Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ২৯ রজব, ১৪৪৬ হিজরী।। ৩০ জানুয়ারী, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ২৯ রজব, ১৪৪৬ হিজরী।। ৩০ জানুয়ারী, ২০২৫ ঈসায়ী

    গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৫৯ লাশ উদ্ধার



    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও বেড়েই চলেছে প্রাণহানি। ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার হচ্ছে ফিলিস্তিনিদের মরদেহ। ২৯ জানুয়ারি, বুধবার গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৫৯ লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ ভূখণ্ডটিতে নিহতের সংখ্যা ৪৭ হাজার ৪০০ ছাড়িয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।

    প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি চিকিৎসকেরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও ৫৯ জনের লাশ উদ্ধার করেছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় বর্বর ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৭ হাজার ৪১৭ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বুধবার আরও আটজন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৫৭১ জনে পৌঁছৈছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

    গত ১৯ জানুয়ারি থেকে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এরফলে আপাতত বন্ধ হয়েছে এই মৃত্যুর মিছিল। তবে গাজায় দীর্ঘ ১৫ মাসের ইসরায়েলি হামলায় নিখোঁজ রয়েছেন ১১ হাজারেরও বেশি মানুষ।

    জাতিসংঘের মতে, দখলদার ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

    তথ্যসূত্র:
    1. Death toll in Gaza climbs to 47,417 as more Palestinian bodies found under the rubble
    https://tinyurl.com/2vjhzcpy
    2. Gaza death toll tops 47,400 as 59 Palestinians recovered from rubble
    https://tinyurl.com/vta234ph
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    পশ্চিম তীরে বর্বর ইসরায়েলি বিমান হামলায় ১০ ফিলিস্তিনি নিহত





    ২৯ জানুয়ারি, বুধবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    চলতি মাসেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এরপর থেকেই অধিকৃত এই ভূখণ্ডটিতে হামলা ও অভিযান আরও বাড়িয়েছে সন্ত্রাসী ইসরায়েল। ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    বার্তাসংস্থাটি বলছে, অধিকৃত পশ্চিম তীরে বুধবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

    ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় তুবাস এলাকায় এই বিমান হামলা চালানো হয়েছে।

    গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরেও সহিংসতা আরো বাড়িয়েছে দখলদাররা। এই সহিংসতায় শত শত ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এবং হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।


    তথ্যসূত্র:
    1. Israeli airstrike kills 10 Palestinians in West Bank, health ministry says
    https://tinyurl.com/9537psba
    2.LIVE: Israel, Hamas to exchange Gaza captives as 10 killed in West Bank
    https://tinyurl.com/4a7jb56d
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      পবিত্র কুরআন পুড়ানো সালওয়ানকে সুইডেনে গুলি করে হত্যা




      ইসলাম বিরোধী কার্যকলাপ এবং বেশ কয়েকবার মহান রব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ আল-কুরআনের উপর আক্রমণের জন্য পরিচিত সালওয়ান মোমিকা। সুইডেনে একটি অ্যাপার্টমেন্টের ভিতরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

      সুইডিশ রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পবিত্র কুরআন পোড়ানো এবং ইসলামের উপর আক্রমণের জন্য বিশ্বব্যাপী ঘৃণিত ৩৮ বছর বয়সী ইরাকি নাগরিক সালওয়ান মোমিকাকে স্টকহোম শহরে নিজ বাড়িতে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

      সুইডিশ রাষ্ট্রীয় সম্প্রচারক এসভিটি নিশ্চিত করেছে যে, গত ২৯ জানুয়ারি বুধবার গভীর রাতে, স্টকহোমের উপশহর সোদেরতালজের একটি বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় একটি লাশ পাওয়া গেছে। নিহত ব্যক্তি ৩৮ বছর বয়সী ইরাকি নাগরিক সালওয়ান মোমিকা। সুইডিশ পুলিশ এবং বিচার বিভাগ ঘটনাটি নিশ্চিত করেছে।

      সুইডেনে কথিত বাকস্বাধীনতার নামে পুলিশী পাহারায় মোমিকা ২০২৩ সালে প্রথমে দুবার পবিত্র কুরআনকে অবমাননা করে এবং তাতে আগুন ধরায়। তখন তার এধরণের কুরআন অবমাননার কয়েকটি ভিডিও বিশ্বব্যাপী প্রচার হয়, যা বেশ কয়েকটি মুসলিম দেশে ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছিল।

      শেষ পর্যন্ত সুইডিশ সরকারের আশ্রয়ে দেশটিতে বসবাস এবং পুলিশী সুরক্ষা তাকে কোনো সাহায্য করতে পারি নি। বরং স্টকহোমে নিজ বাসাতেই গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে তার লাশ।



      তথ্যসূত্র:
      1. Iraqi man who desecrated Quran in Sweden shot dead
      https://tinyurl.com/3rjbm2dr

      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        পবিত্র কুরআন পুড়ানো সালওয়ানকে সুইডেনে গুলি করে হত্যা


        সালওয়ান সাবা মমিকা। কুরআনুল কারীম পোড়ানোর দায়ে যে দুনিয়ার বুকে কুখ্যাত ছিল। অতঃপর, গতকাল সুইডেনে অজানা স্নাইপারের গুলিতে অবশেষে ওর সমস্ত কুকীর্তির অবসান হয়।

        সালওয়ান মমিকা কিন্তু সাধারণ কেউ না। নর্দার্ন ইরাকের নিনাওয়া গভর্নরেট হতে আগত লোকটি ২০১৭ সাল পর্যন্ত আপনাদের সকলের পরিচিত 'Islamic Resistance in Iraq (IRI)' এর সাথে পদস্থ নেতা হিসাবে যুক্ত ছিল। 'IRI' এর 'Imam Ali Brigade' এর নিয়ন্ত্রণে থাকা ক্রিশ্চিয়ান মিলিশিয়া বাহিনী নিয়ন্ত্রণ করতো সে। আলোচ্য 'Imam Ali Brigade' কে সরাসরি ইরানের 'Proxy' বলে বিবেচনা করা হয়ে থাকে। যারা কিনা ইরাকে 'ISIS' দমনের নামে অগণিত সাধারণ সুন্নি জনপদে লাশের স্তুপ তৈরি করেছে। নির্যাতন করেছে সেখানকার অসহায় নারীদের। শোনা যায় যে, ওদের চোখের এমনকি ওসব জনপদের শিশুরাও 'ISIS' হিসাবে বিবেচিত হতো!

        পাশাপাশি সালওয়ান মমিকা '১৪ সালে 'Babylon Movement' এর অধীনে 'SDU' ও 'FSF' নামে দু'টি দল খাড়া করে। আলোচ্য 'Babylon Movement' সরাসরি 'IRGC' এর আরেকটি 'Proxy' ও 'Badr Organisation' এর অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। 'Badr Organisation' হলো সেই মিলিশিয়া, যারা তেহরানের সরাসরি তত্বাবধানে সাদ্দাম হুসেইনের বিরুদ্ধে ইরাকের মার্কিন সামরিক অভিযানে প্রত্যক্ষ সহযোগিতা করেছিল। তারপর ওরা সেখানেই ক্ষান্ত হয়নি। বরঞ্চ এরপর মার্কিন সামরিক বাহিনীর সাথে মিলিত হয়ে ইরাকের সমস্ত শহরে সাধারণ মানুষের গড়ে ওঠা প্রতিরোধ গুড়িয়ে দিতে তৎপর হয় ওরা। সংগঠনটি বর্তমানে কুখ্যাত ও কথিত 'Islamic Resistance in Iraq' এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজ করছে।

        ওপরে আমি আপনাদের ইরান নিয়ন্ত্রিত 'Axis of Resistance' এর চূড়ান্ত নোংরা চেহারার সামান্য একটু অংশ দেখালাম। যাওয়ার আগে বলে রাখছি, সালওয়ান মমিকা কিন্তু ইরাক থেকে নিজ আদর্শের জন্য পালায়নি। বরং, 'Babylon Movement' এর নিয়ন্ত্রণে থাকা নেতার সাথে ক্ষমতার দ্বন্দ্বে পরাজিত হওয়ার পর সে ইরাক হতে পলায়ন করে।​

        সংগৃহীত

        Comment

        Working...
        X