Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ১৯ জুমাদাল উলা, ১৪৪৫ হিজরী।। ০৪ ডিসেম্বর, ২০২৩ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ১৯ জুমাদাল উলা, ১৪৪৫ হিজরী।। ০৪ ডিসেম্বর, ২০২৩ ঈসায়ী

    প্রত্যাবর্তনকৃত শরণার্থীদের সহায়তা প্রদান বিষয়ক আফগান হাই কমিশনের প্রতিবেদন (২রা ডিসেম্বর)



    আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান ও ইরান থেকে দেশগুলোর ইসলামবিরোধী সরকারের অমানবিক সিদ্ধান্তের কারণে আফগানিস্তানে ফিরতে বাধ্য হচ্ছেন শরণার্থীরা। বিভিন্ন পথ দিয়ে দেশে প্রবেশ করছেন তারা। ইমারতে ইসলামিয়া আফগানিস্তান এই শরণার্থীদের সাহায্য করার জন্য বেশ কয়েকটি কমিটি গঠন করেছেন। এই সকল কমিটি নিয়মিত আফগান শরণার্থীদের সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য নিয়মিত তদের কার্যক্রমের রিপোর্ট প্রকাশ করছেন।

    ২রা ডিসেম্বরের প্রকাশিত রিপোর্টটি তুলে ধরা হলো আল ফিরদাউসের পাঠকদের জন্য:
    তুরখাম (কল্পিত ডুরান্ড সীমান্ত)


    নিবন্ধন, অনুমোদন ও অভ্যর্থনা কমিটি:
    তুরখামে এই কমিটি নতুনভাবে আরও ২০১ পরিবারের নিবন্ধন করেছেন।

    অস্থায়ী আবাসন বিষয়ক কমিটি:
    উমারি ক্যাম্পে ২২টি তাবু এবং ৮টি টয়লেট নির্মাণ করা হয়েছে। ৮টি ট্যাংকার দিয়ে ১৩০টি ট্যাংকে পানি সরবরাহ করা হয়েছে।
    ৫০টি পরিবার বর্তমানে ক্যাম্পে অবস্থান করছেন। আর বাকি পরিবারগুলোকে তাদের নিজেদের এলাকায় পাঠানো হয়েছে।

    সেবা ও স্বাস্থ্য বিষয়ক কমিটি:
    সেবা কমিটি উমারি ক্যাম্পে ৬ হাজার শরণার্থীর মাঝে খাবার ও পানি বিতরণ করেছেন।
    বিভিন্ন সাহায্য সংস্থা ৩৫০টি কম্বল, ২৫০ প্যাক মিনারেল পানি, ৩০০ কম্বল, জুতা ও কোট, ২৫০ প্যাক খাদ্য সামগ্রী, এবং ১ লাখ ৩৫ হাজার লিটার পানি দিয়েছেন শরণার্থীদেরকে।
    সেবা কমিটির কর্মকর্তারা ৪৯১টি সিম কার্ড বিনামূল্যে শরণার্থীদের মাঝে বিতরণ করেছেন।

    তথ্য ও জনসচেতনতা বিষয়ক কমিটি:
    এই কমিটি উমারি ক্যাম্প ও কল্পিত ডুরান্ড লাইনের বিভিন্ন অংশে অবস্থান নেওয়া শরণার্থীদের নিয়ে সভা-সমাবেশের আয়োজন করেছেন। এর মাধ্যমে তারা শরণার্থীদেরকে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য শেয়ার করেছেন এবং সচেতনতা সৃষ্টির চেষ্টা চালিয়েছেন।
    ব্যক্তিগত সুবিধার জন্য শরণার্থী হিসেবে নিজেকে মিথ্যা পরিচয় না দেওয়ার ব্যাপারটিকে তারা গুরুত্বের সাথে আলোচনা করেছেন। যদি এই কাজে কেউ ধরা পড়ে, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
    ইওএম কার্যালয়ের সাথে সমন্বয় করে শরণার্থীদের মাঝে অভিবাসন সংক্রান্ত ডকুমেন্টও বিতরণ করেছেন এই কমিটি।

    অভিবাসীদের কর্মসংস্থান বিষয়ক কমিটি:
    তুরখামে এই কমিটি মোট ২৭৬ জন লোকের নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ১১ জন আছেন স্নাতক ডিগ্রিধারী, ৩ জন স্নাতকোত্তর ডিগ্রিধারী, ২ জন হাফেজ, ১৩৪ জন কর্মী এবং ১২৬ জন পেশাগত দক্ষতাসম্পন্ন ব্যক্তি।
    স্পিন বোল্ডাক (কল্পিত ডুরান্ড লাইন)


    নিবন্ধন, অনুমোদন ও অভ্যর্থনা কমিটি:
    স্পিন বলদাকে এই কমিটি ৯৯৪ সদস্যের ১৯২টি পরিবারের নিবন্ধন সম্পন্ন করেছে। এর মধ্যে ১২২টি পরিবারের ৬০১ জন সদস্যের দায়িত্ব আইওএম ও ডব্লিউএফবি এর অধীনে দেওয়া হয়েছে। আর ৩৯৩ সদস্যের ৭০টি পরিবারের দায়িত্ব দেওয়া হয়েছে ইউএনএইচসিআরের কাছে।
    এছাড়া, ৩৬ জন বন্দী এবং ৭ জন পরিবারহীন বাচ্চার নামও নিবন্ধন করেছে এই কমিটি।

    পরিবহন ও স্থানান্তর কমিটি:

    ৮৪০ সদস্যের ১২৬টি পরিবারকে স্পিন বলদাক ও কান্দাহার থেকে কাবুল ও কান্দাহার প্রদেশে স্থানান্তর করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ১ লাখ ৪৪ হাজার আফগানি দেওয়া হয়েছে।

    সেবা ও স্বাস্থ্য বিষয়ক কমিটি:
    এই কমিটি ৪৬০০ শরণার্থীর জন্য খাদ্য সরবরাহ করেছে এবং উমারি ও শেরানদাম ক্যাম্পে ৯০,০০০ লিটার পানির ব্যবস্থা।
    স্বাস্থ্য বিষয়ক দল ২৭৯ রোগীর চিকিৎসা দিয়েছে, ১,৯২৩ জন শরণার্থীকে ভ্যাকসিন দিয়েছে, ৮৮৭ জন লোকের স্বাস্থ্য পরীক্ষা করেছেন, এবং ৬টি ম্যালেরিয়া ও করোনা স্যাম্পল নিয়ে গেছেন।

    পাকতিয়া (কল্পিত ডুরান্ড লাইন)

    নিবন্ধন, অনুমোদন ও অভ্যর্থনা কমিটি:
    পাকতিয়া প্রদেশের দান্দ পাতাল জেলা দিয়ে দেশে প্রবেশ করেছেন আরও ৪ পরিবার। এই পরিবারগুলোর নিবন্ধন করা হয়েছে।

    অস্থায়ী আবাসন কমিটি:
    পাকতিয়ায় অস্থায়ী আবাসন কমিটি ৪টি পরিবারের জন্য আবাসনের ব্যবস্থা করেছেন। তাদের জন্য খাবার, পানীয় ও অন্যান্য সেবার ব্যবস্থা করেছেন সেবা ও স্বাস্থ্য বিষয়ক কমিটি।
    পাকতিকা (কল্পিত ডুরান্ড লাইন)


    নিবন্ধন, অনুমোদন ও অভ্যর্থনা কমিটি:
    আজ (২রা ডিসেম্বর) ডুরান্ড লাইনের আংগুর আদায় ১৫ সদস্যের ৩টি পরিবারের নিবন্ধন করা হয়েছে।

    পরিবহন ও স্থানান্তর কমিটি:

    ৩টি পরিবারকে আংগুর আদা থেকে শরণার্থী শিবিরে পাঠানো হয়েছে এবং পরে তাদের নিজ নিজ জেলা ও গ্রামে পাঠানো হয়েছে।

    অর্থ ব্যবস্থাপনা কমিটি:
    আংগুর আদার ৩টি পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন এই কমিটি। প্রতিটি পরিবারকে ১০ হাজার আফগানি দেওয়া হয়েছে।

    সেবা ও স্বাস্থ্য বিষয়ক কমিটি:
    আংগুর আদায় ৬৩ জন শরণার্থীকে চিকিৎসা দিয়েছে এই কমিটি। এছাড়া ৬ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, ১০০ জনের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া তাদের আবাসনের ব্যবস্থাসহ অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদির ব্যবস্থা করা হয়েছে।
    যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক কর্মকর্তারা ৬টি সিম কার্ডও বিতরণ করেছেন সেখানে।

    তথ্য ও জনসচেতনতা বিষয়ক কমিটি:
    এই কমিটি ফিরে আসা শরণার্থীদেরকে তাদের সন্তানের ভবিষ্যৎ ও শিক্ষা ব্যবস্থা নিয়ে তথ্য সরবরাহ করেছেন।
    নিমরুজ:


    নিবন্ধন, অনুমোদন ও অভ্যর্থনা কমিটি:
    সিল্ক রোড দিয়ে দেশে ফেরা ৬ পরিবারের ৩১ সদস্যের নিবন্ধন ও বায়োমেট্রিক করা হয়েছে।

    অস্থায়ী আবাসন কমিটি:
    শরণার্থীদের জন্য তৈরি অস্থায়ী শিবিরে ৬ পরিবারের ৩১ সদস্যের আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

    অর্থ ব্যবস্থাপনা কমিটি:
    নিমরুজে ৬ পরিবারকে ১০ হাজার আফগানি দিয়েছে এই কমিটি।

    সেবা ও স্বাস্থ্য বিষয়ক কমিটি:
    প্রয়োজনীয় সেবা দেওয়া হয়েছে শরণার্থীদের। ১০ সদস্যের ৩টি পরিবারকে খাবারের ব্যবস্থাও করে দিয়েছেন এই কমিটি।

    তথ্য ও জনসচেতনতা বিষয়ক কমিটি:
    স্বাস্থ্য ও জনসচেতনতা বিষয়ক সেবা ফিরে আসা শরণার্থীদের প্রদান করেছে এই কমিটি।
    হেরাত

    নিবন্ধন, অনুমোদন ও অভ্যর্থনা কমিটি:
    ২৫ জন সদস্যের ১৪টি পরিবারের তথ্য হেরাতের ইসলাম কালা বন্দরে আজ নিবন্ধন করা হয়েছে।



    অর্থ ব্যবস্থাপনা বিষয়ক কমিটি:
    হেরাতে ২টি পরিবারকে ১০ হাজার আফগানি দিয়েছে এই কমিটি।

    কাবুল

    পরিবহন ও স্থানান্তর কমিটি:
    ১৩৮ সদস্যের ২৬টি পরিবারকে কুন্দুজ ও বলখ প্রদেশে পাঠিয়েছেন কাবুলের পরিবহন ও স্থানান্তর কমিটি। পরিবারগুলোকে ১ লাখ ৮৭ হাজার আফগানি ধার হিসেবে দেওয়া হয়েছে।


    তথ্যসূত্র:
    ———–

    1. Daily report of high commission for facilitation of returning refugees
    https://tinyurl.com/3p6u7p6a


    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    সহপাঠীকে হিন্দু শিক্ষার্থীদের র‌্যাগিং, বাঁচাতে গিয়ে মুসলিম যুবক আহত


    ভারতের পশ্চিম বাংলার হলদিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজি কলেজের মুসলিম ছাত্রকে র‍্যাগিং থেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন নাসিম পাহলওয়ান নামে আরেক মুসলিম ছাত্র। বর্তমানে তিনি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    জানা যায়, নাসিম পাহলওয়ান হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের শেষ বর্ষের ছাত্র। উক্ত কলেজের ১ম বর্ষের ছাত্র শেখ আফতাব হোসেন। সম্প্রতি তিনি কলেজটিতে ভর্তি হয়েছেন। একেতো নতুন ছাত্র, তার উপরে আবার মুসলিম, এই সুযোগে ঐ কলেজেরই তৃতীয় ও চতুর্থ বর্ষের কয়েকজন সিনিয়র হিন্দু ছাত্র তাকে হয়রানি করে আসছিল। তারা শেখ আফতাব হোসেনকে তাদের এসাইনমেন্ট তৈরি করে দেয়ার জন্য চাপ দিচ্ছিল।

    এবিষয়ে শেখ আফতাব বলেন, “তারা আমাকে তাদের এসাইন্টমেন্ট করে দেওয়ার জন্য চাপ দিয়েছিল। আমি কেন আমার নিজের লেখাপড়ার ক্ষতি করে তাদের কাজ করে দিব! তাদের অযৌক্তিক অনুরোধ মেনে নিতে অস্বীকার করায় তৃতীয় এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আমাকে হুমকি দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের র‌্যাগিং করতে থাকে।

    এ ঘটনায় শেখ আফতাব হোসেন কলেজের সিনিয়র মুসলিম ছাত্র নাসিম পাহলওয়ানকে নিজের হতাশার কথা ব্যক্ত করে প্রতিকার কামনা করেন। নাসিম তখন অন্যায় এই র‍্যাগিং বন্ধের চেষ্টা করতে গেলে নিজেই হিন্দু ছাত্রদের টার্গেটে পরিণত হন। হিন্দু ছাত্ররা তাকে ক্রিকেট ব্যাট দিয়ে বেদম মারধর করে। ফলে তার হাত ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে।

    ঘটনার বিষয়ে নাসিমের বাবা সৈয়দ পাহলওয়ান বলেন, আমরা অভিযুক্তদের বিচার দাবি করছি। কলেজ কর্তৃপক্ষের উচিত শিক্ষার্থীদের র‌্যাগিং-এর ঘটনা থেকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা।




    তথ্যসূত্র:
    ————-
    1. WB: Muslim Student Nasim Attacked While Stopping Ragging in Haldia
    https://tinyurl.com/ycywedm4


    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3
      ইসরায়েলকে ভয়ংকর বিধ্বংসী ‘বাঙ্কার বাস্টার’ বোমা দিয়েছে আমেরিকা


      ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যবহারের জন্য দখলদার ইসরায়েলকে ১০০টি বাংকারবিধ্বংসী বোমা দিয়েছে আমেরিকা। পাশাপাশি আরও বিভিন্ন ধরনের গোলাবারুদ ইসরায়েলি বাহিনীর হাতে তুলে দিয়েছে জায়নবাদের প্রধান পৃষ্ঠপোষক এই কথিত বিশ্বমোড়ল। আমেরিকার একাধিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে আমেরিকান সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

      বিএলইউ-১০৯ নামের এই ‘বাঙ্কার বাস্টার’ বোমাগুলো শক্ত কাঠামো ধ্বংস করতে সক্ষম। নাম না প্রকাশের শর্তে মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এ ধরনের ১০০টি বোমা দিয়েছে। বিশ্বজুড়ে সন্ত্রাস কায়েমের অংশ হিসেবে এসব বোমা এর আগে আফগানিস্তানে ব্যবহার করেছিল আমেরিকান সেনারা।

      ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় হামলার জন্য আমেরিকা ইসরায়েলকে ১৫ হাজার বোমা এবং ১৫৫ মিলিমিটারের ৫৭ হাজার শেল পাঠিয়েছে। যেগুলো সি-১৭ মিলিটারি কার্গো বিমানে করে ইসরায়েলে পৌঁছে দিয়েছে আমেরিকা।

      ইসরায়েলে পাঠানো ১৫ হাজার বোমার মধ্যে রয়েছে ৫ হাজার এমকে ৮২ বোমা, ৫ হাজার ৪০০ এমকে ৮৪ বোমা, প্রায় এক হাজার জিবিউ-৩৯ স্মল-ডায়ামিটার বোমা এবং প্রায় তিন হাজার জেডিএএমস।

      ওয়াশিংটন পোস্ট বলছে, আমেরিকার পাঠানো বোমা দিয়ে গাজায় সবচেয়ে রক্তক্ষয়ী হামলাগুলো চালানো হয়েছে। এর মধ্যে অন্যতম হলো জাবালিয়া শরণার্থী ক্যাম্পের একটি ভবনে ভয়াবহ হামলা। ওই হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়, আহত হয় আরও কয়েক শত ফিলিস্তিনি।

      একদিকে আমেরিকা গাজার বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য ইসরায়েলকে লোক দেখানো তাগিদ দিচ্ছে, আবার তারাই গাজায় নিরীহ ফিলিস্তিনিদের হত্যার জন্য ইসরায়েলকে ভয়ংকর বিধ্বংসী সব বোমা সরবরাহ করছে! বিশ্ববাসী ও গাজার অসহায় মুসলিমদের সাথে এটি আমেরিকার নির্লজ্জ প্রতারণা বৈ কিছু নয়।




      তথ্যসূত্র:
      ————-
      1. US sends ‘bunker buster’ bombs to Israel for war on Gaza, report says
      https://tinyurl.com/njfuhjum
      2. U.S. Sends Israel 2,000-Pound Bunker Buster Bombs for Gaza War
      https://tinyurl.com/5n7srjy8


      আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

      Comment


      • #4
        একদিকে আমেরিকা গাজার বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য ইসরায়েলকে লোক দেখানো তাগিদ দিচ্ছে, আবার তারাই গাজায় নিরীহ ফিলিস্তিনিদের হত্যার জন্য ইসরায়েলকে ভয়ংকর বিধ্বংসী সব বোমা সরবরাহ করছে! বিশ্ববাসী ও গাজার অসহায় মুসলিমদের সাথে এটি আমেরিকার নির্লজ্জ প্রতারণা বৈ কিছু নয়।
        সারাবিশ্ব জুড়ে আজ যা যা ঘটছে, তা নির্বোধদেরও বোধবুদ্ধি জাগিয়ে দেয়ার কথা। আমেরিকার ইসলামের বিরুদ্ধে শত্রুতা প্রকাশ্যে চলে আসার পরও আমেরিকাকে মানবতার পক্ষের শক্তি বলে দাবী করে প্রচারণা চালাতে এদেশে কাউকে কাউকে দেখা যায়। আল্লাহ্‌ তাআলা এদের বোধবুদ্ধি দান করুন, আমীন।

        Comment

        Working...
        X