Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ১১ রজব, ১৪৪৬ হিজরী।। ১২ জানুয়ারী, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ১১ রজব, ১৪৪৬ হিজরী।। ১২ জানুয়ারী, ২০২৫ ঈসায়ী

    ‘গরু চুরি করে’ ভূরিভোজনের আয়োজন বিএনপি নেতা ও তার স্ত্রীর!





    জামালপুরের মাদারগঞ্জে বিএনপি নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে এক কৃষকের গরু চুরি করে কর্মী-সমর্থকদের আপ্যায়ন করার অভিযোগ উঠেছে।

    এ ঘটনায় ভুক্তভোগী কৃষক এফাজ উদ্দিন বাদী হয়ে ৬নং আদারিভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদক লায়লা খাতুন ইতিসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

    ওই মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

    জানা গেছে, শনিবার সকালে মাদারগঞ্জ উপজেলার জুনাইল রাইসিয়া বালিকা দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর মহিলা দল নারী সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে অংশ নেওয়া কর্মী-সমর্থকদের জন্য উপজেলার দক্ষিণ কয়ড়া গ্রামে ভূরিভোজনের আয়োজন করেন আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদক লায়লা খাতুন ইতি।

    এদিকে, শুক্রবার দিবাগত রাতে মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের খামার মাগুরা গ্রামের কৃষক এফাজ উদ্দিনের গোয়াল ঘর থেকে একটি গরু চুরি হয়। এফাজ উদ্দিনসহ তার প্রতিবেশীরা গরু খোঁজাখুঁজি করতে গিয়ে শনিবার ভোরে পার্শ্ববর্তী দক্ষিণ কয়ড়া গ্রামের বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তার বাড়িতে লোকজনের সমাগম দেখতে পায়। পরে সেখানে গিয়ে মালিক এফাজ উদ্দিন জবাইকৃত গরুর চামড়া দেখে তার গরুটি শনাক্ত করে। পরে স্থানীয়দের সহায়তায় গরুর চামড়াসহ কসাইকে হাতেনাতে ধরে ফেলেন কৃষক এফাজ উদ্দিন।


    তথসূত্র:
    ১. ‘গরু চুরি করে’ ভূরিভোজনের আয়োজন বিএনপি নেতা ও তার স্ত্রীর!
    https://tinyurl.com/4rp27tts
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    চীনে ইসলাম ধর্মীয় শিক্ষা দেওয়ায় মুসলিম নারীর জেল


    প্রতিবেশী ও সন্তানদের ধর্মীয় শিক্ষা দেওয়ায় চীনে ৪৯ বছর বয়সী এক উইঘুর নারীকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সেইলিহান রোজি নামের ওই নারীকে ১৭ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। জিনজিয়াং প্রদেশের কারাগারে থাকতে হবে তাকে। এ ছাড়া তার সন্তানদেরও কারাদণ্ড দেওয়া হয়েছে।

    মুসলিম ওই নারী তার সন্তানকে ধর্মীয় গ্রন্থের আয়াত শেখান বলে অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এই ধরনের কর্মকান্ড অবৈধ, এ কারণে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা জিনজিয়াং প্রদেশের কাশগারের কোনাশেহের কাউন্টির বাসিন্দা। ওই এলাকায় কর্তৃপক্ষ ধর্মীয় বিশ্বাস চর্চা করার পথে বাধা দেন বলে অভিযোগ রয়েছে। এজন্য বিভিন্ন সময় চাপ প্রয়োগ করা হয় বলেও বিভিন্ন সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়।

    জিনজিয়াং প্রদেশের কাশগারের কোনাশেহের কাউন্টির সেইবাগ গ্রামের বাসিন্দা সেইলিহান রোজি। তার বিরুদ্ধে করা মামলার সঙ্গে জড়িত একজন স্থানীয় পুলিশ কর্মকর্তা বলছেন, ধর্মীয় শিক্ষার ওপর চীনের কঠোর বিধানের অধীনে এই ধরনের কার্যকলাপকে বেআইনি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাই তিনি এই শাস্তি পেয়েছেন।

    এ সংক্রান্ত মামলায় রোজির সন্তানদের একজনকে ১০ বছর ও আরেকজনকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ইয়াকুপ হিদায়েত নামের তাদের এক প্রতিবেশীকেও সাজা দেওয়া হয়েছে। তিনি ৯ বছরের কারাদণ্ড পেয়েছেন। রোজি ধর্মীয় শিক্ষা দেওয়ার সময় তিনি (ইয়াকুপ হিদায়েত) তাতে অংশ নেওয়ায় এই শাস্তি।

    এ ঘটনা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, এই ধরনের নীতিগুলো চরমপন্থা, বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার প্রকৃত প্রচেষ্টার পরিবর্তে উইঘুর জনগোষ্ঠীর মৌলিক ধর্মীয় অধিকারের ওপর আক্রমণের প্রতিনিধিত্ব করে। এ ঘটনায় মানবাধিকার সংস্থাগুলোও উদ্বেগ প্রকাশ করেছে ।

    তথ্যসূত্র:
    1. Uyghur woman sentenced to 17 years for teaching Islam to her kids and a neighbor
    https://tinyurl.com/nwydcxts
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      আইএমএফ এর শর্ত মানতে নতুন করে ভ্যাট বাড়ালো সরকার; বিপাকে সাধারণ মানুষ




      মূল্যস্ফীতির চাপে দিশাহারা মানুষ। খাদ্যে মূল্যস্ফীতি ১৩ দশমিক ৮০ শতাংশের ওপরে। বাজারে চাল, ডাল, তেল, চিনি, আটা, আলুর চড়া মূল্যে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই সংকটের মধ্যে আছেন। জিনিসপত্রের দাম বাড়লেও, মানুষের আয় বাড়ছে না। বাজার নিয়ন্ত্রণে সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে তার তেমন সুফল পাচ্ছেন না ক্রেতা-ভোক্তারা। বাজার সিন্ডিকেট ভাঙতে পারছে না সরকার। এর মাঝেই শুল্ক ও কর আরোপ হচ্ছে বিভিন্ন পণ্য ও সেবায়। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতা-ভোক্তারা।

      ক্রেতা-ভোক্তারা বলছেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে সংসার চালানো নিম্ন-মধ্যবিত্তদের জন্য কঠিন হয়ে পড়েছে। সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে বাড়তি ভ্যাট যেন তাদের কাছে ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে।

      সাধারণ মানুষ সংসার চালানোয় হিমশিম খেতে হবে জানালেও বিক্রেতারা বলছেন ভ্যাট বাড়লেও সমস্যা নেই। ক্রেতাদের কাছ থেকে উসুল করা হবে। তবে একশটির মতো পণ্য ও সেবার ওপর অতিরিক্ত ভ্যাট এবং করারোপে অসন্তোষ উভয়পক্ষ। তাদের দাবি, কী এমন হলো যে হঠাৎ করে ভ্যাট-ট্যাক্স বাড়াতে হলো। এতই টাকার সংকট পড়লে পাচার হওয়া টাকা ফেরত আনলেই তো হয় বলেও গণমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।

      তথ্য বলছে, পুষ্টি থেকে নিয়ে তামাকজাত পণ্য, হোটেল-রেস্টুরেন্ট কোনো কিছুই চোখ এড়ায়নি অন্তর্বর্তী সরকারের। বিদেশি ফল আমদানিতে সম্পূরক শুল্ক ২০ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে। ৩০ শতাংশ থেকে ৪৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে শুকনো ফলে এবং মেশিনে তৈরি বিস্কুটের ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৫ শতাংশ।

      তা ছাড়া সরকারের এই করারোপের নজর থেকে বাদ যায়নি রান্নাঘরও। কর বাড়িয়ে এলপি গ্যাসের ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। যা দৈনন্দিন জীবনমানে ব্যাপক প্রভাব পড়বে বলে জানিয়েছেন সাধারণ ক্রেতা ও শ্রমজীবীরা।

      বৃহস্পতিবার( ০৯ জানুয়ারি) একটি অধ্যাদেশ ও একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হয়। এর আগে ১ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির এনবিআরের প্রস্তাব পাস হয়। মূলত বাংলাদেশকে দেওয়া আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণের শর্ত হিসেবে অর্থবছরের মাঝামাঝি এসে বিভিন্ন পণ্য ও সেবার ওপর শুল্ক-কর বৃদ্ধির এই সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

      তথ্যসূত্র:
      ১. ভ্যাট বাড়ানোর বিরুদ্ধে ফুঁসে উঠছে মানুষ
      https://tinyurl.com/4bwa4r5v
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ভিডিও || ইসরায়েল গাজায় গত এক বছরে ধ্বংস করেছে ৮১৫টি মসজিদ



        ইসরায়েল গাজায় গত এক বছরে ধ্বংস করেছে ৮১৫টি মসজিদ

        রাম্বল লিংক: https://rumble.com/v683v2v–and-al-firdaws.html?e9s=src_v1_ucp

        বিটকিউট লিংক: https://www.bitchute.com/video/YBpW6h92g8No

        আর্কাইভ লিংক: https://archive.org/details/israel-h...ed-815-mosques
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X