লাভ জিহাদের ভুয়া অভিযোগ তুলে মুসলিম যুবককে হিন্দুত্ববাদীদের মারধর
লাভ জিহাদের অভিযোগ তুলে এক মুসলিমকে মারধর ও হেনস্তা করেছে উগ্রবাদী হিন্দুরা। গত ৮ নভেম্বর, শুক্রবার ভারতের উত্তর খণ্ডের ঋষিকেশ জেলায় এই ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী ওই মুসলিম যুবকের নাম শহীদ। তিনি স্থানীয় একটি সেলুনে কাজ করতেন। গত ৯ নভেম্বর এই বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী শহীদ নামক ওই যুবককে স্থানীয় উগ্রবাদী হিন্দুরা শার্টের কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। এসময় তাদের হিন্দুত্ববাদী ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতেও দেখা গেছে। এর পর ভুক্তভোগী যুবককে পুলিশের হাতে তুলে দেয় তারা।
এর আগেও উত্তরখণ্ডে মুসলিমদের উপর ভুয়া অভিযোগ তুলে তাদের হেনস্তার একাধিক ঘটনা ঘটেছে।
এই ঘটনার কয়েকদিন আগেও উত্তরখণ্ডের তিহরি এলাকয় হিন্দু নারীদের উত্যক্ত করার ভুয়া অভিযোগ তুলে এক মুসলিমের দোকান ভাঙচুর করেছে স্থানীয় উগ্রবাদী হিন্দুরা।
তথ্যসূত্রঃ
1. Uttarakhand: Muslim Man Assaulted, Paraded by Hindutva Mob over Allegations of ‘Love Jihad’
– https://tinyurl.com/4d7xa6cc
Video:https://tinyurl.com/2jf79t5r
Comment