গাজায় প্রতি ৩০ মিনিটি একজন করে নিষ্পাপ শিশু নিহত হচ্ছে দখলদার জায়নবাদীদের হাতে
২০২৩ এর অক্টোবর থেকে এখন পর্যন্ত ফিলিস্তীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাওয়া তথ্য মতে ১৭৪০০ শিশু শহীদ হয়েছে।
সূত্র: আলজাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে
লিংক: https://www.youtube.com/post/Ugkx664uTxJ1foLLslkXL8kOPts71VzZR8AZ
২০২৩ এর অক্টোবর থেকে এখন পর্যন্ত ফিলিস্তীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাওয়া তথ্য মতে ১৭৪০০ শিশু শহীদ হয়েছে।
- এক বছরের কম বয়সী দুগ্ধপায়ী শহীদ শিশু ৭১০ জন
- ১ থেকে ৩ বছর বয়সী ১৭৯৩ জন।
- ৪ থেকে ৫ বছর বয়সী শিশু ১২০৫ জন
- ৬ থেকে ১২ বছর বয়সী ৪২০৫
সূত্র: আলজাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে
লিংক: https://www.youtube.com/post/Ugkx664uTxJ1foLLslkXL8kOPts71VzZR8AZ