সিরিয়ার ঐতিহ্যবাহী শহরে ইসরায়েলের সন্ত্রাসী হামলা, নিহত ৩৬
২০ নভেম্বর, বুধবার সিরিয়ার পালমিরা শহরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জন।
সিরীয় এই শহরের আবাসিক বিভিন্ন ভবন ও শিল্প এলাকায় চালানো হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। ২০ নভেম্বর, বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার মধ্যঞ্চলীয় শহর পালমিরায় আবাসিক ভবন এবং একটি শিল্প এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত এবং আরও ৫০ জন আহত হয়েছেন।
দেশটির নিউজ এজেন্সি সানা একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বলেছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বুধবার দুপুর দেড়টার দিকে জর্ডান সীমান্তের দিক থেকে এসে আক্রমণ করে এবং এই হামলার ফলে উল্লেখযোগ্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
আল জাজিরা বলছে, বুধবারের হামলার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ও ছবিতে পালমিরা এলাকা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) তাদের সূত্রের বরাত দিয়ে বলেছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো শহরের তিনটি স্থানে হামলা করেছে।
এসওএইচআর জানিয়েছে, হামলায় ২২ বিদেশি নাগরিক এবং সাত সিরীয়সহ ৪১ জন নিহত হয়েছেন এবং আহতদের মধ্যে বেসামরিক নাগরিক রয়েছেন সাতজন।
এর আগে ১৪ নভেম্বর, বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্কে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার মতে, ওই হামলায় ১৫ জন নিহত হয়েছেন।
তথ্যসূত্র:
1. At least 36 killed in Israeli attack on Syria’s Palmyra: State media
– https://tinyurl.com/4sdtsd4z
2.Syrian state media: 36 people killed in Israeli attack on central Syria
– https://tinyurl.com/yexx46pu