Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ ।। ২২ শাবান, ১৪৪৬ হিজরী।। ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ ।। ২২ শাবান, ১৪৪৬ হিজরী।। ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ঈসায়ী

    ৬ শতাধিক ফিলিস্তিনির বিনিময়ে ৬ জিম্মিকে ছাড়বে হামাস




    যুদ্ধবিরতি চুক্তির আওতায় আজ সপ্তম দফায় ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এদিকে ছয় ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করেছে গোষ্ঠীটি। এর পরিবর্তে ইসরায়েল ২২ ফেব্রুয়ারি, শনিবার মোট ৬০২ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, যাদের মধ্যে অনেকে কয়েক দশক ধরে কারাবন্দি রয়েছেন।

    যে ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে, হামাস তাদের নাম প্রকাশ করেছে।

    হামাসের প্রকাশিত তালিকায় রয়েছে এলিয়া কোহেন, ওমের শেম টভ, তাল শোহাম, ওমের ওয়েনকার্ট, হিশাম আল-সায়েদ এবং আভেরা মেঙ্গিস্টো।

    এদিকে শুক্রবার এক বিবৃতিতে গাজার কর্তৃপক্ষ জানায়, ১৫ জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ৩৫০টিরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে সন্ত্রাসী ইসরায়েল। লঙ্ঘনের তালিকায় আছে গাজা উপত্যকার পূর্ব সীমান্তে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ, বিমান ও ড্রোন হামলা এবং সরাসরি গুলিবর্ষণ।

    এসব ঘটনায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন বলেও জানানো হয়। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ছাড়াও বাস্তুচ্যুতদের উত্তর গাজায় ফিরতে বাধা দেওয়া, আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা এবং চিকিৎসা সরঞ্জাম পৌঁছাতে বাধা দেয়ারও অভিযোগও রয়েছে ।


    তথ্যসূত্র:
    1. Six more Israeli hostages being freed on Saturday in exchange for more than 600 Palestinian prisoners
    https://tinyurl.com/y37ns8sc
    2.Hamas to release 6 Israeli hostages as Israel frees 600 Palestinians
    https://tinyurl.com/yc2vn3xa
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    পশ্চিম আফ্রিকার আরেকটি দেশ থেকে সেনা প্রত্যাহার করেছে ঔপনিবেশিক ফ্রান্স



    ফ্রান্স পশ্চিম আফ্রিকার দেশগুলি থেকে তাদের সামরিক বাহিনী প্রত্যাহার অব্যাহত রেখেছে। সেই ধারাবাহিকতায় এবার ফরাসি সেনাবাহিনী আইভরি কোস্টে তাদের শেষ সামরিক ঘাঁটি থেকে সরে এসেছে।

    সূত্রমতে, গত বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি, ফরাসি সেনাবাহিনী আইভরি কোস্টে থেকে সম্পূর্ণরূপে তাদের সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে। এসময় দখলদার ফরাসিরা আইভরি কোস্টে তাদের সর্বশেষ সামরিক ঘাঁটিটি দেশটির সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করেছে।

    জানা যায় যে, ফরাসি এবং আইভরি কোস্টের মন্ত্রীদের দ্বারা অনুমোদিত একটি নথিতে স্বাক্ষর করার মধ্য দিয়ে সামরিক ঘাঁটি ছেড়ে গেছে ফ্রান্স।

    আইভরি কোস্টের বৃহত্তম শহর আবিদজানে ফরাসি বাহিনীর সর্বশেষ সামরিক ঘাঁটিটি ২৩০ হেক্টর আয়তনের এলাকার উপর অবস্থিত ছিল। এই ঘাঁটিটি “পোর্ট-বুয়েত” নামক সামরিক ঘাঁটি হিসাবে কয়েক দশক ধরে ফ্রান্স ব্যবহার করে আসছিল। প্রায় ১,০০০ ফরাসি সৈন্য পোর্ট-বুয়েত সামরিক ঘাঁটিতে অবস্থান করেছিল। এখান থেকে দখলদার ফরাসি সৈন্যরা পশ্চিম আফ্রিকায় আল-কায়েদা সংশ্লিষ্ট ‘জেএনআইএম’ মুজাহিদদের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে অংশ নিতো।

    উল্লেখ্য যে, পশ্চিম আফ্রিকার দেশগুলিতে মুজাহিদদের ধারাবাহিক হামলায় দীর্ঘদিন ধরে চড়ামূল্য দিচ্ছিল ফ্রান্স। সেই সাথে এই অঞ্চলের সরকারগুলোর সাথেও ভাগবাটোয়ারা নিয়ে উত্তেজনা তীব্র হয়ে উঠে। ফলে ফ্রান্স বাধ্য হয় আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ থেকে তাদের সেনাবাহিনীকে সরিয়ে নিতে। বর্তমানে আফ্রিকার স্বাধীন দেশগুলিতে ফ্রান্সের মাত্র দুটি ঘাঁটি অবশিষ্ট রয়েছে। এগুলো জিবুতি এবং গ্যাবনে অবস্থিত।


    তথ্যসূত্র:
    https://tinyurl.com/4mea7kzd
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      পশ্চিম তীরে দখলদার বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি শিশু নিহত




      অধিকৃত পশ্চিম তীরে ২১ ফেব্রুয়ারি, শুক্রবার ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে হেবরনে ১২ বছর বয়সী আয়মান নাসের আল-হাইমুনি এবং জেনিনে ১৩ বছর বয়সী রিমাস আল-আমৌরি নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও ওয়াফা সংবাদ সংস্থা।

      ওয়াফা জানিয়েছে, হেবরনের দক্ষিণে আত্মীয়দের সাথে দেখা করার সময় আল-হাইমুনির ওপর দখলদার ইসরায়েলি বাহিনী গুলি চালায়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে সে মারা যায়।

      এদিকে আল-আমৌরির পেটে গুলি লাগে এবং তাকে জেনিন সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করা হয়।

      ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল-প্যালেস্টাইন (ডিসিআইপি) জানায়, শুক্রবার বিকেলে জেনিনে তার বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়।

      টানা দ্বিতীয় মাস ধরে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী উত্তর পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে, বিশেষ করে জেনিন, তুলকারেম ও তুবাসে অভিযান চালিয়ে যাচ্ছে।

      গত মাসে, ইসরায়েলি বাহিনী উত্তর পশ্চিম তীরে সামরিক আক্রমণ শুরু করে, যার ফলে কমপক্ষে ৬০ জন নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অধিকৃত পশ্চিম তীর জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে।

      তথ্যসূত্র:
      1. Israeli army kills two Palestinian children in occupied West Bank
      https://tinyurl.com/3kbfk2mx
      2. 2 Palestinian children killed by Israeli army fire in West Bank
      https://tinyurl.com/5x9xnr67
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X