গুজরাটে দাড়ি থাকায় পরীক্ষায় বসতে দেওয়া হলো না মুসলিম শিক্ষার্থীকে
দাড়ি রাখার জন্য এক মুসলিম নার্সিং শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ। গুজরাটের এলজি হাসপাতালে নার্সিং পরীক্ষার সময় এই ঘটনা ঘটে।
পরীক্ষা শুরুর আগে সারায়া রাজ পুরোহিত নামক ওই পরীক্ষক ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে দাড়ি শেভ করার জন্য বলে।
ভুক্তভোগী শিক্ষার্থী আবু বকর অভিযোগ করেছেন যে তিনি পরীক্ষার হলে যাওয়ার সময় তাকে হলের বাইরে থামিয়ে পরীক্ষায় উপস্থিত হওয়ার আগে দাড়ি কামিয়ে ফেলতে বলা হয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল ভিডিও তে পরীক্ষককে বলতে দেখা যায়, ‘আমরা বিশ্বাস করি যদি কোনও ছাত্র দাড়ি রাখে তার পরীক্ষা নেওয়া এবং তাকে প্রশ্ন করাও উচিত নয়।’
আবু বকর অভিযোগ করেন, ওই পরীক্ষক তাকে জিজ্ঞেস করে তিনি হজ্জ্ব করেছে কি না? উত্তরে ওই শিক্ষার্থী জানান, গত মার্চ মাসে তিনি উমরাহ হজ্জ্ব সম্পন্ন করেছেন।
ওই শিক্ষার্থী আরও জানান, ‘ ওই পরীক্ষক মনে করেছিলেন আমি মিথ্যা বলছি। পরে সে বলে দাড়ি শেভ করে পেশাদারের মতো আসতে বলেছিল।’
তথ্যসূত্র:
1. Gujarat: Muslim Nursing Student Asked to Shave Beard Before Exam in Ahmedabad
– https://tinyurl.com/25vrkskf
Comment