Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ১৮ রজব, ১৪৪৬ হিজরী।। ১৯ জানুয়ারী, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ১৮ রজব, ১৪৪৬ হিজরী।। ১৯ জানুয়ারী, ২০২৫ ঈসায়ী

    নিকাব পরিধান করবে বলায় ঢাবি শিক্ষার্থীকে চ্যানেল-আই এর টকশোতে অংশগ্রহণে মানা





    নিকাব পরিধান করবে বলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর টকশোতে অংশগ্ৰহণ করতে মানা করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা ইসলাম সাকাফি কে।

    রবিবার (১৯ জানুয়ারি) ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন সাকাফি।

    নাফিসা ইসলাম সাকাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

    ফেসবুকে সাকাফি লেখেন, ‘আজকে বিকেল ৩টায় চ্যানেল আই-এর একটা টকশোতে এটেন্ড করার জন্য আমন্ত্রণ জানানো হয়। আমি যাবো বলে চ্যানেল আই এর শিকদার ভাইকে জানাই।

    কিছুক্ষণ আগে শিকদার ভাই কল দেয়ার পর আমি উনাকে জানাই, “আমি নিকাব করে টকশোতে এটেন্ড করবো।” এরপর শিকদার ভাই, জাহিদ ভাইকে জানায়, নিকাব করে টকশোতে এটেন্ড করা যাবে না।

    জাহিদ ভাই আমার সাথে যোগাযোগ করলে, আমি মাস্ক পরে টকশোতে এটেন্ড করবো জানাই। জাহিদ ভাই, শিকদার ভাইকে সেটা জানায়। কিন্তু চ্যানেল আই এক্ষেত্রে আমাকে এলাউ করেনি। আমাকে বাদ দিয়ে অন্য কাউকে টকশোর জন্য নিবে জানায়।’

    তিনি আরও লেখেন, ‘জাহিদ ভাই, শিকদার ভাইকে বলে, “নিকাব করে মেয়েরাও আন্দোলন করেছে। নিকাব করে কেন টকশোতে এটেন্ড করা যাবে না?” শিকদার ভাই জানায়, এটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডিসিশন।

    এক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সম্পাদক হাসান ইনাম এবং লিগাল সেলের মেম্বার ফারদিন চ্যানেল আই এর এই টকশোতে এটেন্ড করে কিনা সেটাই দেখার বিষয়।’

    মুসলিম অধ্যুষিত বাংলাদেশে হিজাব পরিধান করায় টকশোতে অংশগ্রহণ না করতে দেওয়ায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    হামাসের কাছে পরাজয়ের কথা স্বীকার করল সন্ত্রাসী ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী




    ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর গাজ্জা যুদ্ধে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে নিজেদের পরাজয়ের কথা স্বীকার করেছে। ইসরায়েলি টিভি চ্যানেল-টুয়েলভকে দেয়া এক সাক্ষাতকারে সে জোর দিয়ে বলেছে, বেশ কয়েক মাস পার হওয়ার পরও আমরা একজন বন্দীকেও জীবিত মুক্ত করে আনতে পারিনি। সরকার হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে।

    সে স্বীকার করে বলেছে, ‘হামাসের উপর আমরা বড় ধরণের আঘাত হেনেছি। কিন্তু হামাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারিনি।’

    এছাড়া ইসরায়েলি বিশ্লেষকদের অনেকেই গাজা যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কথা স্বীকার করেছে।

    গত বুধবার হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। ১৯ জানুয়ারি, রবিবার থেকে এই চুক্তি বাস্তবায়নের কথা রয়েছে। চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে হামাস ইসরায়েলের ৩৩ জন বন্দীকে মুক্তি দেবে। অন্যদিকে প্রথম ধাপেই ইসরায়েলের কারাগারে আটক সহস্রাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে ।

    মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে ইসরায়েল। এর ফলে ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই হামলায় কমপক্ষে এক লাখ ফিলিস্তিনি আহত হয়েছে।

    গাজার বাসিন্দাদের বিরুদ্ধে ১৫ মাসব্যাপী নৃশংস হামলার পরও তারা এই যুদ্ধে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তাদের ঘোষিত লক্ষ্য ছিল ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামকে ধ্বংস করা এবং গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী বন্দিদের ফিরিয়ে আনা। কিন্তু কোনো লক্ষ্যই তারা পূরণ করতে পারেনি।


    তথ্যসূত্র:
    1. Israeli Foreign Minister Concedes Failure to Achieve Gaza War Objectives
    https://tinyurl.com/m4kbwpd5
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      নেতানিয়াহুকে অস্ত্র সরবরাহ করে গণহত্যায় শামিল হয়েছে আমেরিকা


      মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স জোর দিয়ে বলেছে, বেঞ্জামিন নেতানিয়াহুকে অস্ত্র সরবরাহ করে মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় গণহত্যা ও অপরাধে শরিক হয়েছে।

      সে আরও বলেছে, দুঃখজনক বিষয় হলো এখন যে চুক্তিতে তারা সই করেছে সেটাকে নেতানিয়াহু এবং তার চরমপন্থী মন্ত্রিসভা গত মে মাসে প্রত্যাখ্যান করেছিল।

      মে মাসে এই প্রস্তাব মেনে নিলে ১০ হাজার মানুষের প্রাণ বেঁচে যেত বলে সে মন্তব্য করেছে। গত মে মাসে প্রস্তাবটি উপস্থাপনের পর থেকে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং গাজায় বন্দী ও বেসামরিক নাগরিকদের দুর্ভোগ আরও তীব্র হয়েছে।

      আমেরিকার এই সিনেটর এর আগেই গাজায় যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছে, এই চুক্তিটি স্থায়ী রূপ দিতে হবে এবং উভয় পক্ষের যুদ্ধাপরাধীদের জবাবদিহি করতে হবে।

      গাজায় যুদ্ধবিরতি চুক্তি সইয়ের ঘোষণা প্রকাশের পর এক বিবৃতিতে স্যান্ডার্স বলেছে, “উভয় পক্ষকেই চুক্তিটির প্রতি সম্মান দেখাতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি বাস্তবায়ন করতে হবে। বিনা কারণে চলমান হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।


      তথ্যসূত্র:
      1. ‘Dark Chapter’: Sanders Says American People Must ‘Grapple’ With Complicity in Gaza’s Destruction
      https://tinyurl.com/yc4j63ca
      2. Senator urges US to end ‘endless supply’ of weapons to Israel
      https://tinyurl.com/3skzrts8
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        আল্লাহ আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের হিফাজত করুন।আমিন।
        কাফেরদেরকে পরাজিত করবে আল কাছাম ব্রিগেড ইনশাআল্লাহ।
        বয়কট চ্যানেল আই।বয়কট চ্যানেল আই।বয়কট চ্যানেল আই।

        Comment

        Working...
        X