Announcement

Collapse
No announcement yet.

কালেমা লেখা পতাকা টাঙানোয় শিক্ষার্থীদের ‘জঙ্গি’ বললো হিন্দু শিক্ষক

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • কালেমা লেখা পতাকা টাঙানোয় শিক্ষার্থীদের ‘জঙ্গি’ বললো হিন্দু শিক্ষক

    কালেমা লেখা পতাকা টাঙানোয় শিক্ষার্থীদের ‘জঙ্গি’ বললো হিন্দু শিক্ষক


    ​মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখায় কালেমার ক্যালিওগ্রাফি-সংবলিত কালো পতাকা শ্রেণিকক্ষে টাঙানোয় শিক্ষার্থীদের ‘জঙ্গি’ বলেছে এক হিন্দু শিক্ষক।

    এ ঘটনায় গত ১২ নভেম্বর অষ্টম শ্রেণির কিছু শিক্ষার্থীর সই সংবলিত একটি অভিযোগ পত্র অধ্যক্ষ বরাবর জমা দেওয়া হয়েছে। অভিযোগ পত্রে শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত হানা এবং কটাক্ষ করার অভিযোগ তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

    জানা গেছে, শিক্ষার্থীদের ‘জঙ্গি’ বলা ঐ শিক্ষকের নাম বাবু বিমল চন্দ্র রায়। সে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী ক্যাম্পাসের দিবা শাখার বাংলা ভার্সনের চারু ও কারুকলার সহকারী শিক্ষক।

    লিখিত অভিযোগে শিক্ষার্থীরা উল্লেখ করেন, আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ‘ঞ’ শাখার শিক্ষার্থীবৃন্দ। গত ৭ নভেম্বর আমরা আমাদের শ্রেণিকক্ষে কালেমার ক্যালিওগ্রাফি করা একটি কালো পতাকা লাগিয়েছিলাম। সব শিক্ষক তা সমর্থন করলেও বিমল চন্দ্র রায় স্যার আমাদের জঙ্গি বলে সম্বোধন করেন।

    অভিযোগে আরও বলা হয়, শুধু তাই নয়, তিনি আমাদের বলেন, এখনই জঙ্গিগিরি শুরু হয়ে গেছে। তিনি আরও বলেন, ‘পাকিস্তানে গিয়ে এসব কর।’ তিনি আমাদের বলেন, এটা নাকি জঙ্গি সংগঠন আইএসআইএস-এর পতাকা। আমরা স্যারকে বলেছিলাম, স্যার এটা আইএসআইএস-এর পতাকা নয়। আর যদি তা হয়ে থাকে, আমরা পতাকা খুলে ফেলবো এবং ক্ষমাও চাইবো। কিন্তু তিনি আমাদের একাধিকবার জঙ্গি সম্বোধন করেন।

    শেষে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ‘আমাদের ইসলাম ধর্মে আঘাতের বিচার সুষ্ঠ উপায়ে দিয়ে বাধিত করবেন।’


    তথ্যসূত্র:
    ১. কালেমা লেখা পতাকা টাঙানোয় শিক্ষার্থীদের ‘জঙ্গি’ বললেন শিক্ষক
    https://tinyurl.com/5bjwmsc5
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org
Working...
X