লেবাননে বর্বর ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪০
লেবাননের রাজধানী বৈরুতে দখলদার ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। এছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে। ৯ নভেম্বর, শনিবার দক্ষিণ বৈরুতের উপশহরে ইসরায়েলের ভারী বোমাবর্ষণের পর এ প্রাণহানির খবর জানা গেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখনো উদ্ধার অভিযান চলছে এবং উদ্ধারকৃত দেহাংশগুলো শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।
শনিবার বালবেক শহরের আশেপাশে সন্ত্রাসী ইসরায়েলের হামলায় আরও ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর। তবে, এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এর আগে শুক্রবার রাতে উপকূলীয় শহর টায়ারে দখলদার বাহিনীর হামলায় সাতজন নিহত হন বলে জানায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি সামরিক বাহিনী শহরটির বিভিন্ন অঞ্চল খালি করার নির্দেশ দিলেও শুক্রবারের হামলার আগে কোনো সতর্কতা জারি করেনি।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত এক বছরে ইসরায়েলের হামলায় লেবাননে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১৩ হাজারেরও বেশি। নিহতদের মধ্যে ৬১৯ জন নারী এবং ১৯৪ জন শিশু রয়েছে।
তথ্যসূত্র:
1. At least 40 killed as Israel pounds Lebanon, Lebanese officials say
– https://tinyurl.com/sm5xm8xb