Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ ।। ০৫ রমযান, ১৪৪৬ হিজরী ।। ০৬ মার্চ, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ ।। ০৫ রমযান, ১৪৪৬ হিজরী ।। ০৬ মার্চ, ২০২৫ ঈসায়ী

    প্রসিদ্ধ জামিয়া হাফসা মহিলা মাদরাসার অবকাঠামো গুড়িয়ে দিল পাক প্রশাসন



    পাকিস্তানের ইসলামাবাদ শহরের প্রসিদ্ধ লাল মসজিদ সংলগ্ন মহিলা মাদরাসা ‘জামিয়া হাফসা’-এর কিছু অবকাঠামো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে পাক প্রশাসন। পাশাপাশি, সরকার জামিয়া হাফসার ফেসবুক অ্যাকাউন্টও সাময়িকভাবে স্থগিত করেছে।

    ৫ মার্চ স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই পাক প্রশাসন লাল মসজিদের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং সেখানে দেড় শতাধিক পুলিশ মোতায়েন করে মসজিদে প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপ করে। এরপর গত ৪ মার্চ প্রশাসন জামিয়া হাফসার নবনির্মিত কিছু অংশ গুঁড়িয়ে দেয়।

    পাক প্রশাসনের একজন কর্মকর্তা দাবি করেছেন, অবৈধভাবে নির্মিত মাদরাসার কাঠামো ভেঙে ফেলা হয়েছে এবং ভবিষ্যতে আরও ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য একটি বিশেষ দল মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে, লাল মসজিদের ইমাম মাওলানা আবদুল আজিজ হাফিযাহুল্লাহকে আলোচনার টেবিলে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযানের নির্দেশ দিয়েছে।

    প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি ইসলামাবাদের মারগালা টাউন থেকে মাওলানা আজিজ হাফিযাহুল্লাহর স্ত্রী উম্মে হাসানসহ আটজন শিক্ষার্থীকে আটক করে প্রশাসন। এরপর থেকেই তিনি সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং লাল মসজিদের জুমার খুতবায় পাক প্রশাসনের বিরুদ্ধে জিহাদের ডাক দেন।


    তথ্যসূত্র:
    1. Capital administration razes parts of Lal Masjid seminary
    https://tinyurl.com/3n4nrzcm

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ভারতের ওপর শতভাগ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের


    আগামী এপ্রিল থেকে ভারতের ওপর ১০০ শতাংশের বেশি পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেয়ার সময় এ ঘোষণা দিয়েছে সে।

    এতে বলা হয়, মঙ্গলবার পুনরায় ভারতকে উচ্চ শুল্কের জন্য লক্ষ্যবস্তু করেছে ট্রাম্প। সে ইঙ্গিত দিয়েছে পারস্পরিক শুল্কের ক্ষেত্রে এবার নয়াদিল্লিকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। আগামী ২ এপ্রিল থেকে এই শুল্ক নীতি কার্যকর করবে ট্রাম্প। মোটরগাড়ি শিল্পের কথা উল্লেখ করে ট্রাম্প বলেছে, ভারত ১০০ শতাংশের বেশি শুল্ক আরোপ করে।

    জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতাগ্রহণের পর কংগ্রেসে প্রথম ভাষণ দিল ট্রাম্প। যৌথ অধিবেশনের ভাষণে ট্রাম্প বলেছে, ভারত আমাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করে। যা যুক্তরাষ্ট্রের জন্য ন্যায্য নয়। ২ এপ্রিল থেকে পাল্টা শুল্ক আরোপ করা হবে। তারা আমাদের ওপর যে পরিমাণ শুল্ক দেবে আমরাও তাদের ওপর একই পরিমাণ শুল্ক দিব। তারা যদি আমাদের তাদের বাজার থেকে দূরে রাখতে শুল্ক ব্যবহার করে তাহলে আমরাও তাদের আমাদের বাজার থেকে দূরে রাখতে শুল্ক দিব।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরের কয়েক সপ্তাহ না যেতেই ভারতের ওপর কর বসানোর এমন কড়া বার্তা দিল ট্রাম্প। অবশ্য যুক্তরাষ্ট্র সফরের পর দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরালো হবে বলে ধারণা করা হয়েছিল। নয়াদিল্লির ব্যাপক আশা ছিল মার্কিন বাজারে তাদের পণ্য প্রবেশে শুল্ক ছাড়ে বিশেষ সুবিধা পাবে ভারত। সে লক্ষ্যে আলোচনা শুরুর আগেই বোরবন হুইস্কির মতো বেশ কয়েকটি মার্কিন পণ্যে শুল্ক কমিয়েছিল দিল্লি। তবে এই নীতি ভারতকে ট্রাম্পের শুল্ক নীতির হাত থেকে রক্ষা করতে পারেনি।

    কংগ্রেসকে সম্মোধন করে ট্রাম্প বলে, অন্য বহু দেশ বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক আরোপ করে যাচ্ছে। এখন সময় এসেছে সেই দেশগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি প্রয়োগ করা। ইউরোপিয়ান ইউনিয়ন, চীন, ব্রাজিল এবং ভারতের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর তুলনামূলক বেশি শুল্ক আরোপ করে বলে উল্লেখ করেছে ট্রাম্প।

    ট্রাম্পের এই সিদ্ধান্তের পর আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মেক্সিকো, কানাডা ও চীনের পণ্যের ওপর ইতোমধ্যে তার প্রশাসন ব্যাপক শুল্ক আরোপ করেছে, যা নিয়ে বিভিন্ন দেশের পক্ষ থেকে কড়া সমালোচনা এসেছে।

    কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেছে, ‘কানাডার অর্থনীতিকে ধ্বংস করার মাধ্যমে যুক্তরাষ্ট্র আমাদের ওপর আধিপত্য বিস্তার করতে চাচ্ছে।’


    তথ্যসূত্র:
    1. Trump threatens India with reciprocal tariffs: Which imported US goods does he have a problem with?
    https://tinyurl.com/5ztswnp9
    2.Trump’s April 2 threat to India may cost $7 billion a year
    https://tinyurl.com/3c58pvp8
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ইসরায়েলি পার্লামেন্টে হাতাহাতি; আহত দুই


      ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে অধিবেশন চলাকালে গাজায় ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তি হয়েছে। এ ঘটনায় অন্তত দু’জন আহত হয়েছে।

      ৩ মার্চ, সোমবার এ ঘটনা ঘটে। দখলদার ইসরায়েল গোপন করার চেষ্টা করলেও পরবর্তীতে সামাজিক যোগযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

      ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের সময় ব্যর্থতার বিষয়ে একটি সরকারি রাষ্ট্রীয় তদন্ত সম্পর্কে নেসেটে অধিবেশন চলছিল। এতে অংশ নিতে বাধা দেওয়া হয় বন্দিদের পরিবারের সদস্যদের। তখন তারা নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

      সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যায়, ৭ অক্টোবর নিহত এক সেনা সদস্যের বাবা নিরাপত্তারক্ষীকে বলছে, আমার ছেলে আপনাকে রক্ষা করতে গিয়ে মারা গেছে। আপনি কীভাবে আমাকে অধিবেশনে ঢুকতে বাধা দেবেন, আমি দেখে নেব। সবাই এখানে ঢুকবে।

      হাতাহাতির জেরে দুজন আহত হওয়ার পর নেসেটের সিড়িতে অবস্থান নেয় অক্টোবর কাউন্সিলের সদস্যরা। এ সময় তারা ক্যাডিশ আবৃত্তি করতে থাকে এবং নিহত ও জিম্মিদের ছবি সংবলিত প্ল্যাকার্ড তুলে ধরে। কিছু সময় এই পরিস্থিতি চলার পর নেসেট অধিবেশনে প্রবেশের অনুমতি দেওয়া হয় অক্টোবর কাউন্সিলের সদস্যদের।

      অনুমতি পাওয়ার পর তারা প্রবেশ করে এবং নেতানিয়াহুর বক্তব্যের সময় তারা নেতানিয়াহুকে পৃষ্ঠ প্রদর্শন করে দাঁড়ায়। সেই সঙ্গে নিহত ও জিম্মিদের ছবি সংবলিত প্ল্যাকার্ডও তুলে ধরে তারা।

      এর আগে পরিবারগুলো নেসেটের বাইরে একটি সংবাদ সম্মেলন করে। এ সময় গাজায় নিহত এক ইসরায়েলি বন্দির মা তদন্তের সরকারি কমিশন প্রতিষ্ঠার আহ্বান জানায়। সে বলেছে, সরকার এই বিষয়ে জনসাধারণের দাবি ব্যাপকভাবে উপেক্ষা করছে।


      তথ্যসূত্র:
      1. Israel Parliament Brawl LIVE: Israeli Guards Clash with October 7 Hostages’ Kin |Netanyahu’s Address
      https://tinyurl.com/y8ku5dxw
      2. Family of Oct. 7 hostages, Knesset guards brawl ahead of Netanyahu speech: ‘Is this how bereaved families are treated?’
      https://tinyurl.com/dn494fbd

      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        গাজার ধ্বংসস্তূপে মিলল আরও ৩০ মরদেহ, নিহত সাড়ে ৪৮ হাজার ছুঁইছুঁই


        ফিলিস্তিনি চিকিৎসক ও উদ্ধারকারী দল গাজা উপত্যকার ধ্বংসস্তূপ থেকে আরও ৩০টি মৃতদেহ উদ্ধার করেছে। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে মোট নিহতের সংখ্যা ৪৮,৪৪০ জনে পৌঁছাল।

        ০৫ মার্চ, বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

        মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ০৫ মার্চ, বুধবার দখলদার বাহিনীর গুলিতে নিহত চার ফিলিস্তিনি এবং আহত অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। মোট নিহতের সংখ্যায় তারাও অন্তর্ভুক্ত।

        মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় বর্বর ইসরায়েলি হামলায় প্রায় ১,১১,৮৪৫ জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা তাদের সবার কাছে পৌঁছাতে না পারায় অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে আন্তর্জাতিক সহায়তা জরুরি।

        গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে উদ্ধারকারী দল অবরুদ্ধ এলাকাগুলোতে যাওয়ার সুযোগ পায়। এরই ধারাবাহিকতায় একের পর এক মরদেহ উদ্ধার হচ্ছে।

        যুদ্ধবিরতি সত্ত্বেও, গাজার স্থানীয় কর্তৃপক্ষ দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর দ্বারা প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর দিচ্ছে। কোথাও কোথাও সেনারা অহেতুক গুলি ছুড়ে ফিলিস্তিনিদের হতাহত করার প্রমাণও মিলেছে।


        তথ্যসূত্র:
        1. Gaza death toll tops 48,400 as more bodies found in rubble
        https://tinyurl.com/ytba568t
        2.Gaza death toll tops 48,400 as more bodies found in rubble
        https://tinyurl.com/5eh9wv3x
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          মুসলিম ভেবে হিন্দু যুবককে হত্যা করলো উগ্র হিন্দুত্ববাদীরা


          ভারতের হরিয়ানা রাজ্যে গরু পাচারের সন্দেহে মুসলিম ভেবে হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদী গোরক্ষকরা। নিহত ব্যাক্তির নাম বাল কিষাণ বলে জানা গেছে।

          স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, গত ২২ ফেব্রুয়ারি রাজস্থান থেকে লখনৌতে গরু নিয়ে যাচ্ছিলেন ট্রাক চালক বাল কিষাণ ও হেল্পার সন্দীপ। পথে উগ্র হিন্দুত্ববাদী গোরক্ষকরা তাদের মুসলিম সন্দেহে আক্রমণ চালায়। নির্মমভাবে মারধরের পর মৃত ভেবে তাদেরকে পাশের একটি খালে ফেলে দেয়া হয়।

          এরপর গত ২ মার্চ সন্দীপের লাশ উদ্ধার করা হয়, তবে ভাগ্যক্রমে বেঁচে যান ট্রাক চালক বাল কিষাণ। তিনি সাঁতার কেটে কোনোভাবে খাল থেকে বেরিয়ে এসে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের ধরতে অভিযান চালানো হচ্ছে, পাশাপাশি অভিযুক্তদের অবস্থান সম্পর্কে তথ্য দিলে ৫,০০০ ভারতীয় টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।

          উল্লেখ্য যে, ভারতে গরু পাচারের গুজব ছড়িয়ে নিরপরাধ মানুষ হত্যার ঘটনা কোনো নতুন বিষয় নয়। উগ্র হিন্দুত্ববাদীদের হাতে এর আগে বহু মুসলিম নির্মমভাবে প্রাণ হারিয়েছেন। এবার সেই সাম্প্রদায়িক বিদ্বেষের শিকার হলেন দুই হিন্দু যুবক, যারা শুধুমাত্র মুসলিম সন্দেহে মার খেয়েছেন ও তন্মধ্যে একজন হারালেন।


          তথ্যসূত্র:
          1. Haryana: Cow vigilantes attack two men; one dies, five arrested
          https://tinyurl.com/5n6tvuy3
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            ভারতে হিন্দুদের অস্ত্র তুলে নেওয়ার আহ্বান যতি নরসিংহনন্দের


            ভারতের উগ্র হিন্দুত্ববাদী নেতা যতি নরসিংহনন্দ এক ভিডিও বার্তায় হিন্দুদের অস্ত্র ধারণ করে নিজেদের সংগঠন গঠনের আহ্বান জানিয়েছে। তার দাবি, মুসলিমদের লক্ষ্যবস্তুতে রয়েছেন হিন্দুরা, তাই অস্ত্র হাতে তুলে নেওয়া জরুরি।

            গত ৪ মার্চ ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, উত্তর প্রদেশের দাসনায় তার মন্দির থেকে ধারণ করা এক ভিডিওতে সে হিন্দুদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে। উগ্রপন্থী এই নেতা বলেছে, ‘অস্ত্র তুলে নিন। প্রয়োজন হলে নিজেদের সংগঠন গঠন করুন, যেমনটা মুসলিমরা করে, আইএসআইএস-এর মতো।’

            যতি নরসিংহনন্দ মুসলিমদের বিরুদ্ধে উসকানি দিয়ে দাবি করে, হিন্দুরা যদি অস্ত্র না নেয়, তবে পরিস্থিতির পরিবর্তন হবে না। তার দাবি, সম্প্রতি উত্তর প্রদেশের মোরাদাবাদে হিন্দুদের মারধর করা হয়েছে।

            এ সময় সে উত্তর প্রদেশের আরেক হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে হিন্দুদের অস্ত্র সরবরাহ করার জন্য সাহায্য চায়। এ ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অনেকে প্রশাসনের কাছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

            সিনিয়র সাংবাদিক ড. মুকেশ কুমার এক্স পোস্টে বলেন, ‘এই সন্ত্রাসী বাহিরে ঘুরে বেড়াচ্ছে। প্রতিদিন হিন্দুদের উসকে দিচ্ছে গৃহযুদ্ধ শুরু করার জন্য। এর ফলে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। তাই অবিলম্বে তাকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা উচিত।’

            এছাড়াও তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিযুক্ত করে বলেন, ‘তাকে গ্রেপ্তার করা হবে না। এটি প্রথমবার নয় যে সে বিদ্বেষ ছড়াচ্ছে। যতদিন মোদি-শাহের নিরাপত্তা থাকবে, ততদিন এই ধরনের উগ্রপন্থীরা শক্তিশালী হবে, আর অন্য ধর্মের মানুষদের দোষী সাব্যস্ত করা হবে।’

            এই ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের রাজ্য সভাপতি শওকত আলী বলেন, ‘এই ব্যক্তি নিয়মিতভাবে হিন্দুদের মুসলিমদের বিরুদ্ধে উসকানি দিচ্ছে, অস্ত্র তুলে নিতে বলছে, তবুও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।’


            তথ্যসূত্র:
            1. Narsinghanand gives open call for Hindus to form ISIS like groups
            https://tinyurl.com/4hzkanu5
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment

            Working...
            X