অবৈধভাবে মসজিদ-মাদ্রাসা ধ্বংস, ৬ মুসলিমকে হত্যা, যা হচ্ছে উত্তরাখণ্ডে
ঘটনার শুরু গত বৃহস্পতিবার থেকে। সেদিন ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার হালদওয়ানি শহরের বানভুলপুরা এলাকায় হিন্দুত্ববাদী প্রশাসন মুসলিমদের মসজিদ ও মসজিদ সংলগ্ন মাদ্রাসা বুলডোজার দিয়ে ধ্বংস করে দেয়।
উক্ত ঘটনার পর স্থানীয় মুসলিমরা এর প্রতিবাদ করলে হিন্দুত্ববাদী প্রশাসন এর বিপরীতে গুলি চালায়। যার ফলে ৬ জন মুসলিম প্রাণ হারান।
হিন্দুত্ববাদীদের বক্তব্য
এ বিষয়ে নৈনিতালের জেলা ম্যাজিস্ট্রেট বন্দনা সিং এর বলেছে, “এটি কোন সাম্প্রদায়িক দাঙ্গা নয় এবং এভাবে যেন বিষয়টি না দেখা হয়। বরং ঘটনাটি ‘ধর্মীয় স্থান হিসেবে নিবন্ধিত নয় বা এ জাতীয় কোন স্বীকৃতিও সরকার দেয়নি’ এমন একটি স্থাপনা ভেঙে ফেলার সরকারী অভিযানের সাথে যুক্ত।” সে আরও বলে, “কেউ কেউ এই স্থাপনাকে মাদ্রাসা বলে।”
স্থানীয়দের বক্তব্য
এ বিষয়ে স্থানীয়দের ভাষ্য হলো, হলদওয়ানির বানভুলপুরা এলাকার ধ্বংসকৃত মসজিদ ও মাদ্রাসাটি প্রায় দুই দশকের পুরনো। আগামী ১৪ ফেব্রুয়ারি আদালতে এই বিষয়ে শুনানি হওয়ার কথা। তা সত্ত্বেও স্থাপনাগুলিকে তারা অন্যায়ভাবে ভেঙ্গে ফেলেছে।
তারা আরও বলেছে, পুলিশের গুলিতে যারা নিহত হয়েছেন তারা সবাই মুসলিম।
বানভুলপুরার ‘মালিক কা বাগিচার’ বাসিন্দা নাজমা খানম (২১) বলেন, “পুলিশ যখন বুলডোজার নিয়ে আসে তখন পুরুষরা বাইরে কাজে ছিল। আমরা মহিলারা যখন বাধা দিতে যাই তখন তারা আমাদের উপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে” ।
হালদওয়ানির ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকিল আহমাদ বলেন, “হাইকোর্ট এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। শুনানির পরবর্তী তারিখ ছিল ১৪ ফেব্রুয়ারি। প্রশাসন যখন এসেছিল তখন আমরা তাদের অভিযান বন্ধ রাখার অনুরোধ করি। আমরা তাদের বলি যে, আদালতের সিদ্ধান্ত যদি আমাদের বিরুদ্ধে যায় তবে আমরা আপনাদের কাজে বাধা দেব না। কিন্তু তারা কোন কথা শোনেনি। তারা যদি হাইকোর্টের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করতো তাহলে আজ কোনো সমস্যাই হতো না।”
‘দেখামাত্র গুলি’র নির্দেশ
এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছে, সরকার দাঙ্গাকারী ও দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
এক বিবৃতিতে সে বলেছে, “উচ্ছৃঙ্খল ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। অগ্নিসংযোগ ও পাথর ছোড়ার ঘটনায় জড়িত প্রত্যেক দাঙ্গাকারীকে চিহ্নিত করা হচ্ছে। সম্প্রীতি ও শান্তি বিনষ্টকারী কোনো দুর্বৃত্তকেই ছাড় দেওয়া হবে না।”
এছাড়া রাস্তায় বিক্ষোভকারীদের ‘দেখামাত্র গুলি চালানোর’ নির্দেশও জারি করেছে উত্তরাখণ্ডের হিন্দুত্ববাদী সরকার। নির্দেশ জারির কয়েক ঘন্টার মধ্যেই ৬ জন মুসলিমকে গুলি করে মেরেছে হিন্দুত্ববাদী প্রশাসন।
ভাইরাল হওয়া ঘটনাসমূহ
এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে হিন্দুত্ববাদী প্রশাসনকে ভারী গুলি বর্ষণ করতে দেখা গেছে।
দেখামাত্র গুলির নির্দেশ থাকার পরও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপর এক ভিডিওতে উগ্র হিন্দুত্ববাদীদের মুসলিমদের দোকান ও বাড়িঘর লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা যায়। সেসময় তাদেরকে ‘কাটুয়া (মুসলিমদের বিরুদ্ধে অপমানসূচক শব্দ), আমরা তোদের বোনদের ধর্ষণ করবো’ বলতে শোনা যায়।
এছাড়া আরও কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে হিন্দুত্ববাদী প্রশাসন ও হিন্দু সন্ত্রাসীদের মুসলিম নারীদের লাঠিপেটা, গুলি বর্ষণ, মুসলিমদের বাড়িঘরে পাথর নিক্ষেপ এবং মসজিদ ও মাদ্রাসা বুলডোজার দিয়ে ধ্বংস করতে দেখা গেছে।
উল্লেখ্য যে, স্থানীয় মুসলিমদের অভিযোগ, হিন্দুত্ববাদী প্রশাসনের সাথে স্থানীয় হিন্দু সন্ত্রাসীরাও যৌথভাবে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এছাড়া ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিওতেও সিভিল পোশাক পরিহিত ব্যক্তিদের মুখ বাঁধতে দেখা গিয়েছে।
তথ্যসূত্রঃ
1. At least five killed in protest over mosque demolition in north Indian town
– http://tinyurl.com/yvt79rvs
2. From failed negotiations to ‘stones raining down’, what happened before, during Haldwani violence
– http://tinyurl.com/y9jx32te
3. Haldwani: Six Muslims Killed after Shoot-at-Sight Orders over Madrasa and Mosque demolition
– http://tinyurl.com/3jywejvk
4. That’s BJP govt of Uttarakhand
– http://tinyurl.com/37sxkm7c
5. Clashes broke out between protestors and Police
– http://tinyurl.com/msxfkd37
6. As #Madrasa was being illegally demolished
– http://tinyurl.com/366m9m69
7. Violence broke out in #Uttarakhand’s #Haldwani
– http://tinyurl.com/4u6dvhmm
8. “In #Banbhoolpura area of #Haldwani, a team from the administration had gone for an anti-encroachment drive
– http://tinyurl.com/334n3vk7
9. Curfew imposed in #Uttarakhand’s
– http://tinyurl.com/4ejev86s
10. Right now in #Uttarakhand’s #Haldwani…
– http://tinyurl.com/2fssxeh7
11. Miscreants are seen recording videos while abusing #Muslims
– http://tinyurl.com/e6xcmh4x
12. Indian police attack Muslim women
– http://tinyurl.com/y4t3bbwh
13. 6 MUSLIMS WERE MURDERED IN INDIA!
– http://tinyurl.com/4bn2c9kx
14. Violence erupts in #Uttarakhand’s #Haldwani
– http://tinyurl.com/bdmpzrvj
ঘটনার শুরু গত বৃহস্পতিবার থেকে। সেদিন ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার হালদওয়ানি শহরের বানভুলপুরা এলাকায় হিন্দুত্ববাদী প্রশাসন মুসলিমদের মসজিদ ও মসজিদ সংলগ্ন মাদ্রাসা বুলডোজার দিয়ে ধ্বংস করে দেয়।
উক্ত ঘটনার পর স্থানীয় মুসলিমরা এর প্রতিবাদ করলে হিন্দুত্ববাদী প্রশাসন এর বিপরীতে গুলি চালায়। যার ফলে ৬ জন মুসলিম প্রাণ হারান।
হিন্দুত্ববাদীদের বক্তব্য
এ বিষয়ে নৈনিতালের জেলা ম্যাজিস্ট্রেট বন্দনা সিং এর বলেছে, “এটি কোন সাম্প্রদায়িক দাঙ্গা নয় এবং এভাবে যেন বিষয়টি না দেখা হয়। বরং ঘটনাটি ‘ধর্মীয় স্থান হিসেবে নিবন্ধিত নয় বা এ জাতীয় কোন স্বীকৃতিও সরকার দেয়নি’ এমন একটি স্থাপনা ভেঙে ফেলার সরকারী অভিযানের সাথে যুক্ত।” সে আরও বলে, “কেউ কেউ এই স্থাপনাকে মাদ্রাসা বলে।”
স্থানীয়দের বক্তব্য
এ বিষয়ে স্থানীয়দের ভাষ্য হলো, হলদওয়ানির বানভুলপুরা এলাকার ধ্বংসকৃত মসজিদ ও মাদ্রাসাটি প্রায় দুই দশকের পুরনো। আগামী ১৪ ফেব্রুয়ারি আদালতে এই বিষয়ে শুনানি হওয়ার কথা। তা সত্ত্বেও স্থাপনাগুলিকে তারা অন্যায়ভাবে ভেঙ্গে ফেলেছে।
তারা আরও বলেছে, পুলিশের গুলিতে যারা নিহত হয়েছেন তারা সবাই মুসলিম।
বানভুলপুরার ‘মালিক কা বাগিচার’ বাসিন্দা নাজমা খানম (২১) বলেন, “পুলিশ যখন বুলডোজার নিয়ে আসে তখন পুরুষরা বাইরে কাজে ছিল। আমরা মহিলারা যখন বাধা দিতে যাই তখন তারা আমাদের উপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে” ।
হালদওয়ানির ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকিল আহমাদ বলেন, “হাইকোর্ট এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। শুনানির পরবর্তী তারিখ ছিল ১৪ ফেব্রুয়ারি। প্রশাসন যখন এসেছিল তখন আমরা তাদের অভিযান বন্ধ রাখার অনুরোধ করি। আমরা তাদের বলি যে, আদালতের সিদ্ধান্ত যদি আমাদের বিরুদ্ধে যায় তবে আমরা আপনাদের কাজে বাধা দেব না। কিন্তু তারা কোন কথা শোনেনি। তারা যদি হাইকোর্টের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করতো তাহলে আজ কোনো সমস্যাই হতো না।”
‘দেখামাত্র গুলি’র নির্দেশ
এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছে, সরকার দাঙ্গাকারী ও দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
এক বিবৃতিতে সে বলেছে, “উচ্ছৃঙ্খল ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। অগ্নিসংযোগ ও পাথর ছোড়ার ঘটনায় জড়িত প্রত্যেক দাঙ্গাকারীকে চিহ্নিত করা হচ্ছে। সম্প্রীতি ও শান্তি বিনষ্টকারী কোনো দুর্বৃত্তকেই ছাড় দেওয়া হবে না।”
এছাড়া রাস্তায় বিক্ষোভকারীদের ‘দেখামাত্র গুলি চালানোর’ নির্দেশও জারি করেছে উত্তরাখণ্ডের হিন্দুত্ববাদী সরকার। নির্দেশ জারির কয়েক ঘন্টার মধ্যেই ৬ জন মুসলিমকে গুলি করে মেরেছে হিন্দুত্ববাদী প্রশাসন।
ভাইরাল হওয়া ঘটনাসমূহ
এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে হিন্দুত্ববাদী প্রশাসনকে ভারী গুলি বর্ষণ করতে দেখা গেছে।
দেখামাত্র গুলির নির্দেশ থাকার পরও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপর এক ভিডিওতে উগ্র হিন্দুত্ববাদীদের মুসলিমদের দোকান ও বাড়িঘর লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা যায়। সেসময় তাদেরকে ‘কাটুয়া (মুসলিমদের বিরুদ্ধে অপমানসূচক শব্দ), আমরা তোদের বোনদের ধর্ষণ করবো’ বলতে শোনা যায়।
এছাড়া আরও কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে হিন্দুত্ববাদী প্রশাসন ও হিন্দু সন্ত্রাসীদের মুসলিম নারীদের লাঠিপেটা, গুলি বর্ষণ, মুসলিমদের বাড়িঘরে পাথর নিক্ষেপ এবং মসজিদ ও মাদ্রাসা বুলডোজার দিয়ে ধ্বংস করতে দেখা গেছে।
উল্লেখ্য যে, স্থানীয় মুসলিমদের অভিযোগ, হিন্দুত্ববাদী প্রশাসনের সাথে স্থানীয় হিন্দু সন্ত্রাসীরাও যৌথভাবে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এছাড়া ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিওতেও সিভিল পোশাক পরিহিত ব্যক্তিদের মুখ বাঁধতে দেখা গিয়েছে।
তথ্যসূত্রঃ
1. At least five killed in protest over mosque demolition in north Indian town
– http://tinyurl.com/yvt79rvs
2. From failed negotiations to ‘stones raining down’, what happened before, during Haldwani violence
– http://tinyurl.com/y9jx32te
3. Haldwani: Six Muslims Killed after Shoot-at-Sight Orders over Madrasa and Mosque demolition
– http://tinyurl.com/3jywejvk
4. That’s BJP govt of Uttarakhand
– http://tinyurl.com/37sxkm7c
5. Clashes broke out between protestors and Police
– http://tinyurl.com/msxfkd37
6. As #Madrasa was being illegally demolished
– http://tinyurl.com/366m9m69
7. Violence broke out in #Uttarakhand’s #Haldwani
– http://tinyurl.com/4u6dvhmm
8. “In #Banbhoolpura area of #Haldwani, a team from the administration had gone for an anti-encroachment drive
– http://tinyurl.com/334n3vk7
9. Curfew imposed in #Uttarakhand’s
– http://tinyurl.com/4ejev86s
10. Right now in #Uttarakhand’s #Haldwani…
– http://tinyurl.com/2fssxeh7
11. Miscreants are seen recording videos while abusing #Muslims
– http://tinyurl.com/e6xcmh4x
12. Indian police attack Muslim women
– http://tinyurl.com/y4t3bbwh
13. 6 MUSLIMS WERE MURDERED IN INDIA!
– http://tinyurl.com/4bn2c9kx
14. Violence erupts in #Uttarakhand’s #Haldwani
– http://tinyurl.com/bdmpzrvj
Comment