Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ১০ রজব, ১৪৪৬ হিজরী।। ১১ জানুয়ারী, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ১০ রজব, ১৪৪৬ হিজরী।। ১১ জানুয়ারী, ২০২৫ ঈসায়ী

    ভিডিও || ‘হাফিজ থেকে বাশার’ আসাদ পরিবারের ৬১ বছরের শাসন; নির্মম গণহত্যার সাক্ষী সিরিয়াবাসী

    ‘হাফিজ থেকে বাশার’ আসাদ পরিবারের ৬১ বছরের শাসন;
    নির্মম গণহত্যার সাক্ষী সিরিয়াবাসী


    বিগত ৬১ বছর ধরে কুখ্যাত আসাদ পরিবার ও বাথ পার্টি লাখ লাখ নিরীহ মানুষের রক্তের উপর দিয়ে ক্ষমতায় টিকে ছিল। ক্ষমতার আসন টিকে রাখতে এহেন কোনও অপরাধ নেই তারা করেনি। নিজ দেশের নাগরিকদের উপর দশকের পর দশক চালিয়েছে নিপীড়ন ও গণহত্যা। এই শিয়া আসাদ পরিবার ইরান ও হিজবুল্লাহর প্রত্যক্ষ মদদে ইতিহাসের অন্যতম কুখ্যাত গণহত্যা চালিয়েছে। এই সকল গণহত্যায় গতানুগতিক বিধ্বংসী অস্ত্র ব্যাবহারের পাশাপাশি রাসায়নিক অস্ত্র দিয়েও হামলা চালিয়েছে। বাস্তু-চ্যুত হয়েছে লাখ লাখ সাধারণ মানুষ। যুগের পর যুগ জেলে কাটিয়েছে লাখ লাখ নিরপরাধ সাধারণ সিরিয়ান মুসলিম।

    আল ফিরদাউস মিডিয়া আসাদ পরিবারের ৬১ বছরের কুখ্যাত শাসন আমলে সংগঠিত উল্লেখযোগ্য গণহত্যা একত্রিত করেছে। যাতে দর্শকরা অল্প হলেও শিয়া আসাদ পরিবারের ভয়াবহতা আঁচ করতে পারে।

    রাম্বল থেকে ভিডিও দেখুন:


    রাম্বল লিংক: https://rumble.com/v67u3zp-375959221...e9s=src_v1_ucp


    বিটকিউট থেকে ভিডিও দেখুন:

    বিটকিউট লিংক: https://www.bitchute.com/video/vH96U3RzJXDH

    আর্কাইভ লিংক: https://archive.org/details/syria-61-years
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    দাউ দাউ করে জ্বলছে লস অ্যাঞ্জেলেস, নিহত ১০



    যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইতোমধ্যে দাবানলে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা। ১০ জানুয়ারি, শুক্রবার দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ১০জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

    কর্মকর্তারা বলেছেন, পালিসেডস এবং ইটনের আগুন প্রায় ৫ হাজার বা তার বেশি অবকাঠামো ধ্বংস করেছে বলে মনে হচ্ছে, যা ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক পাঁচটি দাবানলের মধ্যে একটি।

    লস অ্যাঞ্জেলেসের ওয়েস্ট হিলস পাড়ায় একটি নতুন আগুন ভয়ঙ্করভাবে বেড়েছে, কয়েক ঘন্টার মধ্যে এটি প্রায় ১ হাজার একর জমিতে ছড়িয়ে পড়েছে। এতে কমপক্ষে ১০ জন মারা গেছে, ধ্বংস হয়ে গেছে হাজার হাজার স্থাপনা।

    নতুন দাবানল ক্যালাবাসাসের উত্তরে পশ্চিম পাহাড়ে ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা এখনও এই অঞ্চলে জ্বলছে এমন দুটি বৃহত্তম আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি।

    লস অ্যাঞ্জেলেসের পালিসেডস এ আগুনের উপর দিয়ে উড়ে যাওয়া একটি অগ্নিনির্বাপক বিমান বৃহস্পতিবার একটি ড্রোনের সাথে ধাক্কা খেয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, উড়ন্ত ড্রোনগুলি অগ্নিনির্বাপণের প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে এবং জীবনকে বিপন্ন করতে পারে।

    প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে। ফেরত আনা হয়েছে অবসরপ্রাপ্ত দমকলকর্মীদের। ক্যাল ফায়ারের মুখপাত্র ক্রিস থমাস বলেছেন, সংঘর্ষের ফলে বিমানের একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিমানটি বর্তমানে কমিশনের বাইরে রয়েছে।

    ইতোমধ্যে কেনেথ এবং হার্স্ট দাবানলের জন্য বাধ্যতামূলক উচ্ছেদের আদেশ প্রত্যাহার করা হয়েছে।

    লস অ্যাঞ্জেলেসের দমকলপ্রধান অ্যান্টনি ম্যারন জানিয়েছে, প্যালিসেডের বিত্তশালী অঞ্চলে অন্তত এক হাজার বাড়ি ইতিমধ্যেই আগুনে জ্বলে গেছে। সব মিলিয়ে পাঁচ হাজার একরেরও বেশি এলাকা এখন আগুনের কবলে।

    বস্তুত, লস অ্যাঞ্জেলেসের অন্তত চারটি অঞ্চলে আলাদা আলাদা করে আগুন লেগেছে। প্রতিটি আগুনই নিয়ন্ত্রণের বাইরে। আগুন ক্রমশ ছড়াচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো দমকলকর্মী লস অ্যঞ্জেলেসে নেই।


    তথ্যসূত্র:
    1. Los Angeles wildfires: At least 10 dead and whole neighborhoods destroyed as distraught residents flee
    https://tinyurl.com/42adpj9b
    2. Death toll rises to 10 as wildfires continue to ravage Los Angeles
    https://tinyurl.com/bd3wfba8
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      শেকৃবিতে ভেঙে ফেলা হচ্ছে নিষিদ্ধ জঙ্গী সংগঠন ছাত্রলীগের কার্যালয়



      নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ছাত্রলীগের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শাখা কার্যালয় ভেঙে ফেলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

      বিশ্ববিদ্যালয়ের কবি নজরুল হলের সামনে ছাত্রলীগের দখলকৃত কার্যালয়টি শুক্রবার (১০ জানুয়ারি) ভেঙে ফেলার কার্যক্রম শুরু করা হয়।

      বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্র গণমাধ্যমকে জানায়, বিগত সময়ে গড়ে ওঠা নিষিদ্ধ জঙ্গী ছাত্রলীগের কার্যালয়টি অবৈধভাবে দখলকৃত। যেটি এক সময় বিশ্ববিদ্যালয়ের খামার বিভাগের অংশ ছিল।

      এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থীদের দাবি ও কমিটির অনুমোদন সাপেক্ষে অবৈধভাবে গড়ে ওঠা জঙ্গী ছাত্রলীগের এই কার্যালয় ভেঙে ফেলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া কবি কাজী নজরুল হলের সামনে এই ভবন থাকায় পরিবেশ অসুন্দর হওয়ার বিষয়কেও বিবেচনায় নেওয়া হয়েছে।’

      তা ছাড়া দেশে রাষ্ট্রীয়ভাবে ছাত্রলীগ নিষিদ্ধ জঙ্গী সংগঠন ঘোষিত হওয়ায় এই ছাত্র সংগঠনের কার্যক্রম এবং তৎপরতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ। আর অবৈধ কোনো সংগঠনের কোনো কার্যালয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে পারে না বলেও অবহিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

      তথ্যসূত্র:
      ১. শেকৃবিতে ভেঙে ফেলা হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যালয়
      https://tinyurl.com/4syace9t
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        সারা বিশ্বের নরক ক্যালিফোর্নিয়া কে আল্লাহ ধ্বংস করুন আমিন।।।
        Last edited by Munshi Abdur Rahman; 3 days ago.

        Comment


        • #5
          ভাইয়া,রামবল থেকে ভিডিও দেখলে কি ইনফরমেশন তাগুত দের কাছে চলে যায়?

          Comment


          • #6
            Originally posted by Fahim Islam View Post
            ভাইয়া,রামবল থেকে ভিডিও দেখলে কি ইনফরমেশন তাগুত দের কাছে চলে যায়?
            ইউটিউবের ক্ষেত্রে যেমন সতর্কতা, তেমনই এখানেও নিলে ভালো হয় ইনশাআল্লাহ্‌
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X