Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ০৫ জুমাদাল উলা , ১৪৪৫ হিজরী।। ২০ নভেম্বর, ২০২৩ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ০৫ জুমাদাল উলা , ১৪৪৫ হিজরী।। ২০ নভেম্বর, ২০২৩ ঈসায়ী

    গাজায় জাতিসংঘ পরিচালিত স্কুলে ভয়াবহ বোমা হামলা, নিহত ২০০

    গাজা উপত্যকায় আরও একটি স্কুলে গণহত্যা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে জাতিসংঘ পরিচালিত আল-ফাখুরা স্কুলে এ হামলাটি চালায় দখলদার বাহিনী, এতে অন্তত ২০০ জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা ও অন্যান্য স্থানীয় গণমাধ্যমগুলো।

    শনিবার (১৮ নভেম্বর) ভোরের এ হামলায় আহত হয়েছে আরও শতাধিক।

    আল-জাজিরা প্রতিনিধি তারেক আবু আজওম ঘটনাস্থল থেকে জানায়, ‘সবখানে শুধু লাশ, চিকিৎসা দলের কর্মীরা আহতদের সরানোর চেষ্টা করছেন।’ তিনি জানান, উত্তর গাজাজুড়ে দখলদার ইসরায়েলের ব্যাপক ধ্বংসযজ্ঞ থেকে প্রাণ বাঁচাতে এখানে ইন্দোনেশিয়ান হাসপাতালের কাছে এই স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন সাধারণ ফিলিস্তিনিরা। তাদের ধারণা ছিল এই হাসপাতালের কাছে হয়তো হামলা হবে না। তবে বর্বর ইসরায়েলি বাহিনীর ব্যপারে কোন ধারণাই এখন সীমার মধ্যে থাকছে না, সভ্যতা ও মানবতার সকল সীমা অতিক্রম করে সন্ত্রাসী ইসরায়েল হামলা চালাচ্ছে হাসপাতালে ও স্কুলে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনের মেঝেতে রক্তাক্ত মুসলিমদের লাশ পড়ে আছে।



    এর আগে গতকাল শুক্রবারের গাজা নগরীর দক্ষিণাঞ্চলীয় জেইতুন এলাকার আল ফালাহ বিদ্যালয়ে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। জানা যায়, ঐ হামলাতেও কমপক্ষে ২০ জন মুসলিম নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০০ জন।

    গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস অঞ্চলে আবাসিক একটি ভবনে সন্ত্রাসী ইসরায়েলের হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় একটি হাসপাতালের পরিচালক স্থানীয় সময় শনিবার (১৮ নভেম্বর) এ খবর জানিয়েছেন।
    Bereaved family members bid farewell to loved ones murdered in Israeli airstrikes carried out by US-manufactured fighter jets in Khan Yunis.#GazaGenocide pic.twitter.com/tVRapy3rt8

    — Quds News Network (@QudsNen) November 18, 2023



    গাজার আল-নুসিরাত শরণার্থী শিবিরেও বর্বরোচিত হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়। এছাড়াও আরও বেশ কিছু এলাকায় বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী।

    এ নিয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার) অন্তত ৩০০ ফিলিস্তিনিকে খুন করেছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। ফলে গাজায় নিহত মুসলিমদের সংখ্যা ১২,৩০০ ছাড়িয়েছে।




    তথ্যসূত্র:
    ————-
    1. Israel-Hamas war live
    https://tinyurl.com/mvu9jzhx
    2. BREAKING Over 300 Palestinians killed in Israeli attacks in last 24 hours, bringing death toll in Gaza to 12,300, including 5,000 children and 3,300 women, since Oct. 7
    https://tinyurl.com/bdfww45m



    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৯ নভেম্বর, ২০২৩



    • গাজায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। অব্যাহত রয়েছে ফিলিস্তিনিদের উত্তর গাজা ছেড়ে দক্ষিণ গাজায় স্থানান্তরিত হওয়ার ধারাবাহিকতা।

    • কয়েকজন ইসরায়েলি বন্দীর বিনিময়ে গাজায় পাঁচ দিনের যুদ্ধ বিরতির আলোচনা চলছে, তবে সন্ত্রাসী ইসরায়েল যুদ্ধ বিরতির নিয়ে আলোচনার কথা অস্বীকার করেছে।

    • ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল-শিফা হাসপাতাল থেকে কমপক্ষে ৩১টি প্রি-ম্যাচিউর (অপরিণত) শিশু দক্ষিণ গাজার তাল আল-সুলতান হাসপাতালে এসেছে। সোমবার চিকিৎসার জন্য তাদেরকে মিশরে পাঠানো হবে।

    • গাজার জেইতুন এলাকায় ইসরায়েলি হামলায় এক পরিবারের অন্তত ৪১ জন সদস্য নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত সদস্যের নামের একটি তালিকা প্রকাশ করেছে।

    • গাজায় আরও দুই সাংবাদিক নিহত হয়েছেন। আল-জাজিরা জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪৮ জন সাংবাদিক নিহত হয়েছে।

    • কোন তথ্য-প্রমাণ ছাড়াই ইসরায়েলি বাহিনী দাবি করছে যে, আল-শিফা হাসপাতালে তারা একটি টানেল খুঁজে পেয়েছে।

    • ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মুনির এল-বুরশ এক বিবৃতিতে হাসপাতালে ট্যানেল পাওয়ার ইসরায়েলি দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়েছেন, “আল-শিফা হাসপাতালে টানেলের পাওয়ার ইসরায়েলি দাবি পুরোপুরি মিথ্যা।”

    • লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ ও এর নাবিকদের আটক করেছে শিয়া হুথিরা। এই আটককে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে আমেরিকা। আমেরিকা আবার আন্তর্জাতিক আইনের অনেক বড় রক্ষক !

    • সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা লেবানন সীমান্তে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এ হামলায় কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি।

    • সন্ত্রাসী ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৩,০০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৫,৫০০ জন শিশু, ৩,৫০০ জন নারী। আহত হয়েছেন ৩০,০০০ এরও বেশি ফিলিস্তিনি। সেই সঙ্গে ধংস্তুপের নিচে চাপা পড়েছে ৬,০০০ ফিলিস্তিনি। এর মধ্যে ৪,০০০ নারী ও শিশু। ইসরায়েলি হামলায় গণহত্যার শিকার হয়েছেন ১,৩৩০ টি পরিবার।

    • দখলকৃত পশ্চিম তীরে নিহতের সংখ্যা বেড়ে ২০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ২,৭০০ জন ফিলিস্তিনি। এছাড়াও গ্রেফতার করা হয়েছে আড়াই হাজারেরও বেশি ফিলিস্তিনিকে। [১৯ নভেম্বর পর্যন্ত]



    তথ্যসূত্র:
    ————-
    1. A recap of the latest developments
    https://tinyurl.com/mteskac6
    2. An evening recap
    https://tinyurl.com/3dsnn5v9
    3. If you’re just joining us
    https://tinyurl.com/ms6mep3r


    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment

    Working...
    X