Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ১৬ রজব, ১৪৪৫ হিজরী।। ২৯ জানুয়ারি, ২০২৪ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ১৬ রজব, ১৪৪৫ হিজরী।। ২৯ জানুয়ারি, ২০২৪ ঈসায়ী

    বিতর্কিত রাম মন্দির নিয়ে মন্তব্য করায় গ্রেপ্তার এক কাশ্মীরি ছাত্র


    গত ২৬ জানুয়ারী রাজস্থানের মেওয়ার বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে অধ্যায়নরত এক কাশ্মীরি মুসলিম ছাত্রকে ‘মত প্রকাশের অপরাধে’ গ্রেপ্তার করেছে ভারতের হিন্দুত্ববাদী প্রশাসন। উক্ত ছাত্রটির নাম সোহরাব কাইয়ুম। তিনি কাশ্মীরের পুঞ্চ এলাকায় বসবাস করেন।

    মূলত মুঘল আমলের ঐতিহ্যবাহী বাবরী মসজিদের জায়গায় বিতর্কিত ‘রাম মন্দিরের’ নির্মাণ নিয়ে সোহরাব কাইয়ুম মন্তব্য করেন। এরই জের ধরে সোহরাবের বিরুদ্ধে রাজস্থানের হিন্দুত্ববাদী প্রশাসন ভারতীয় দণ্ডবিধির ইউ/এস ১৫১, ১৫৩এ, ২৯৫এ এবং ৫০৫ সহ বিভিন্ন ধারায় এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দায়ের করে।

    উক্ত ধারাগুলির মধ্যে কোন একটি গোষ্ঠীর ছত্রভঙ্গ করার আদেশ অমান্য করা, বিভিন্ন সম্প্রদায়ের মাঝে শত্রুতা প্রচার করা, ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এবং বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মাঝে সহিংসতা বা অপরাধ উস্কে দেওয়ার উদ্দেশ্যে বিবৃতি দেওয়া সম্পর্কিত অপরাধসমূহ অন্তর্ভুক্ত রয়েছে।

    তথ্যসূত্রঃ
    1. JK Student Arrested in Rajasthan- http://tinyurl.com/2p9zstjr
    2. JK student arrested in Rajasthan for comments on Babri Masjid, Ram temple- http://tinyurl.com/h7tedf8u

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    উত্তর প্রদেশে মুঘল আমলের মসজিদে হিন্দুত্ববাদীদের হামলা



    গত ২২ জানুয়ারী অন্যায়ভাবে ভেঙ্গে ফেলা মুঘল আমলের ঐতিহ্যবাহী বাবরী মসজিদের জায়গায় ‘রাম মন্দিরের’ অভিষেক অনুষ্ঠান পালিত হবার পর এবার আরও একটি মুঘল আমলের মসজিদে হামলা চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের আগ্রা জেলার তাজগঞ্জ থানার বিলোচপুরা এলাকায়।

    ‘দিওয়ান জি কি বেগম শাহী মসজিদ’ নামের সেই মসজিদের খাদেম জহির উদ্দিন উক্ত ঘটনার পর থানায় একটি অভিযোগ দায়ের করেন। দায়ের করা অভিযোগে তিনি উল্লেখ করেন যে, “২২ জানুয়ারি বিকেল সাড়ে তিনটে নাগাদ প্রায় এক থেকে দেড় হাজার লোক ‘লাঠিসোটা’ নিয়ে জোর করে মসজিদে ঢুকে পড়ে। এসময় তারা মসজিদে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে। এছাড়া মসজিদের মিনার, দেয়াল ও অভ্যন্তরে গেরুয়া পতাকা উত্তোলনসহ ব্যাপক ভাঙচুরও চালায়।”

    তারা ধর্মীয় স্লোগান (জয় শ্রী রাম) দেবার পাশাপাশি মসজিদের ভেতরে থাকা লোকজনকে হুমকিও দেয় বলে অভিযোগ জহির উদ্দিনের।

    তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে গেরুয়া পতাকা হাতে মসজিদের দেয়ালের ওপর চলাচল করতে দেখা যায় উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের। অপর আরেক ভিডিওতে বেশ কিছু সন্ত্রাসীদের মসজিদের ভেতরেও ঢুকতে দেখা যায়।

    শেষ খবর পাওয়া পর্যন্ত উক্ত ঘটনার জেরে মোট ১১ জন হিন্দুত্ববাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


    তথ্যসূত্রঃ

    1. Hoisted saffron flags atop Mughal-era mosque in Agra during Ram temple ceremony, 11 arrested- http://tinyurl.com/sru4bdnx
    2. The #UPPolice have arrested 11 persons for hoisting #SaffronFlag’s atop and inside a Mughal-era mosque- http://tinyurl.com/294uuheb
    3. Location: Agra, Uttar Pradesh, date 22 january-
    http://tinyurl.com/bdh2zhuh

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      হিন্দুত্ববাদিদের উপর আল্লাহর লানত
      আল্লাহ্‌ তাআলা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার তাওফিক দিন, আমীন

      Comment

      Working...
      X