Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ ।। ১৮ শাবান, ১৪৪৬ হিজরী।। ১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ ।। ১৮ শাবান, ১৪৪৬ হিজরী।। ১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ঈসায়ী

    ভারতের উত্তরপ্রদেশে মুসলিম নাম বাদ দিয়ে প্রধানমন্ত্রী শ্রী কম্পোজিট নামে স্কুলের নামকরণ




    ভারতের ইতিহাস থেকে মুসলিমদের নাম-নিশানা মুছে ফেলতে একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিচ্ছে ভারতের হিন্দুত্ববাদী সরকার। এবার ভারতের উত্তরপ্রদেশের গাজীপুর জেলার শিক্ষা বিভাগ একটি স্কুলের নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী শ্রী কম্পোজিট বিদ্যালয় ধামুপুর নামে নামকরণ করেছে। এর আগে স্কুলটির নাম ছিল শহীদ আব্দুল হামিদ নামে।

    গত ১৭ ফেব্রুয়ারি ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, স্থানীয় শিক্ষা বিভাগ স্কুলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে, যা নিয়ে আব্দুল হামিদ পরিবার এবং বিভিন্ন রাজনৈতিক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জানা যায়, আব্দুল হামিদ ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতের পক্ষে যুদ্ধে লিপ্ত হয়ে নিহত হয়েছিল। পরবর্তীতে তার স্মরণে স্কুলটির নামকরণ করা হয়েছিল।

    আব্দুল হামিদের নাতি একে অপমানজনক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেছেন এবং স্কুলের পূর্বের নাম পুনর্বহালের দাবি জানিয়েছেন। শিক্ষা বিভাগের কর্মকর্তারা বলছে, স্কুলের নথিতে পূর্বের নাম আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত ছিল না, তবে বিষয়টি তদন্ত করা হবে।

    অন্যদিকে, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব সম্প্রতি দেওয়াস জেলার ৫৪টি গ্রামের নাম পরিবর্তন করার বিতর্কিত এক সিদ্ধান্ত ঘোষণা করেছেন, যেগুলোর নাম মুসলিম ঐতিহাসিক ব্যক্তিত্বদের সাথে যুক্ত ছিল। নাম পরিবর্তনের আওতাভুক্ত গ্রামগুলোর মধ্যে রয়েছে: মুরাদপুর থেকে মুরলিপুর, হায়দরপুর থেকে হিরাপুর, শামসাবাদ থেকে শ্যামপুর এবং ইসলামনগর থেকে ঈশ্বরপুর ইত্যাদি।


    তথ্যসূত্র:
    1. UP School Removes Veer Abdul Hamid’s Name, Renames It After PM Modi Amidst Outrage
    https://tinyurl.com/52d648kt
    2. MP Government’s Plan to Rename Muslim Sounded 54 Villages Draws Strong Criticism
    https://tinyurl.com/5495zf7w
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    মার্কিন বাহিনীর কাছে দুই দশকের বন্দিত্বের ভয়াবহ অভিজ্ঞতা ব্যক্ত করলেন আফগান ব্যক্তি




    ছবিতে যাকে দেখা যাচ্ছে তাঁর নাম খান মুহাম্মদ। তিনি একজন আফগান নাগরিক। বর্তমানে তাঁর বয়স ৫৭ বছর, এর মধ্যে প্রায় ২০ বছর তিনি মার্কিন সামরিক কারাগারে বন্দি হিসেবে জীবন পার করেছেন। অতি সম্প্রতি তিনি বন্দিদশা থেকে মুক্তি পেয়ে নিজ দেশ ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ফিরে এসেছেন।

    ২০০৬ সালে মার্কিন বাহিনী তাঁকে গ্রেপ্তার করে এবং জালালাবাদ বিমানবন্দরে হামলা ও মার্কিন নাগরিকদের হত্যার কথিত ষড়যন্ত্রের অভিযোগ আনে।

    খান মুহাম্মদ আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর দুই দশকের উপস্থিতির সময় অবৈধভাবে আটক হওয়া শত হাজারো আফগানের একজন। সম্প্রতি সংবাদ সংস্থা জিনহুয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মার্কিন সামরিক কারাগারের অমানবিক অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

    তিনি জানান, ‘গ্রেপ্তারের সময় আমার সন্তানরা ছোট ছিল। মুক্তির পর যখন বাড়ি ফিরি, তখন আমি তাদের কাউকেই চিনতে পারিনি। একে একে তারা নিজেদের পরিচয় দেওয়ার পর চিনতে পারি।’

    গ্রেপ্তারের পর তাঁকে প্রথমে জালালাবাদ বিমানবন্দরে আটকে রাখা হয়, এরপর বাগরাম সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়, পরে তাঁকে ওয়াশিংটন ডিসিতে পাঠানো হয়। তিনি বলেন, ‘আমাকে চোখ বেঁধে, মুখে কাপড় বেঁধে, হাত-পা শক্ত করে বাঁধা হয়েছিল। কানেও কিছু ঢুকিয়ে দেওয়া হয় যাতে আমি কিছু শুনতে না পারি।’

    খান মুহাম্মদ মার্কিন কারাগারের কঠিন বাস্তবতার বর্ণনা দিয়ে বলেন, ‘প্রতিটি ছোট সেল মাত্র ৫ মিটার চওড়া ও ৬ মিটার লম্বা ছিল, যেখানে ১৫ থেকে ২০ জন বন্দিকে গাদাগাদি করে রাখা হতো। সময়ের হিসাব থাকত না। দিন আর রাতের পার্থক্য বোঝা যেত না।’

    তবে এত কষ্টের পরও পরিবারের কাছে ফিরে আসতে পেরে তিনি আনন্দিত। তিনি বলেন, ‘স্বাধীনতা পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ।’

    খান মুহাম্মদের অভিজ্ঞতা আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর দুই দশকের উপস্থিতির বাস্তবচিত্র তুলে ধরে। আগস্ট ২০২১ সালে মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়লেও, বেসামরিক হতাহত, নির্বিচার গ্রেফতার এবং বিমান হামলার ঘটনা এখনো আফগানদের মনে গভীর ক্ষত তৈরি করে রেখেছে।


    তথ্যসূত্র:
    1. Afghan Man Shares Harrowing Experience of Illegal Detention by U.S. Forces
    https://tinyurl.com/bdp3hauw
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      সাতক্ষীরা সীমান্তে ভারতীয় নাগরিক সহ ০৪ জন গ্ৰেফতার;উদ্ধার ইয়াবা ও ফেনসিডিল






      সাতক্ষীরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ ভারতীয় নাগরিকসহ ৪ জনকে আটক করেছে বিজিবি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সীমান্তবর্তী রাজপুর এলাকা থেকে ৩ ও বাঁকাল চেকপোস্ট এলাকা থেকে ১ জনকে আটক করা হয়।

      সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল আলম গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, কলারোয়ার রাজপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার সময় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নারায়ণ চন্দ্র রায় (৫১) ও কল্যাণী জেলার সুধীর সরকারকে (৫৭) আটক করা হয়। তারা বিনা পাসপোর্টে বাংলাদেশে অবস্থান করছিলেন।

      এ ছাড়া একই এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় বাপ্পা রহমান (৩০) নামের এক যুবককে ভারতীয় ইয়াবাসহ আটক করা হয়।

      অন্যদিকে, সীমান্তের বাঁকাল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিল-মদসহ তাইফুর আলম নামের আরও এক যুবককে আটক করেছে বিজিবি।


      তথ্যসূত্র:
      ১.সাতক্ষীরা সীমান্তে ভারতীয় নাগরিকসহ ৪ জন আটক
      -https://tinyurl.com/ym4tppz8
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        আবারো যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের সন্ত্রাসী হামলা



        যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন করে আবারো লেবাননে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেনা প্রত্যাহারের সময়সীমার আগেই লেবাননের দক্ষিণাঞ্চলে এই হামলা চালাল সন্ত্রাসী ইসরায়েল। পৃথক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

        ইসরায়েলি যুদ্ধবিমান ১৭ ফেব্রুয়ারি, সোমবার রাতে লেবাননের জেজিন জেলার তাইর হারফা এবং আইচিয়েহিন গ্রামে বিমান হামলা চালিয়েছে। এছাড়াও মারজায়ুন জেলার সীমান্ত শহর ওদাইসেহে দুটি বিস্ফোরণ ঘটিয়েছে দখলদাররা । মূলত এলাকা ছেড়ে যাওয়ার ঠিক আগে দক্ষিণ লেবাননের যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে সন্ত্রাসী ইসরায়েল।

        লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী জেজিনের আইচিয়েহিনে লাহেদ ব্রিজ এবং মাহমুদিয়েহের মধ্যে লিতানি নদীর গতিপথ লক্ষ্য করে দুটি হামলা চালায়। ইসরায়েলি বিমানগুলো দক্ষিণাঞ্চলীয় টাইরে জেলার টায়ের হারফার উপকণ্ঠে আইন ইজ জারকা এলাকায়ও হামলা করেছে।

        সংস্থাটি আরও বলেছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের মারজায়ুন জেলার ওদাইসে দুটি বিস্ফোরণ ঘটায়।

        এর আগে দক্ষিণ লেবাননে একটি বেসামরিক যানবাহনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ১৫ ফেব্রুয়ারি, শনিবারের এই হামলায় লেবাননের তিন বেসামরিক নাগরিক নিহত এবং কমপক্ষে চারজন আহত হয়েছে। এসব হামলাকে লেবানন এবং ইসরায়েলি সরকারের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।


        তথ্যসূত্র:
        1. Israel strikes southern Lebanon ahead of deadline for withdrawal
        https://tinyurl.com/5n78fz2e
        2. Israel launches fresh airstrikes on Lebanon
        https://tinyurl.com/t52ehnzh
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X