Announcement

Collapse
No announcement yet.

সিরিয়ায় ‘ভূমিকম্প বোমা’ হামলা সন্ত্রাসী ইসরায়েলের, প্রকাশ্যে ধ্বংসের ভয়াল ভিডিও

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • সিরিয়ায় ‘ভূমিকম্প বোমা’ হামলা সন্ত্রাসী ইসরায়েলের, প্রকাশ্যে ধ্বংসের ভয়াল ভিডিও

    সিরিয়ায় ‘ভূমিকম্প বোমা’ হামলা সন্ত্রাসী ইসরায়েলের, প্রকাশ্যে ধ্বংসের ভয়াল ভিডিও




    সিরিয়ায় ভয়ংকর ‘ভূমিকম্প বোমা’ হামলা দখলদার ইসরায়েলের। ১৬ ডিসেম্বর, সোমবার যুদ্ধ বিমানের সাহায্যে সিরিয়ায় উপকূলবর্তী এলাকায় এই হামলা চালায় সন্ত্রাসী ইসরায়েল। দাবি করা হচ্ছে, এই হামলার তীব্রতা এতটাই ছিল যে ব্যাপকভাবে কেঁপে ওঠে মাটি। ভূমিকম্প হয় গোটা এলাকায়। ডেইলি মেলের রিপোর্ট অনুযায়ী, সোমবার এই হামলা চালানো হয়েছে তারতুস এলাকায়। ২০১২ সালের পর সিরিয়ায় এত বড় হামলা এই প্রথম।

    সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের তরফে জানানো হয়েছে, দখলদার ইসরায়েলের যুদ্ধবিমান ‘সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট এবং সারফেস-টু-সার্ফেস মিসাইল ডিপো-সহ একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। যার জেরে বিস্ফোরণের মাত্রা আরও ভয়াবহ আকার নেয়। ঘটনার এক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিরাট আগুনের গোলা মাটি থেকে আকাশ ছুঁয়ে ফেলেছে। প্রথম বিস্ফোরণের শেষে পর পর বিস্ফোরণ চলতে থাকে ওই অঞ্চলে। বিস্ফোরণের পর আকাশ ছেয়ে যায় ধোঁয়ার মেঘে। এই বিস্ফোরণের জেরে স্বাভাবিক ভূমিকম্পের চেয়ে দ্বিগুণ দ্রুতগতিতে কম্পন অনুভুত হয়। কম্পনের তীব্রতা ছিল ৩.০।

    বাসার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ায় লাগাতার হামলা চালাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল। এবার যেখানে এই হামলা চালানো হয়েছে, সেই তারতুস এলাকায় রয়েছে রাশিয়ার সেনাবাহিনীর ঘাঁটি। নৌসেনা ঘাঁটির পাশাপাশি এই অঞ্চলে যুদ্ধ সামগ্রী জমায়েত করা হত। ১৯৭১ সালে তারতুসে নৌসেনা ঘাঁটি গড়েছিল রাশিয়া। ভূমধ্যসাগরে প্রবেশের জন্য রাশিয়ার কাছে এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৫ সালে সিরিয়া যুদ্ধে রাশিয়ার প্রবেশের পর এই অঞ্চলের অস্ত্রশত্র ডেলিভারির প্রধান পথ হয়ে ওঠে। সেখানে এবার ইসরায়েলের হামলায় স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে।


    তথ্যসূত্র:
    1. Israel drops ‘earthquake bomb’: Colossal explosion ‘so big it registered on the Richter scale’ hits Syrian coast as air strikes target weapons depots after fall of Assad regime
    https://tinyurl.com/vanhx47r
    2.Israel drops ‘earthquake bomb’ on Syria causing huge mushroom cloud as Americans urged to leave
    https://tinyurl.com/3punrdx8
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    আল্লাহ সিরিয়াকে রহম করুন।আমিন।

    Comment

    Working...
    X