০২৩ ঈসায়ী

    গাজার জাবালিয়ায় রাতভর ইসরায়েলি হামলা, নিহত ৩০



    ১৩ নভেম্বর জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা , ছবি: টাইম অফ গাজা (এক্স)।


    উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে চতুর্থ দফায় ভয়াবহ হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। অন্তত ১২ টি সমন্বিত বাড়ির একটি ব্লকে রাতভর তাণ্ডব চালায় ইসরায়েলি বাহিনী। এতে ধ্বংস্তুপে পরিণত হয় বাড়িগুলো এবং নিহত হয় অন্তত ৩০ জন বেসামরিক ফিলিস্তিনি।






    এছাড়াও দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় আরও ১০ জন নিহত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১১ হাজার ২৪০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শিশু নারীদের সংখ্যা ৭০ শতাংশেরও বেশি। সোমবার (১৩ নভেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

    প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি হামলায় গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা হাসপাতাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ হাসপাতালগুলো সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে স্বাস্থ্য মন্ত্রণালয় আহত ও মৃতের সংখ্যার আপডেট দিতে পারছে না।






    এছাড়াও গাজার খান ইউনিস শহরের পূর্বাঞ্চলে বেশ কিছু আবাসিক ভবনে ও একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।


    তথ্যসূত্র:
    ———-
    1. lsraeli warplanes commit another war crime in Gaza Strip by bombing a residential block comprising 12 houses in Jabalia, northern Gaza Strip.
    https://tinyurl.com/4atkupkh
    2. Israel-Hamas war live: More Palestinians killed as Israeli attacks continue
    https://tinyurl.com/3s4hv27r

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    গাজার আল-শিফা হাসপাতাল ঘেরাও, হাসপাতালের অভ্যন্তরে অভিযান চালাচ্ছে ইসরায়েল



    গাজার আল-শিফা হাসপাতাল, ফাইল ছবি।


    ফিলিস্তিনের উত্তর গাজার আল-শিফা হাসপাতালে অভিযান শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। আল-জাজিরাকে হাসপাতালের পরিচালক ডাঃ মুনির আল-বুরশ জানিয়েছেন যে, ইসরায়েলি বাহিনী বুধবার ভোরে (১৫ নভেম্বর) আল-শিফা হাসপাতালের বিভিন্ন কক্ষে তল্লাশি শুরু করেছে। এ অবস্থায় আল-শিফার ভিতরে অবস্থানরত রোগী, বাস্তুচ্যুত মানুষ এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

    এর আগে গতকাল থেকে হাসপাতালটি চারপাশ থেকে ঘেরাও করে ট্যাংক থেকে বোমা বর্ষণ এবং স্নাইপাররা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে গুলি করছে। ফলে হাসপাতালটিতে কেউ ঢুকতে বা সেখান থেকে বের হওয়া অসম্ভব হয়ে পড়েছে। এবং গত ৪৮ ঘণ্টায় কোনো লোকজন এবং কোনো ধরনের সাহায্য হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি। এর মধ্যে চারজন বের হতে গেলে তাঁদের পায়ে গুলি করা হয়। তাঁরা রক্তাক্ত অবস্থায় মাটিতে প্রায় দুই ঘণ্টা পড়ে ছিলেন।

    ইসরায়েলি অবরোধে বিদ্যুৎ ও জ্বালানির অভাবে সেখানে শিশুসহ একের পর এক রোগী মারা যাচ্ছেন। গতকাল থেকে হাসপাতালটির ৩২ রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল–কিদরা। হাসপাতালটিতে এখনো ৬৫০ রোগী ও হাসপাতাল প্রঙ্গনে অন্তত ৫ থেকে ৭ হাজার শরণার্থী রয়েছেন।



    https://twitter.com/AJA_Palestine/st...tfw%7Ctwcamp%5 Etweetembed%7Ctwterm%5E1724649239492338175%7Ctwgr% 5Ed23b164f574f8ab2e5af4f639b2646e3a04673ca%7Ctwcon %5Es1_c10&ref_url=https%3A%2F%2Falfirdaws.org%2F20 23%2F11%2F15%2F65203%2F



    আল–শিফা হাসপাতালের অবস্থা কতটা শোচনীয়, তার একটি নমুনা দিয়েছেন হাসপাতালটির প্রধান মোহাম্মদ আবু সালমিয়াহ। তিনি জানিয়েছেন, ইসরায়েলের ঘেরাওয়ের ফলে মারা যাওয়া ১৭৯ জনকে হাসপাতালটির চত্বরে গণকবর দিতে বাধ্য হয়েছেন তাঁরা। হাসপাতালে জ্বালানি শেষ হওয়ার পর মারা যাওয়া ৭ শিশু ও ২৯ রোগীকেও সেখানে কবর দেওয়া হয়েছে।

    দখলদার ইসরায়েল হাসপাতালটিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুজাহিদরা লুকিয়ে আছেন এবং সেখান থেকে গোপনে কার্যক্রম পরিচালনা করছেন বলে দাবি করেছিল। তবে সন্ত্রাসী ইসরায়েলের এই দাবি সম্পূর্ণ মিথ্যা উল্লেখ্য করে হামাস বলেছেন, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে গাজায় বর্বর গণহত্যাকে বৈধতা দিতেই হাসপাতালকে নিয়ে এই অপপ্রচার চালাচ্ছে।

    আল–জাজিরার খবরে বলা হয়, হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গাজী হামাদ বলেন, ‘ইসরায়েলের এই দাবি ‘মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার’। দখলকারী এই বাহিনীর নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারবে না। আমরা কখনো সাধারণ মানুষকে মানববর্ম হিসেবে ব্যবহার করিনি। কারণ, এটি আমাদের ধর্মের বিরোধী।’

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আশরাফ আল-কুদ্রা বলেন, হাসপাতালের নিরপেক্ষতা যাচাই করতে বারবার আন্তর্জাতিক সংস্থাগুলোকে আমন্ত্রণ জানানো হচ্ছে; কিন্তু কেউ সাড়া দেয়নি।

    উল্লেখ্য যে, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১১,৩০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ হাজার ১৩০ জন নারী ও ৪ হাজার ৬৩০ জন শিশু। আহত হয়েছেন অন্তত ৯ হাজার শিশু। এছাড়াও এখনো ধ্বংস্তুপের নীচে চাপা পড়ে আছে অনেক শিশু।


    তথ্যসূত্র:
    ———-
    1. Israel-Hamas war live: Israel raids Gaza’s al-Shifa Hospital
    https://tinyurl.com/yc3hnk2n



    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3
      ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৪ নভেম্বর, ২০২৩


      • ফিলিস্তিনের উত্তর গাজার আল-শিফা হাসপাতালে অভিযান শুরু করেছে সন্ত্রাসী দখলদার ইসরায়েলের সামরিক বাহিনী। হাসপাতালের পরিচালক ডা. মুনির আল-বুরশ আল-জাজিরাকে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বুধবার ভোরে (১৫ নভেম্বর) আল-শিফা হাসপাতালের বিভিন্ন কক্ষে তল্লাশি শুরু করেছে। এ অবস্থায় আল-শিফার ভিতরে অবস্থানরত রোগী, বাস্তুচ্যুত মানুষ এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

      • আল-শিফা হাসপাতালের এক ডাক্তার জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী হাসপাতালের চারপাশে অবিরাম গুলি ও বোমা হামলা চালিয়ে যাচ্ছে। হাসপাতালে অবস্থানরত রোগী এবং স্বাস্থ্যকর্মীদের জোরপূর্বক হাসপাতালের হল রুমে যেতে বাধ্য করছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালটি এখন মৃত্যু মুখে রয়েছে।

      • বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজায় জাতিসংঘের ট্রাকের জন্য জ্বালানি তেল সরবরাহের অনুমোদন দিয়েছে সন্ত্রাসী ইসরাইল। তবে, ইসরায়েল, জাতিসংঘ এবং হামাস কেউই এ বিষয়টি নিশ্চিত করেনি। যদি সত্য হয়, তাহলে এটিই হবে ৭ অক্টোবরের পর গাজায় প্রথম জ্বালানী সরবরাহ।

      • আল-শিফা হাসপাতালে লাইফ-সাপোর্ট ছাড়াই অপরিণত নবজাতক শিশুদের উষ্ণ রাখতে ফয়েল পেপারে মুড়িয়ে রাখা হচ্ছে। ফলে রোগীদের অন্যত্র সরিয়ে নেয়া জরুরী হয়ে পড়েছে। কিন্তু অবরোধ আর যুদ্ধের কারণে রোগীদের স্থানান্তর করা যাচ্ছে না।

      • এমএসএফ(MSF) বলেছে যে ১৫ জন চিকিৎসা কর্মীকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর এই এটিই গাজায় চিকিৎসা কর্মীদের প্রবেশের অনুমোদন। তবে, জাতিসংঘের প্রতিবেদন বলছে, ইতোমধ্যেই গাজার অর্ধেকেরও বেশি হাসপাতাল বন্ধ হয়ে গেছে।

      • ইসরায়েল বলেছে যে তারা আল-শাতি শরণার্থী শিবিরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। যুদ্ধের আগে এখানে অন্তত ৯০,০০০ এর বেশি বাসিন্দা ছিল।

      • অ্যামেরিকার ওয়াশিংটন ডিসিতে সন্ত্রাসী ইসরায়েলের সমর্থনে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছে। তারা গাজায় যুদ্ধ বিরতির বিরোধিতা করছে।

      • ইসরায়েল-লেবানন সীমান্তে পাল্টাপাল্টি যুদ্ধ অব্যাহত রয়েছে।

      • পশ্চিম তীরে সন্ত্রাসী ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। তুলকারেম শরণার্থী শিবিরে সন্ত্রাসী ইসরায়েলি অভিযানে অন্তত সাত ফিলিস্তিনি নিহত এবং পাঁচটি বাড়ি গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

      • সন্ত্রাসী ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১১,৪৫১ জন, যার মধ্যে ৪,৬৩০ শিশু ও ৩,১৩০ জন নারী। আহত হয়েছেন ৩১,৭০০ এরও বেশি ফিলিস্তিনি। দখলীকৃত পশ্চিম তীরে নিহতের সংখ্যা বেড়ে ১৯৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ২,৭০০ জন ফিলিস্তিনি। হাসপাতালগুলোতে সন্ত্রাসী ইসরায়েলের হামলা ও অপারেশনের কারণে যথাযথেভাবে এই সংখ্যা জানা এখন দুরূহ হয়ে পড়েছে।

      আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

      Comment


      • #4
        ইজরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য কাফের, তাগুত, গাদ্দার শাসক এবং মুনাফেকদের উপর নির্ভর করা যাবে না।এর জন্য আমরা নিজেরাই এর প্রস্তুতি নিতে হবে। কাপুরুষ ইহুদিরা, হামাসের সাথে না পেরে রুগীদের সাথে লড়াই করছে। এখানে ইহুদিদের কৌশল হল , ইহুদীরা চায় হামাস যেন ইহুদীদেরকে লক্ষ্য করে হাসপাতাল এবং শরনার্থী শিবিরের আশেপাশে আক্রমণ চালায়। এতে করে গাঁজার মধ্যে হাসপাতাল ও সাধারণ নাগরিকদের ওপর প্রতিটি বর্বরতাকে ইহুদীরা হামাসের উপর চাপিয়ে দিবে। তাই হামাসের জন্য করনীয় হল ইহুদীদের অন্যান্য স্থানে আক্রমণ করা তাহলে ইহুদীদের এইসব সৈন্যরা এই সকল শরনার্থী শিবির এবং হাসপাতাল ছেড়ে সেখানে যুদ্ধ করতে চলে যাবে।
        পৃথিবীর রঙ্গে রঙ্গিন না হয়ে পৃথিবীকে আখেরাতের রঙ্গে রাঙ্গাই।

        Comment


        • #5
          ইহুদিদের একটি চতুরতা হল তারা যে কোন সুপার পাওয়ার দেশের গুরুত্বপূর্ণ পদে সুকৌশলে প্রবেশ করে সেই শক্তিকে মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করে। তাই যেই কোন কৌশলে ইহুদিদের এমন প্লান নষ্ট করে দিতে হবে।
          পৃথিবীর রঙ্গে রঙ্গিন না হয়ে পৃথিবীকে আখেরাতের রঙ্গে রাঙ্গাই।

          Comment


          • #6
            আল্লাহ্‌ তাআলা অভিশপ্ত ইহুদিদের মূলসহ নিশ্চিহ্ন করে দিন, আমীন

            Comment

            Working...
            X