Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ ।। ০১ রমযান, ১৪৪৬ হিজরী ।। ০২ মার্চ, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ ।। ০১ রমযান, ১৪৪৬ হিজরী ।। ০২ মার্চ, ২০২৫ ঈসায়ী

    গুলি করে হত্যার ২২ ঘন্টার পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ


    ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের (৩২) মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।

    শনিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক শেষে দীর্ঘ ২২ ঘণ্টা পর নিহতের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। কসবা উপজেলার পুটিয়া সীমান্তের ২০৫০ পিলারের সামনে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

    এর আগে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে পুটিয়া সীমান্তে কাঁটাতারের কাছে ঘোরাফেরার সময় আল আমিনকে গুলি করে বিএসএফ সদস্যরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ভারতের অভ্যন্তরে নিয়ে একটি হাসপাতালে ভর্তি করলে সেখানে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। পরে আল আমিনের মরদেহ ফিরিয়ে আনতে বিকেলে পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ।


    তথ্যসূত্র:
    ১. গুলিতে নিহত যুবকের লাশ ২২ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ
    https://tinyurl.com/msasmwus
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    দিল্লি থেকে কথিত অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ফেরত পাঠানোর নির্দেশ অমিত শাহের


    বাংলাদেশি ও রোহিঙ্গাসহ অবৈধ অভিবাসীদের ভারত থেকে বিতাড়নের নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ব্যাপারে দ্রুত আইনি পদক্ষেপ নিতেও দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছে সে।

    গত ২৮ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের কার্যালয়ে দিল্লি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সে এ নির্দেশ দেয়। এ সময় অমিত শাহ, ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর আশপাশের এলাকায় অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠাতে বলেছে। শুধু তাই নয়, যারা এসব অবৈধদের ভারতে থাকা এবং ভুয়া নথিপত্র তৈরিতে ব্যবস্থা করে দিয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে আরও বলেছে, অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি সরাসরি জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এবং একে কঠোরভাবে মোকাবিলা করা উচিত। শহরে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে নির্বাসন দেওয়া উচিত, বলে সুস্পষ্ট নির্দেশনা দেয় সে। দিল্লিতে অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে তল্লাশি চালানোরও নির্দেশ দেয় সে।

    বিশ্লেষকগণ মনে করছেন, অবৈধ অভিবাসী ফেরত পাঠানোর নামে ভারতের অপেক্ষাকৃত দরিদ্রশ্রেণির মুসলিম বাসিন্দাদের ভারতছাড়া করার পরিকল্পনা করছে হিন্দুত্ববাদি বিজেপি সরকার।


    তথ্যসূত্র:
    1. Amit Shah directs authorities to crack down on networks assisting Bangladeshi, Rohingya intruders
    https://tinyurl.com/27bhhy58
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল




      বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

      শনিবার (০১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ক একটি ভিডিও ভাইরাল হয়।

      ২ মিনিট ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি পুকুর খনন করে বালু উত্তোলন ও পার্ক নির্মাণের বিষয়ে নাহিদ হাসান খন্দকারের সঙ্গে কথা হচ্ছিল অপরপাশে থাকা এক ব্যক্তির। সেখানে অপরপাশে থাকা ব্যক্তিটি নাহিদ হাসানকে উদ্দেশ্য করে বলে, ‘তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে, তাহলে সেটা বন্ধ করে দেই। এক লাখ টাকা দিতে পারবো না, পাঁচ হাজার টাকা দিচ্ছি।’

      এসময় নাহিদ হাসান খন্দকারকে বলতে দেখা যায়, ‘ব্যবসা আপনি বন্ধ করবেন কেন, ব্যবসা আপনিই চালান। ভাইয়ের সঙ্গে কথা বলেন। প্রয়োজনে সময় নেন, ভাইয়ের সঙ্গে কথা বলেন।’

      এসময় নাহিদ হাসানকে আরও বলতে দেখা যায়, ‘আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে। ইউএনও-ডিসিকে সামলাতে হচ্ছে। যদি মনে হয় কিছু কমাবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক। জানেন তো সংগঠন চালাতে হলে কী কী করতে হয়।’


      তথ্যসূত্র:
      ১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার চাঁদা দাবির ভিডিও ভাইরাল
      https://tinyurl.com/mtyhvmxn
      ২. ভিডিও: https://tinyurl.com/2umvwpzp
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ‘তোর টিআই পারে না, তোর এতো সাহস হয় কীভাবে?’- হুমকির পর ঘুসি দিয়ে ট্রাফিক পুলিশের নাক ফাটিয়ে দিল ছাত্রদল নেতা





        যশোরে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুসি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাওন ইসলাম সবুজ নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শাওনকে গ্রেফতার করেছে পুলিশ।

        শনিবার (১ মার্চ) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। শাওন যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মো. শাহিনের ছেলে। ভুক্তভোগী ট্রাফিক পুলিশ সদস্যের নাম কে এম শরিফুল ইসলাম।

        পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছেন, শনিবার সন্ধ্যার দিকে ট্রাফিক পুলিশ সদস্য কে এম শরিফুল ইসলাম (কনস্টেবল নম্বর ১৭১১) শহরের জেল রোডে ল্যাবএইড হাসপাতালের সামনে ডিউটি করছিল। সেখানে রাস্তার ওপর মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল শাওন ইসলাম। রাস্তায় যানজট তৈরি হলে তাকে মোটরসাইকেলটি সরিয়ে নিতে বলে শরিফুল। এসময় শাওন তার সঙ্গে তর্কে জড়ায়।

        এক পর্যায়ে শাওন ঘুসি মেরে ট্রাফিক সদস্য শরিফুলের নাক ফাটিয়ে দেয়। পরে পথচারীরা জড়ো হয়ে ওই কনস্টেবলকে উদ্ধার করে।

        ভুক্তভোগী ট্রাফিক সদস্য শরিফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছে, ‘বিকেলে হাসপাতাল মোড়ে দায়িত্ব পালন করছিলাম। এসময় শাওন নামে যুবক ও তার সহযোগী আরেকজনকে নিয়ে সড়কের বাম পাশে মোটরসাইকেলটি রাখে। এতে যানজটের সৃষ্টি হয়। তখন শাওন নামের ওই যুবককে গাড়িটি সরাতে বললে সে ক্ষিপ্ত হয়ে আমাকে বলে, ‘তোর টিআই (ট্রাফিক ইন্সপেক্টর) আমাকে গাড়ি সরাইতে বলতে পারে না, আর তুই গাড়ি সরাইতে বলিস। তোর এত সাহস হয় কীভাবে?’ এরপর পুনরায় তাকে গাড়ি সরাতে বললে ক্ষিপ্ত হয়ে সে আমাকে মারধর করতে থাকে। পরে পথচারী ও অন্য সহকর্মীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’


        তথ্যসূত্র:
        ১. ‘তোর টিআই পারে না, তোর এতো সাহস হয় কীভাবে?’
        https://tinyurl.com/3jb4cazd
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়ার অভিযোগে ভারতে মুসলিম ব্যক্তির বাড়ি ধ্বংস



          ভারতের মহারাষ্ট্র রাজ্যে এক মুসলিম নাগরিকের বাড়ি বুলডোজার দিয়ে ধ্বংস করে দেয়া হয়েছে। অভিযোগ, তিনি ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের সময় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছেন।

          ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট ম্যাচে পাকিস্তান ও ভারতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল। ওই সময়, মুসলিম ব্যক্তি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে পাকিস্তানের সমর্থনে স্লোগান দিয়েছে বলে অভিযোগ তুলে স্থানীয় এক হিন্দুত্ববাদী ব্যাক্তি এবং পরে সে জনতাকে উস্কে দিয়ে ওই ব্যক্তির বাড়ি ধ্বংস করতে বলে।

          এই ঘটনার পর, মালভান পৌরসভা কর্তৃপক্ষ ওই মুসলিম নাগরিকের বাড়ি ভেঙে দেয়।

          তথ্যসূত্র:
          1. Indian Muslim’s home demolished over ‘Pakistan Zindabad’ chant during cricket match
          https://tinyurl.com/6wvdbrpy




          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            সৌদি কারাগার থেকে মুক্তি পেলেন শায়েখ আব্দুল আজিজ আল ফাওজান, বন্দী রয়েছেন আরও বহু আলেম




            মুক্তি পেলেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের শরীয়াহ ও সৌদি মূল্যবোধ বিরোধী কার্যকলাপের বিরোধিতা করায় আটক হওয়া শায়েখ আব্দুল আজিজ আল ফাওজান হাফিযাহুল্লাহ।

            গত ১ মার্চ মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। খবরে বলা হয়, দীর্ঘ ৭ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন সৌদির অন্যতম শীর্ষ আলেম ও শরিয়াহ আইন বিশেষজ্ঞ শায়েখ ড. আব্দুল আজিজ আল ফাওজান হাফিযাহুল্লাহ। যুবরাজ মুহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সরকারের শরীয়াহ ও সৌদি মূল্যবোধ বিরোধী কার্যকলাপ এবং শীর্ষ আলেমদের গণ-গ্রেফতারের বিরোধিতা করে টুইট বার্তা দেওয়ায় ২০১৮ সালে গ্রেফতার হয়েছিলেন তিনি। যেসব সৌদি শায়েখ বিন সালমানের এমন কর্মকাণ্ডকে প্রশ্রয় দিচ্ছিলেন তাদেরও কঠোর সমালোচনা করেছিলেন তিনি।

            শায়েখ ফাওজান ইমাম মুহাম্মাদ ইবন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ফিকহ বিষয়ক উচ্চতর ইনস্টিটিউটে অধ্যাপক ছিলেন। সৌদি টিভির বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিয়মিত অংশগ্রহণ করতেন। তিনি আমেরিকা, খ্রিস্টবাদ, ইহুদিবাদ ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের কট্টর সমালোচক ছিলেন।

            বিন সালমান যখন তার উচ্চভিলাষী প্রকল্পের লক্ষ্যে আমেরিকা ও ইসরায়েলের দিকে বন্ধুত্বের হাত প্রসারিত করছিল, উদারতার নামে রক্ষণশীল সৌদি সমাজকে পশ্চিমাদের ন্যায় অসভ্য করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছিল, জায়োনিস্ট লবিস্টদের খপ্পরে পড়ে আব্রাহাম অ্যাকর্ড বা সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তিতে যেতে সৌদি শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনছিল, জিহাদের শিক্ষা চেপে যাওয়ার বন্দোবস্ত করেছিল তখন অন্যান্য শীর্ষ আলেমদের ন্যায় তিনিও এক পর্যায়ে ক্ষোভে ফেটে উঠেন। কঠোর সমালোচনা ও নিন্দা জানিয়ে ২০১৮ সালে টুইটারে (বর্তমানে এক্স) পোস্ট করেন।

            কারাগার থেকে আরও কয়েকজন আলেমকে মুক্তি দিয়েছে সৌদি সরকার। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ড. হাতেম আল নাজ্জারও তাদের সাথে মুক্তি পেয়েছেন। এছাড়া নিওম প্রজেক্ট নিয়ে তুমুল বিরোধিতা ও প্রতিবাদ জানানো হুয়াইতাত গোত্রের ১০ জনকেও মুক্তি দেওয়া হয়েছে।

            তবে, অল্প সংখ্যক বন্দিকে মুক্তি দেওয়া হলেও এখনও সৌদি কারাগারে বন্দী রয়েছেন বহু খ্যাতনামা ইসলামি চিন্তাবিদ আলেম-উলামা, যারা ইসলামের মৌলিক মূল্যবোধ রক্ষা এবং শরীয়াহ-বিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করায় দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শায়েখ সালমান আল-আউদা, শায়েখ আওয়াদ আল-কারনি, শায়েখ আলী আল-উমারি, শায়েখ নাসির আল-ওমরসহ আরও অনেকে।

            তথ্যসূত্র:
            1. Saudi releases senior cleric Abdulaziz Al-Fawzan after 7-year imprisonment
            https://tinyurl.com/mrhkbb9c
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X