প্রশাসনিক নীরবতায় সিন্ডিকেট চক্রের কবলে আলুর বীজ, কৃষকদের মহাসড়ক অবরোধ
বগুড়ার শেরপুরে দ্বিগুণ দাম দিয়েও আলুর বীজ না পেয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। এ সময় বীজ সিন্ডিকেটে জড়িত একটি কোম্পানির পরিবেশকদের (ডিলার) আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। সেই সঙ্গে ন্যায্যমূল্যে প্রান্তিক কৃষকদের কাছে সরাসরি বীজ আলু বিক্রির দাবিও জানানো হয়।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে মহাসড়কের উভয় পাশে অন্তত তিন কিলোমিটার এলাকাজুড়ে অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে কৃষকদের দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
কর্মসূচিতে অংশ নেওয়া উচরং গ্রামের আলু চাষি সাফিউল ইসলাম সাফি অভিযোগ করে বলেন, তিনি এবার ১৫ বিঘা জমিতে আলু চাষ করবেন। এজন্য ব্র্যাকের ডিলার ফিরোজ আলী মাস্টারকে বীজের জন্য অগ্রিম টাকাও দিয়েছেন। কিন্তু সে জনাব সাফিকে বীজ না দিয়ে নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ টাকা নিয়ে পাশের উপজেলায় বিক্রি করে দেয়। তাই গত দুই-তিনদিন ধরে তার দোকানে ধর্না দিয়েও কোনো বীজ পাননি তিনি। এখন তার দোকান তালাবদ্ধ। মোবাইল ফোনও বন্ধ রেখে গা-ঢাকা দিয়েছে ডিলার ফিরোজ।
সাধুবাড়ী গ্রামের আইয়ুব আলী বলেন, অন্যান্য বছরের মতো এবারো পঁচিশ বিঘা জমিতে আলু লাগানোর জন্য জমি প্রস্তুত করেছি। কিন্তু আলু বীজ পাচ্ছি না। বেলঘরিয়া এলাকাস্থ রাকিব অ্যান্ড সাকিব স্টোর ও বীজ ডিলার রফিকুল ইসলামের নিকট একাধিকবার ধর্না দিয়েও কোনো বীজ পাইনি। শুনলাম তার বরাদ্দ পাওয়া সিংহভাগ বীজ কালোবাজারে বিক্রি করেছে। অবশেষে এক কৃষকের কাছ থেকে কিছু বীজ নিয়ে অর্ধেক জমিতে আলু লাগিয়েছি। বাকি জমি পতিত পড়ে আছে বলে জানান তিনি।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, ব্র্যাকসহ সবম কোম্পানি ও বিএডিসির ডিলাররা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট দেখিয়ে বীজ আলুর (চল্লিশ কেজি) বস্তা প্রতি ২৫শ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বেশি নিয়ে এসব আলু বিক্রি করছে। অথচ স্থানীয় কৃষি অফিসের কর্তারা রহস্যজনক কারণে নীরব রয়েছে। এমনকি এই অফিসের কর্তাদের ম্যানেজ করেই অসাধু ডিলাররা এই নৈরাজ্য চালাচ্ছে বলে দাবি করেন তারা।
তবে এই অভিযোগ অস্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার বলে, এই বিষয়টি নিয়ে সে কোনো গণমাধ্যমে বক্তব্য দিবে না।
রাম্বল থেকে ভিডিও দেখুন:
রাম্বল লিংক: https://rumble.com/v5sb6gt–al-firdaws.html?e9s=src_v1_ucp
বিটকিউট থেকে ভিডিও দেখুন:
বিটকিউট লিংক: https://www.bitchute.com/video/5GMVEYAj0sBd
আর্কাইভ লিংক: https://archive.org/details/sindicate-alur-bij-hq
তথ্যসূত্র:
১. বগুড়ায় আলুর বীজ না পেয়ে কৃষকদের মহাসড়ক অবরোধ
– https://tinyurl.com/4683caa9