Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ০৬ জুমাদাল উলা , ১৪৪৫ হিজরী।। ২১ নভেম্বর, ২০২৩ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ০৬ জুমাদাল উলা , ১৪৪৫ হিজরী।। ২১ নভেম্বর, ২০২৩ ঈসায়ী

    ইসরায়েলি হামলায় এক পরিবারের ৪১ জন সদস্য নিহত


    ইসরায়েলি বিমান হামলায় গাজার একই পরিবারের অন্তত ৪১ জন সদস্য নিহত হয়েছেন। এ বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। মালাকা পরিবারের নিহত ৪১ সদস্যদের একটি তালিকাও প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর গাজার জেইতুন এলাকায় তাদেরকে হত্যা করা হয়। এ ঘটনা ছাড়াও ঐ দিন গাজার খান ইউনিস, মধ্য গাজা, আল-শিফা হাসপাতাল ও ইন্দোনেশিয়ান হাসপাতালে ব্যাপক হামলা চালিয়েছে আগ্রাসী ইসরায়েলি বাহিনী।

    উল্লেখ্য যে, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ১,৩৩০টি পরিবারের সদস্যরা গণহত্যার শিকার হয়েছেন।

    এদিকে ইসরায়েলের বর্বর হামলায় গাজায় নতুন করে আরও ৩০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৩,৩০০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে রয়েছে অন্তত ৫,৫০০ জন শিশু, ৩,৫০০ জন নারী। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে ৬,০০০ ফিলিস্তিনি।। আহত হয়েছেন অন্তত ৩২,৮৫০ জন ফিলিস্তিনি।


    তথ্যসূত্র:
    ————-
    1. Gaza authorities: Israeli strike killed 41 from one family; death toll reaches 13,000
    https://tinyurl.com/yx87368z
    2. Israel-Hamas war live
    https://tinyurl.com/mvu9jzhx
    3. 1,330 Palestinian families have been massacred.
    https://tinyurl.com/y8e6jyuf


    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    ইউপিতে পেট্রোল পাম্পে মুসলিম যুবকদের উপর বিজেপি নেতা কর্মীদের হামলা


    বিজেপি নেতাকর্মীদের হামলায় আহত রক্তাক্ত আরিফ; ছবি - দা অভজারভার পোস্ট



    উত্তরপ্রদেশের মইনপুরি জেলায় একটি পেট্রোল পাম্পে বিজেপি নেতাকর্মীরা মুসলিম যুবকদের উপর হামলা চালিয়েছে। গাড়িতে সিএনজি ভর্তি করার লাইন দেওয়া নিয়ে বিরোধের জের ধরে ১৯ নভেম্বর ২০২৩ এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা মুসলিম বিদ্বেষী সাম্প্রদায়িক স্লোগান দেয় এবং ঘটনার রেকর্ড করতে থাকা একজন প্রত্যক্ষদর্শীর মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

    দ্য ওয়্যারের একটি প্রতিবেদনে বলা হয়, মুসলিম যুবকরা তাদের গাড়িতে সিএনজি ভর্তি করার জন্য একটি সারিতে ছিলেন। তখন অন্য একটি গাড়ির মালিক এক বিজেপি নেতা তার গাড়িটি প্রথমে ভর্তি করার জন্য প্রবেশ করায়। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা খুব দ্রুতই সহিংস সংঘর্ষে রূপ নেয়।

    প্রতিবেদন থেকে জানা যায়, পেট্রোল পাম্পের মালিক এবং তার কর্মীরাও বিজেপি নেতা ও তার রক্ষীদের সাথে যোগ দেয়। লাঠি ও অস্ত্র নিয়ে মুসলিম যুবকদের উপর আক্রমণ চালাতে থাকে তারা। পাশাপাশি উগ্র হিন্দুত্ববাদী ‘জয় শ্রী রাম’ শ্লোগান দিতে থাকে তারা।
    পেট্রোল পাম্পের মালিক ঘটনাটি রেকর্ড করা একজন পথচারীর মোবাইল ফোনও ছিনিয়ে নিয়েছে।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, পুলিশ হেল্পলাইনে কল করা হলে, সেখান থেকেও কোন সাড়া পাওয়া যায়নি।

    আহতদের মধ্যে আসিফ নামের একজনের অবস্থা গুরুতর, তাকে আগ্রার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বন্ধু, ফাইজান খান ঘটনাটি সম্পর্কে টুইট করেছেন এবং আসিফের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে আসিফের মাথায় ব্যান্ডেজ করা ছিল।

    ঘটনার একটি ভিডিও ইউটিউবে আপলোড করেছে রবি কুমার নামের একজন প্রত্যক্ষদর্শী। ভিডিওটিতে দেখা যায়, বিজেপি নেতা-কর্মীরা ঐ মুসলিম যুবকদের মারধোর করছে; তারা মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ভিডিওটিতে হামলাকারীদের “মুসলিমদের হত্যা কর বলে চিৎকার করতে এবং উচ্চস্বরে হিন্দুত্ববাদী “জয় শ্রী রাম” শ্লোগান দিতেও দেখা গেছে।


    তথ্যসূত্র:
    ————-
    1. UP: BJP Leader and Associates Attack Muslim Youth at Mainpuri Petrol Pump
    https://tinyurl.com/397aynvx



    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3
      ভারত ইতিমধ্যেই হিন্দু রাষ্ট্র, নতুন করে প্রতিষ্ঠার প্রয়োজন নেই: আরএসএস নেতা হোসাবালে



      হিন্দুত্ববাদী নেতা-নেত্রী ও ধর্মগুরুরা এতদিন ভারতকে এমন একটি হিন্দু রাষ্ট্র বানানোর কথা বলে আসছে, যেখানে মুসলিমদের কোন অধিকার থাকবে না। এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবালে বলেছে, সংগঠনটি বিশ্বাস করে যে ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করার দরকার নেই, কারণে এটি সর্বদাই হিন্দু রাষ্ট্র ছিল।

      পিটিআই সূত্র জানিয়েছে, আরএসএস নেতা হোসবালে গুজরাটের কচ্ছ জেলার ভুজে সংঘের তিন দিনের সর্বভারতীয় কার্যনির্বাহী বোর্ড সভার শেষ দিনে মিডিয়ার সাথে এ কথা বলেছে।
      হোসাবালে বলেছে “ভারত ইতিমধ্যেই একটি হিন্দু রাষ্ট্র এবং ভবিষ্যতেও তা থাকবে। ডঃ হেডগেওয়ার (আরএসএস-এর প্রতিষ্ঠাতা) একবার বলেছিল যে, যতদিন এই দেশে একজন হিন্দু থাকবে এই দেশটি হিন্দু জাতি হবে। একটি জাতি হিসেবে ভারত ছিল ভারত আছে এবং ভারত হিন্দু রাষ্ট্রই থাকবে”।

      ভারত কবে হিন্দু জাতি হবে- এমন প্রশ্নের জবাবে সে এ কথা বলেছে।

      হোসাবালে আরও বলেছে, আরএসএস মিটিং চলাকালীন আমন্ত্রিত সদস্যরা সংগঠনের সম্প্রসারণ পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করেছে। কারণ সংঘ ২০২৫ সালে তার শতবর্ষ উদযাপনের আগে দেশের ৫৯,০৬০ টি মণ্ডলের সবকয়টিতে শাখা খোলার লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমানে, প্রায় ৩৮,০০০ মণ্ডলে আরএসএস-এর ৯৫,০০০-এরও বেশি শাখা রয়েছে।

      উল্লেখ্য, ৫ নভেম্বর বৈঠক শুরুর সময় ভগবত এবং সংঘের অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত ছিল। হোসাবালে জানায়, সারা দেশ থেকে ৩৫৭ আরএসএস নেতা এই বৈঠকে অংশ নিয়েছে।


      তথ্যসূত্র:
      ————-
      1. India Is Already Hindu Rashtra, No Need To Establish One: RSS Leader Dattatreya Hosabale ( Outlook )
      https://tinyurl.com/vpbmmhts


      আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

      Comment

      Working...
      X