সিরিয়ায় বোমা হামলায় নিহত ২০, আহত ৫৬
সিরিয়ার আফরিন ও আলেপ্পোর দুটি স্থানে গাড়ি বোমা হামলায় নারী ও শিশুসহ ১২ বেসামরিক সুন্নি মুসলিম নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ২৯ জন।
গত ৩১ জানুয়ারি এ ঘটনা ঘটে। এ জানিয়েছে খবর ডকুমেন্টিং অপরেশন এগিনেস্ট মুসলিম।
প্রথম বোমাটি আফরিনের আজাজ এলাকা ও অন্যটি আলেপ্পোর একটি গ্রামকে লক্ষ করে বিস্ফোরিত করা হয়।
মাত্র একদিনের ব্যবধানে আবারও এ ঘটনা ঘটলো। এর একদিন আগে গত ২৯ জানুয়ারি আফরিন শহরে ঠিক একই কায়দায় গাড়ি বোমা হামলা চালিয়ে ৮ জন বেসামরিক সুন্নি মুসলিমকে হত্যা এবং ২৭ জনকে মারাত্মকভাবে আহত করা হয়েছিল।
এভাবেই কুফ্ফার ও তাদের দোসররা নিরীহ মুসলিমদের দিনের পর হত্যা করে চলেছে।
সিরিয়ার আফরিন ও আলেপ্পোর দুটি স্থানে গাড়ি বোমা হামলায় নারী ও শিশুসহ ১২ বেসামরিক সুন্নি মুসলিম নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ২৯ জন।
গত ৩১ জানুয়ারি এ ঘটনা ঘটে। এ জানিয়েছে খবর ডকুমেন্টিং অপরেশন এগিনেস্ট মুসলিম।
প্রথম বোমাটি আফরিনের আজাজ এলাকা ও অন্যটি আলেপ্পোর একটি গ্রামকে লক্ষ করে বিস্ফোরিত করা হয়।
মাত্র একদিনের ব্যবধানে আবারও এ ঘটনা ঘটলো। এর একদিন আগে গত ২৯ জানুয়ারি আফরিন শহরে ঠিক একই কায়দায় গাড়ি বোমা হামলা চালিয়ে ৮ জন বেসামরিক সুন্নি মুসলিমকে হত্যা এবং ২৭ জনকে মারাত্মকভাবে আহত করা হয়েছিল।
এভাবেই কুফ্ফার ও তাদের দোসররা নিরীহ মুসলিমদের দিনের পর হত্যা করে চলেছে।
Comment