Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ১৫ জুমাদাল উলা, ১৪৪৫ হিজরী।। ৩০ নভেম্বর, ২০২৩ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ১৫ জুমাদাল উলা, ১৪৪৫ হিজরী।। ৩০ নভেম্বর, ২০২৩ ঈসায়ী

    ‘মথুরা ও বারাণসীর মসজিদকে মন্দিরে রুপান্তর করুণ’: হিন্দু পরিষদ প্রধান


    অন্তরাষ্ট্রীয় হিন্দু পরিষদের (এএইচপি) প্রধান প্রবীণ তোগাড়িয়া মথুরা, অযোধ্যা এবং বারাণসীর ঐতিহাসিক মসজিদগুলোকে মন্দিরে রুপান্তর করার আহ্বান জানিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে৷ মুসলিম বিরোধী বক্তৃতার জন্য কুখ্যাত এই হিন্দুত্ববাদী নেতা গত ২৪ নভেম্বর শুক্রবার এই আহ্বান জানিয়েছে।

    অযোধ্যায় সম্প্রতি নির্মিত রাম মন্দিরের দিকে ইঙ্গিত করে সে বলেছে, “রামের আশীর্বাদে অযোধ্যায় মন্দির উঁচু হয়ে দাঁড়িয়েছে। এখন মথুরা এবং কাশীর সময় এসেছে।”

    তোগাড়িয়া শ্লোগান দিয়ে বলেছে, “অযোধ্যা মথুরা বিশ্বনাথ, তিনো লেঙ্গে এক সাথ।” (তিনটিই একসাথে নিব)।

    এর আগে গত ২২ নভেম্বর হরিয়ানার সোনিপতে তোগাড়িয়া দাবি করেছিল যে, মুসলিমরা নাকি পার্ক দখল করছে এবং হিন্দু ব্যবসায়িদের জন্য হুমকি তৈরি করছে। মুসলিম বিদ্বেষ ছড়াতে ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যা হুমকি হিসেবে প্রচার করছে সে।

    ভারতের সুপ্রিম কোর্ট ২০১৯ সালে একটি অন্যায় ও পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্তে বাবরি মসজিদের জমি হিন্দুদের দিয়ে দেয়, আর মুসলমানদের জন্য একটি পৃথক প্লট বরাদ্দ করে। রাম মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের দিকে হলেও, মসজিদের কাজ এখনও শুরু হয়নি।


    তথ্যসূত্র:
    ————-
    1. Replace Mosques with Temples in Mathura and Varanasi: Hindu Parishad Chief Pravin Togadia
    https://tinyurl.com/5n6w468x


    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    আমেরিকায় তিন ফিলিস্তিনি ছাত্রকে গুলি



    আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলীয় ভার্মন্ট অঙ্গরাজ্যে তিন ফিলিস্তিনি ছাত্রকে গুলি করা হয়েছে। বার্তা সংস্থা আল-জাজিরার খবরে বলা হয়েছে, ২৫ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় বার্লিংটন শহরের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে তাদেরকে গুলি করা হয়।

    গুলিবিদ্ধ শিক্ষার্থীরা হলেন- হিশাম আওয়ারতানি, তাহসিন আহমদ এবং কিন্নান আব্দুল হামিদ। গুরুতর আহত তিনজনই ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা ফ্রেন্ডস স্কুলের শিক্ষার্থী ছিল। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের তিনটি আলাদা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিল।

    আমেরিকান-আরব অ্যান্টি-ডিসক্রিমিনেশন কমিটি (এডিসি) জানিয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর এবং তারা নিবিড় পরিচর্যায় রয়েছেন। বাকি একজনের অবস্থা আপাতত স্থিতিশীল।

    বার্লিংটন পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় পিস্তল নিয়ে এক ব্যক্তি ওই তিন শিক্ষার্থীকে গুলি করেছে। তারপর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আর আহত শিক্ষার্থীদের স্বজনরা দাবি করছেন, বিদ্বেষের কারণে এ হামলার ঘটনা ঘটেছে। যথাযথ তদন্তের জন্য তারা পুলিশের প্রতি আহবান জানিয়েছে তারা।

    গত ৭ অক্টোবরের পর থেকে হামাস-ইসরায়েল রক্তক্ষয়ী যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে আরব বংশোদ্ভূত বা ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক ঘটনা বেড়েছে। এর আগে আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যে ৬ বছর বয়সী এক ফিলিস্তিনি মুসলিম শিশুকে ২৬ বার ছুরিকাঘাতে হত্যা করে এক বয়স্ক আমেরিকান ইহুদি।

    এডিসি বলছে, তারা তিনজনই ফিলিস্তিনি (আরব) বংশোদ্ভূত, আর এ কারণেই তাদের ওপর হামলা হয়েছে।




    তথ্যসূত্র:
    ————-
    1. Three Palestinian students shot in Vermont, US amid Israel-Hamas truce
    https://tinyurl.com/3s5545jx


    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3
      ফিলিস্তিনি মুজাহিদদের প্রতি মুক্তিপ্রাপ্ত এক ইসরায়েলি মায়ের আবেগঘন চিঠি



      যুদ্ধ বিরতির আওতায় আল কাসসাম ব্রিগেডের মুজাহিদদের কাছ থেকে যেসকল ইসরায়েলি জিম্মি মুক্তি পেয়েছে, তাদের কেউই এখন পর্যন্ত নির্যাতন কিংবা অসদাচরণের কোন অভিযোগ করেনি। বরং, হামাস মুজাহিদদের কাছে সম্মান ও উত্তম অবস্থায় থাকার কথা উল্লেখ্য করছে মুক্তিপ্রাপ্ত ইসরায়েলিরা।ইসরায়েল সরকার মুক্তিপ্রাপ্ত বন্দীদের মিডিয়ায় কথা বলতে দিচ্ছে না। তবে হামাসের কাছ থেকে বিদায় নেয়ার মুহূর্তে বেশিরভাগ জিম্মিকেই দেখা যায়, তারা হাসিমুখে বিদায় জানাচ্ছেন মুজাহিদদের।এরই মাঝে, মুজাহিদরা জিম্মিদের সাথে কেমন আচরণ করেছেন তার একটি উত্তম বর্ণনা দিয়েছেন সদ্য মুক্তি পাওয়া এক ইসরায়েলি মা।

      ইসরায়েলি ঐ মায়ের নাম ড্যানিয়েল এবং তার মেয়ের নাম এ্যামিলিয়া। উভয়েই ৫০ দিনের বেশি সময় কাসসাম ব্রিগেডের মুজাহিদদের কাছে আটক থাকার পর মুক্তি পেয়েছে। মুক্তির সময় সে আল-কাসসাম ব্রিগেডের সদস্যদের উদ্দেশ্যে একটি নোট বা চিঠি রেখে যায়। মুজাহিদরা সেই চিঠিটি প্রকাশ করেছেন। প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টারের তথ্যানুযায়ী, চিঠিটি লিখা হয়েছে হিব্রু ভাষায়।চিঠিতে ঐ ইসরায়েলি মা লিখেছে, “বিগত কয়েক সপ্তাহ যাদের সঙ্গে ছিলাম, সেই জেনারেলদের প্রতি। – আগামীকাল হয়তো আমরা আলাদা হয়ে যাব। তবে, আমার মেয়ে এ্যামিলিয়ার প্রতি আপনারা যে অনবদ্য মানবিকতা দেখিয়েছেন, তার জন্য আপনাদেরকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি।

      আপনারা তার সাথে পিতামাতার মতোই আচরণ করেছেন, যে কোন প্রয়োজনে আপনারা তাকে ঘরে আমন্ত্রণ জানিয়েছেন।”“আপনাদেরকে সে নিছক বন্ধু মনে করেনি, বরং সত্যিকার ও মহৎ হৃদয়ের প্রিয় মানুষ মনে করেছে। ধন্যবাদ, ধন্যবাদ, এবং আবারও ধন্যবাদ, তার সাথে আপনাদের অনেক বেশি সময় কাটানোর জন্য, তার প্রতি যত্নশীল ভূমিকা পালনের জন্য। ধন্যবাদ তার ব্যপারে ধৈর্যশীল হওয়ার জন্য, তাকে মিষ্টি আর ফলমূল দিয়ে খুশি করার জন্য, এবং অন্য সে সব কিছুর জন্যও- যেগুলো সেখানে সহজপ্রাপ্য ছিল না।”“শিশুরা আবদ্ধ থাকতে পছন্দ করে না।

      কিন্তু আপনাদেরকে ধন্যবাদ, এবং অন্যান্য দয়ার্দ্র ব্যক্তিদেরকেও ধন্যবাদ,কারণ আপনাদের জন্যই আমার মেয়ে নিজেকে গাজার রানীর মতো মনে করতো। আপনাদের কারণেই সে এমন অনুভব করতো যে, সেই হয়তো এই গোটা বিশ্বের কেন্দ্র। এই দীর্ঘ সফরে সাধারণ সৈন্য থেকে নেতাদের পর্যন্ত এমন কোন ব্যক্তিরই মুখোমুখি হইনি, যিনি এ্যামিলিয়ার সাথে দয়া, সহানুভূতি এবং ভালোবাসাপূর্ণ আচরণ করেননি।”

      “আমি আজীবন এই কৃতজ্ঞতাবোধের জিম্মি হয়ে থাকব যে, আমার মেয়ে কোন স্থায়ী মানসিক আঘাত নিয়ে এই জায়গা ছেড়ে যাচ্ছে না। নিজেরা কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে থাকা অবস্থাতেও এবং গাজায় ভয়াবহ সব ক্ষতির শিকার হতে থাকা সত্ত্বেও আপনারা তার প্রতি যে সদয় আচরণ করেছেন, আমরা তা সবসময় মনে রাখব। আমরা যদি এই দুনিয়াতে পরস্পরের দয়ালু বন্ধু হয়ে থাকতে পারতাম! আমি আপনাদের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করছি।”“আপনাদের এবং আপনাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি, তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।”
      ড্যানিয়েল ও এ্যামিলিয়া


      তথ্যসূত্র:
      ————-
      1. Al-Qassam Brigades released a handwritten letter from one of the captives addressed to the fighters and leaders of the brigades…
      https://tinyurl.com/3f7msc4s
      2. A thank you letter written to the Al-Qassam Brigades by Israeli hostage Danielle on behalf of herself and her daughter Emilia:
      https://tinyurl.com/m2tu3ue7
      আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

      Comment

      Working...
      X