Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ১২ রজব, ১৪৪৫ হিজরী।। ২৫ জানুয়ারি, ২০২৪ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ১২ রজব, ১৪৪৫ হিজরী।। ২৫ জানুয়ারি, ২০২৪ ঈসায়ী

    দোষ হিন্দু প্যাসেঞ্জারের, মারধোর মুসলিম অটো চালককে


    গত ১৪ই জানুয়ারি গুজরাটের আহমেদাবাদ জেলার গুপ্ত নগর এলাকায় আহমেদ হুসাইন শেখ (২৪) নামের এক মুসলিম অটো চালককে বেধড়ক মারধর করেছে একদল উগ্র হিন্দুত্ববাদী।

    গত রোববার রাত সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো অটো চালাচ্ছিলেন আহমেদ। অটোর পেছনের সিটে ছিলো দুজন নারী যাত্রী এবং তার পাশেই ছিলো অপর আরেক যাত্রী। ঘটনাক্রমে আহমেদের পাশে বসা সেই হিন্দু যাত্রীটি তার মুখ থেকে তামাক নিক্ষেপ করে এবং সেটি গিয়ে অটোর পেছনে দাঁড়িয়ে থাকা এক উগ্র হিন্দুত্ববাদীর গায়ে গিয়ে পড়ে।

    এরপর সেই হিন্দুত্ববাদীরা আহমেদকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করতে থাকে। ঘটনাস্থলে উপস্থিত হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কয়েক সন্ত্রাসীও আহমেদকে মারার কাজে যোগ দেয়।

    সেসময় উক্ত হিন্দু যাত্রীটি বারবার বলতে থাকে যে চালকের কোনো দোষ নেই, বরং দোষটি তারই এবং ইচ্ছাকৃতভাবে সে এই কাজটি করেনি। কিন্তু উগ্র হিন্দুত্ববাদীরা তার কথায় কোনো কর্ণপাত করেনি, বরং তাকে চলে যেতে দেয়।

    একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আহমেদকে বাঁচাতে সেখানে কেউই এগিয়ে যায়নি। পরে এগিয়ে আসেন রশিদ খান পাঠান নামের একজন পথচারী। রশিদ আহমেদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

    আহমেদ গুরুতরভাবে আহত। তার চোখ এবং মাথায়ও প্রচণ্ড আঘাত করেছে হিন্দুত্ববাদীরা। মাথায় বার বার আঘাত করার কারণে তিনি এখনও মাথায় ব্যথা অনুভব করছেন।

    অভিযোগ দায়ের করতে থানায় ফোন করলেও সেখান থেকে কোনো সাড়া পাননি রশিদ। এমনকি আহমেদের বড় ভাই কাসিম থানায় গেলেও তাকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে হয়রান করা হয়।


    তথ্যসূত্র:

    1. Ahmedabad: Muslim auto driver assaulted by Hindutva men over his Hindu passenger’s ‘mistake’
    http://tinyurl.com/yck4xfvu
    2. A #Muslim Auto driver was brutally beaten by a group of #Hindu nationalists in the #Vasna
    https://twitter.com/HateDetectors/st...51664603840942

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org
Working...
X