গাজার প্রায় হাজারখানেক মসজিদ, ৩ গির্জা ও ১৯ কবরস্থান ধ্বংস করেছে দখলদার ইসরায়েল
গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ৫ অক্টোবর, শনিবার ঘোষণা করেছে যে সন্ত্রাসী ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধের পাশাপাশি গাজা উপত্যকার ৭৯ শতাংশ মসজিদ ধ্বংস করেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, গত এক বছরে গাজার ৮১৪টি মসজিদ, তিনটি গির্জা ও ১৯টি কবরস্থান ধ্বংস করেছে ইসরায়েল । এছাড়া আরো ১৪৮টি মসজিদ ক্ষতিগ্রস্থ হয়েছে। এসব ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষতির আনুমানিক আর্থিক মূল্য প্রায় ৩৫০ মিলিয়ন ডলার।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী কবর অপবিত্রকরণ, লাশ উত্তোলন এবং যারা মারা গেছে তাদের বিরুদ্ধে সহিংসতামূলক কাজও কম করেনি। এছাড়া তারা নিহতদের দেহাবশেষ চুরি করা এবং তাদের বিকৃত করার মতো জঘণ্য কাজও করতে ছাড়েনি।
এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের ১১টি প্রশাসনিক ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে।
মন্ত্রণালয় আরো জানিয়েছে যে ইসরায়েলি বাহিনী তাদের ২৩৮ জন কর্মচারীকে হত্যা করেছে। গাজায় স্থল আক্রমণের সময় ১৯ জনকে আটক করেছে।
তথ্যসূত্র:
1. Israel destroyed 79% of mosques, 3 churches in Gaza during its genocidal war against Palestinians, says ministry
– https://tinyurl.com/bywpm9ac
2.Gaza Endowments demands ‘Israel’ be held accountable for crimes
– https://tinyurl.com/yx5r3e5c
Comment