গাজায় বর্বর ইসরায়েলি হামলায় নিহত আরও ৫০
ফিলিস্তিনের গাজায় গত এক দিনে দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনে আরও ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন অন্তত আরও ৭৮ জন। এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন অনেক মানুষ।
চিকিৎসকদের বরাত দিয়ে আজ ৯ জানুয়ারি, বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ৮ জানুয়ারি, বুধবার গাজা উপত্যকায় সন্ত্রাসী ইসরায়েলের হামলায় আরও ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৯৩৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এই আগ্রাসনে আরও অন্তত এক লাখ ৯ হাজার ২৭৪ জন ব্যক্তি আহত হয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা, সন্ত্রাসী ইসরায়েলি বিমান হামলায় গাজা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১৩ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
এদিকে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে যে জ্বালানি সংকটের কারণে গাজার আরও হাসপাতাল বন্ধ হয়ে যেতে পারে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, হাসপাতালগুলোতে মাত্র একদিনের জন্য পর্যাপ্ত জ্বালানি আছে, অন্যদিকে ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) তিনটি হাসপাতালে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় বিপর্যয়কর পরিণতির বিষয়ে সতর্ক করেছে।
মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সবাই এখন খাদ্য ও নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।
তথ্যসূত্র:
1. LIVE: Israel kills 50 in Gaza as fuel shortages threaten 3 key hospitals
– https://tinyurl.com/mryb8s9b
Comment