উত্তর প্রদেশে লাউডস্পিকারে আযান দেওয়ায় ইমামকে দুই লক্ষ রুপি জরিমানা
মসজিদে লাউডস্পিকার আযান দেওয়ায় ইমামকে দুই লাখ রুপি জরিমানা করেছে উত্তর প্রদেশের বিজেপি সরকার। গত ১৩ ডিসেম্বর, শুক্রবার উত্তর প্রদেশের সাম্বালে আনার-ওয়ালী মসজিদে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় গণমাধ্যামের বরাতে জানা যায়, ভুক্তভোগী ওই ইমামের নাম তাহজিব(২৩) । তিনি মসজিদে লাউডস্পীকারে আযান দিয়েছিলেন। তার মাইকে আযান দেওয়ায় অতিরিক্ত আওয়াজ ব্যাবহারের অভিযোগ তুলে প্রশাসনের কাছে অভিযোগ করে একদল উগ্রবাদী হিন্দু।
এরপর হিন্দুদের করা অভিযোগের ভিত্তিতে ওই ইমামকে গ্রেফতার করা হয়। পরে দুই লক্ষ রুপি জরিমানা করে তাকে খালাস দেওয়া হয়।
আগামী ছয় মাসের লাউডস্পিকারে থেকে বিরত থাকার আদেশ করেছে স্থানীয় হিন্দুত্ববাদী প্রশাসন।
এর আগে গত ২৪ ডিসেম্বর সাম্বালের ঐতিহাসিক শাহী জামা মসজিদে মন্দিরের সন্ধানে জরিপ পরিচালনার রায় দেয় উত্তর প্রদেশের আদালত। ওই রায়কে কেন্দ্র করে ০৪ জন মুসলিমকে গুলি করে হত্যা করে পুলিশ এবং আহত হয় অনেকেই।
বিস্তারিত জানতে পড়ুন: ভারতে ৪ মুসলিমকে গুলি করে হত্যার পর তাদেরই ৪০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
তথ্যসূত্র:
1.Imam arrested for using loudspeaker during Azan in Sambhal
– https://tinyurl.com/yjd6cpap
2. Sambhal mosque imam fined ₹2 lakh for alleged loudspeaker noise violation, granted bail
– https://tinyurl.com/yeym83ea
3. Video: https://tinyurl.com/4mprkhw4.
Comment