Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ#| ৩০ রজব, ১৪৪৬ হিজরী।। ৩১ জানুয়ারী, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ#| ৩০ রজব, ১৪৪৬ হিজরী।। ৩১ জানুয়ারী, ২০২৫ ঈসায়ী

    দখলদার ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ১১০ ফিলিস্তিনি


    যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে দখলদার ইসরায়েলের কারাগার থেকে ১১০ ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার ওফার কারাগার থেকে ছাড়া পান তারা।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

    ফিলিস্তিনি বন্দি অধিকার সংস্থা প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ক্লাব জানিয়েছে, এই বন্দি মুক্তির মধ্যে ৩০ জন কিশোরও রয়েছে। এটি প্রথম ধাপের যুদ্ধবিরতির অধীনে তৃতীয় বন্দি বিনিময়।

    বন্দিদের মধ্যে ৩২ জনকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৪৮ জন বিভিন্ন মেয়াদে কারাভোগ করছেন। মুক্তি পাওয়ার পর, ২০ জন বন্দিকে বিদেশে নির্বাসিত করা হবে।

    এরআগে তিন ইসরায়েলি জিম্মি ও থাইল্যান্ডের পাঁচ নাগরিকসহ মোট আটজনকে মুক্তি দেয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ।

    যার মধ্যে সাতজনকে গাজার খান ইউনিসে রেডক্রসের হাতে হস্তান্তর করে ফিলিস্তিনি যোদ্ধারা। ওই সময় সেখানে শত শত মানুষ জড়ো হন।

    বিবিসি জানিয়েছে, যেসব বন্দি ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন তাদের কেউ কেউ পশ্চিমতীরের রামাল্লাহ এবং গাজায় গেছেন। তবে মুক্তি পাওয়া বন্দিদের পরিবার যেন কোনো ধরনের উদযাপন না করতে পারেন সেজন্য হুমকি-ধামকি দিয়ে আসছে ইসরায়েলি সেনারা। এমনকি উদযাপনের কারণে জেরুজালেম থেকে ১২ জনকে গ্রেপ্তারও করেছে তারা।

    সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজায় ড্রোনের মাধ্যমে ‘উদযাপন না করার সতর্কতা দিয়ে’ লিফলেট ফেলেছে ইসরায়েল। তবে ইসরায়েলি হুমকি উপেক্ষা করেই রামাল্লার সাধারণ মানুষকে উদযাপন করতে দেখা গেছে।

    দখলদার ইসরায়েল যেসব ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছেন তার মধ্যে যাবজ্জীবন দণ্ড প্রাপ্তরাও আছেন। তবে এসব ফিলিস্তিনিকে পশ্চিমতীরে যেতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ফলে তাদের মিসর অথবা গাজায় পাঠানো হচ্ছে।


    তথ্যসূত্র:
    1. Israel to free 110 Palestinian prisoners in latest Gaza ceasefire exchange
    https://tinyurl.com/254w8dz6
    2.More than 100 Palestinian prisoners freed by Israel after chaotic hostage release in Gaza
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ওয়াশিংটনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে বেঁচে নেই কেউ


    যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রিগান বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়া আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজ এবং ইউ.এস. আর্মি ব্ল্যাক হক হেলিকপ্টারের কোনো মানুষ বেঁচে নেই বলে কর্মকর্তারা জানিয়েছে।

    জরুরি বিভাগের প্রধান জন ডোনেলি জানিয়েছে, এখন পর্যন্ত ৪০ টি মৃতদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে উড়োজাহাজ ও হেলিকপ্টারের কোনো মানুষ বেঁচে নেই।

    পুলিশ কর্মকর্তারাও সিবিএস নিউজকে জানিয়েছে, এখন পর্যন্ত কোনো জীবিত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

    পরিবহন মন্ত্রী শন ডাফি বলেছে, “রাত ছিল পরিষ্কার, অভিজ্ঞ পাইলট ছিলেন এবং দুর্ঘটনার আগে সবকিছু ঠিকঠাক ছিল- তবে স্পষ্টই হঠাৎ কিছু ঘটেছিল।”

    এর আগে ২৯ জানুয়ারি, বুধবার রাতের দিকে মাঝ আকাশে সংঘর্ষের পর উড়োজাহাজ ও হেলিকপ্টার পটোম্যাক নদীতে পড়ে যায় বলে জানিয়েছে কর্মকর্তারা।

    বিবিসি জানিয়েছে, উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিল। সামরিক হেলিকপ্টারটি ৩ জন মার্কিন সৈন্য ছিল।


    তথ্যসূত্র:
    1. Midair collision kills 67 people in the deadliest US air disaster in almost a quarter century
    https://tinyurl.com/hpay8ysx
    2.D.C. plane crash live updates: Families mourn 67 victims after American Airlines jet and helicopter collide
    https://tinyurl.com/3kcr8jp4
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      আল্লাহ এদেরকে এভাবেই তিলে তিলে ধ্বংস করুন। এদের উপরে মাজলোম (মজলুম) মুসলিমদের আর্থনাদের (আর্তনাদ) বুঝা (বোঝা) অনেক ভারি হয়ে আছে। এরা নিজেদের হাত নিজেরাই কামরাবে (কামড়াবে)।
      Last edited by Rakibul Hassan; 12 hours ago.

      Comment

      Working...
      X