Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ০৪ জুমাদাল আখিরাহ, ১৪৪৫ হিজরী।। ১৮ ডিসেম্বর, ২০২৩ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ০৪ জুমাদাল আখিরাহ, ১৪৪৫ হিজরী।। ১৮ ডিসেম্বর, ২০২৩ ঈসায়ী

    গাজায় অভিযানে নিজেদের ৩ জিম্মিকে ‘ভুলবশত’ হত্যা করেছে ইসরায়েলি বাহিনী




    নিহত তিন ইসরায়েলি জিম্মি। ছবি: সংগৃহীত


    গাজায় অভিযান চালানোর সময় ভুল করে তিন ইসরায়েলি জিম্মিকে হত্যা করার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানায়, ফিলিস্তিনি মুজাহিদদের হাতে জিম্মি থাকা ওই তিনজনকে দূর থেকে হুমকি ভেবে সেনারা গুলি চালায়, এতে ঘটনাস্থলেই তারা মারা যায় ঐ জিম্মিরা।

    গত ১৫ ডিসেম্বরের এ ঘটনার প্রেক্ষিতে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, ঘটনাটি ‘সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে’ তদন্ত করা হবে।

    তবে এব্যাপারে হামাস মুজাহিদদের পক্ষ থেকে এখনো কিছু নিশ্চিত করা হয়নি।

    তাছাড়াও, হানিবল ডিরেক্টিভের অংশ হিসেবে ইসরায়েল নিজেদের লোকদের ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে কি না, তা নিয়েও যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। কেননা ইতিপূর্বে তারা বহুবার এমন নিকৃষ্ট কাজের উদাহরণ রেখেছে।

    সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী দাবি করে আসছিল যে, তারা গাজা থেকে সব ইসরায়েলি জিম্মিকে উদ্ধার ও হামাসকে নির্মূল করার লক্ষ্যে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। অথচ এখন তাদের নিজেদের হাতেই জিম্মিরা নিহত হচ্ছে।


    তথ্যসূত্র:
    1. Israeli army says it mistakenly killed three captives held in Gaza
    https://tinyurl.com/4p2ks3fa
    2. Israeli soldiers recite Jewish prayers, Hannukah songs inside Jenin mosque
    https://tinyurl.com/f5j38wjm

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

  • #2
    পশ্চিম তীরের জেনিনে মসজিদ অবমাননা সন্ত্রাসী ইহুদি সেনাদের


    দখলীকৃত পশ্চিম তীরের জেনিনে একটি উদ্বাস্তু শিবিরে অভিযান চালানোর সময় ইসরাইলি সেনারা একটি মসজিদে অনুপ্রবেশ করে মাইকে ইহুদিদের ধর্মীয় সংগীত গেয়ে মসজিদের অবমাননা করেছে। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মসজিদের লাউড স্পিকারে ওই ইসরায়েলি সেনা ইহুদিদের ধর্মীয় সংগীত ‘হানুক্কা’ গেয়েছে।






    সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজগুলোতে দেখা গেছে, ইহুদিদের উৎসব সম্পর্কিত এই ‘হানুক্কা’ গান গাওয়ার সময় ভিডিওধারণকারী ব্যক্তি হাসছে; সে নিজেও গান গাইছিল তখন।
    অন্য একটি ভিডিও ক্লিপে মসজিদের ভেতরে সৈন্যদেরকে মাইক্রোফোনে ইহুদি প্রার্থনা পাঠ করতেও দেখা যায়।

    উল্লেখ্য, গাজায় চলমান আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ১৬৭টি মসজিদ ধ্বংস কররে দিয়েছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। গত ১২ ডিসেম্বর জাবালিয়া শরণার্থী শিবিরের আল মিম্বার মসজিদেও হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল।


    তথ্যসূত্র:
    1. Israeli army says it mistakenly killed three captives held in Gaza
    https://tinyurl.com/4p2ks3fa
    2. Israeli soldiers recite Jewish prayers, Hannukah songs inside Jenin mosque
    https://tinyurl.com/f5j38wjm
    3. Israel-Gaza war in maps and charts: Live tracker
    https://tinyurl.com/42cfrpxs
    4. Israeli soldiers invade a Mosque in Jenin and sing Talmudic songs from the mosque’s pulpit.
    https://tinyurl.com/4ajczct9

    আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

    Comment


    • #3
      ফিলিস্তিনের সমর্থনে কাবুলে বিশাল জনসমাবেশ



      আফগানিস্তানে বিশাল সংখ্যক মানুষ ফিলিস্তিনের সমর্থনে এবং গাজায় সন্ত্রাসী ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে একটি বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। সমাবেশে যোগদানকারীরা অনতিবিলম্বে গাজায় সন্ত্রাসী ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি এবিষয়ে ইসলামি দেশগুলোর নীরবতারও সমালোচনা করেন। গত ১৫ ডিসেম্বর শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

      সমাবেশে অংশ নেওয়া মুহাম্মাদ মুহসিন নামের একজন বলেন, “(ফিলিস্তিনে) নিরীহ মানুষের উপর যে বর্বরতা চালানো হচ্ছে, তা অগ্রহণযোগ্য। আমরা শক্ত ভাষায় এই বর্বরতার নিন্দা জানাই।”

      মুহাম্মাদ শায়ান নামের একজন বিক্ষোভকারী বলেন, “গাজায় তারা আগুন জ্বালিয়েছে। গাজার মানুষদেরকে তারা আঘাত করেছে। মানবাধিকার কোথায়? গাজা মুক্ত করতে আমাদেরকে হাতে হাত রাখা উচিত।”

      সাবরুল্লাহ নামে আরেকজন বলেন, “গাজায় যা ঘটছে, তা অপরাধ। সেখানে কোনো পানি নেই, সাধারণ মানুষের উপর বোমাবর্ষণ চলছে। আমরা এটিকে একটি আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিবেচনা করি।”

      সমাবেশে যোগদানকারীরা একটি রেজুলিউশন পাঠ করেন। সেখানে তারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের কথা জানান। ফিলিস্তিনিদের কাছে মানবিক সাহায্য পাঠানো ও গাজায় চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামি দেশগুলোর কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টিও তারা বিশেষভাবে উল্লেখ করেন।

      উল্লেখ্য, ৭ই অক্টোবর থেকে এখন পর্যন্ত সন্ত্রাসী ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ১৮,৮৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিম তীরে নিহত হয়েছেন প্রায় ১২০০ জন ফিলিস্তিনি।



      তথ্যসূত্র:
      1. Major Rally Held in Kabul in Support for Palestine
      https://tinyurl.com/5dhpnmpp


      আপনাদের নেক দোয়ায় আমাদের ভুলবেন না। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: alfirdaws.org

      Comment

      Working...
      X