ভিডিও || ‘হাফিজ থেকে বাশার’ আসাদ পরিবারের ৬১ বছরের শাসন; নির্মম গণহত্যার সাক্ষী সিরিয়াবাসী
‘হাফিজ থেকে বাশার’ আসাদ পরিবারের ৬১ বছরের শাসন;
নির্মম গণহত্যার সাক্ষী সিরিয়াবাসী
নির্মম গণহত্যার সাক্ষী সিরিয়াবাসী
বিগত ৬১ বছর ধরে কুখ্যাত আসাদ পরিবার ও বাথ পার্টি লাখ লাখ নিরীহ মানুষের রক্তের উপর দিয়ে ক্ষমতায় টিকে ছিল। ক্ষমতার আসন টিকে রাখতে এহেন কোনও অপরাধ নেই তারা করেনি। নিজ দেশের নাগরিকদের উপর দশকের পর দশক চালিয়েছে নিপীড়ন ও গণহত্যা। এই শিয়া আসাদ পরিবার ইরান ও হিজবুল্লাহর প্রত্যক্ষ মদদে ইতিহাসের অন্যতম কুখ্যাত গণহত্যা চালিয়েছে। এই সকল গণহত্যায় গতানুগতিক বিধ্বংসী অস্ত্র ব্যাবহারের পাশাপাশি রাসায়নিক অস্ত্র দিয়েও হামলা চালিয়েছে। বাস্তু-চ্যুত হয়েছে লাখ লাখ সাধারণ মানুষ। যুগের পর যুগ জেলে কাটিয়েছে লাখ লাখ নিরপরাধ সাধারণ সিরিয়ান মুসলিম।
আল ফিরদাউস মিডিয়া আসাদ পরিবারের ৬১ বছরের কুখ্যাত শাসন আমলে সংগঠিত উল্লেখযোগ্য গণহত্যা একত্রিত করেছে। যাতে দর্শকরা অল্প হলেও শিয়া আসাদ পরিবারের ভয়াবহতা আঁচ করতে পারে।
রাম্বল থেকে ভিডিও দেখুন:
রাম্বল লিংক: https://rumble.com/v67u3zp-375959221...e9s=src_v1_ucp
বিটকিউট থেকে ভিডিও দেখুন:
বিটকিউট লিংক: https://www.bitchute.com/video/vH96U3RzJXDH
আর্কাইভ লিংক: https://archive.org/details/syria-61-years
Comment