Announcement

Collapse
No announcement yet.

উম্মাহ নিউজ ।। ১৩ রমযান, ১৪৪৬ হিজরী ।। ১৪ মার্চ, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • উম্মাহ নিউজ ।। ১৩ রমযান, ১৪৪৬ হিজরী ।। ১৪ মার্চ, ২০২৫ ঈসায়ী

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ১৭৮ আরোহীসহ বিমানে আগুন


    যুক্তরাষ্ট্রে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনার সময় বিমানটিতে ১৭২ যাত্রী ও ৬ ক্রু ছিল। ১৪ মার্চ, বৃহস্পতিবারের এই ঘটনায় ১২ জন যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে।

    ১৪ মার্চ, শুক্রবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি এবং আল জাজিরা।

    ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে বোয়িং কোম্পানির উড়োজাহাজটির অগ্নিকাণ্ডের আতঙ্কে যাত্রীদের অনেকেই বিমানের ডানার ওপরে চলে আসে। তার কাছেই উড়োজাহাজটির নিচের দিকে আগুন জ্বলছিল, ধোঁয়া ছড়িয়ে পড়ছিল আশপাশ।

    যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ এফএএ বলেছে, ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বলতে থাকা উড়োজাহাজটির যাত্রীদের ডানা থেকে ফুলানো স্লাইডের সাহায্যে মাটিতে নামিয়ে আনা হয়। বোয়িংয়ের এই বিমানটি ডেনভারের কাছেই কলোরাডো স্প্রিং থেকে উড়েছিল, গন্তব্য ছিল টেক্সাসের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর।

    এর আগে জানুয়ারিতে ওয়াশিংটন ডিসির আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি জেটের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জন নিহত হয়েছিল।


    তথ্যসূত্র:
    1. Passengers evacuate after American Airlines plane catches fire on tarmac of Denver airport
    https://tinyurl.com/mjbjaf4m
    2.Passengers evacuate after American Airlines plane catches fire in Denver
    https://tinyurl.com/37y4t9sd
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    সিরিয়ার রাজধানীতে দখলদার ইসরায়েলের বিমান হামলা


    সিরিয়ার রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। ১৩ মার্চ, বৃহস্পতিবার দখলদার ইসরায়েলি বাহিনীর এই হামলায় সেখানে কমপক্ষে একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।

    সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী দামেস্কের একটি ভবনে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। এতে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

    সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দামেস্কের একটি ভবনকে লক্ষ্যবস্তু বানিয়ে বিমান থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি ভবন, ক্ষতিগ্রস্ত হয় থেমে থাকা বেশ কয়েকটি গাড়ি। এ হামলায় কমপক্ষে একজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।

    এর আগে, ১০ মার্চ, সোমবারও সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দেরার বিভিন্ন এলাকায় ১৭ দফায় বিমান হামলা চালায় ইহুদিবাদী দখলদার পক্ষ।

    সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর থেকে দখলদার ইসরায়েল সিরিয়ায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৮ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ইসরায়েল ৫০০-রও বেশি হামলা চালিয়েছে এবং ২০২৫ সালে ইতোমধ্যেই ২১টি হামলা নথিভুক্ত হয়েছে।

    বিশেষজ্ঞরা মনে করছেন, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের এসব হামলা সিরিয়ার সার্বভৌমত্বের উপর আক্রমন। এর ফলে দক্ষিণাঞ্চলে ইসরায়েল ও সিরিয়ার সরকারের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে এবং ভবিষ্যতেও এমন হামলার আশঙ্কা রয়েছে।


    তথ্যসূত্র:
    1. Israel strikes missile depots, air defences in Syria’s Tartous region
    https://tinyurl.com/5d7fbzu9
    2. More Israeli airstrikes reportedly launched against Syria
    https://tinyurl.com/4khrxzmj
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      গাজায় হাসপাতাল চত্বর থেকে ৪৮ লাশ উত্তোলন, বাকি আরো ১৬০


      গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, তাদের কর্মীরা ১৩ মার্চ, বৃহস্পতিবার আল-শিফা হাসপাতালের চত্বরে থেকে ৪৮টি লাশ উত্তোলন করেছেন। এক সময় গাজার বৃহত্তম চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই হাসপাতাল বর্তমানে যুদ্ধে ইহুদিবাদী দখলদার ইসরায়েলের একাধিক হামলার ফলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

      সংস্থাটি এর আগেও একই ধরনের কার্যক্রম পরিচালনা করেছে, যাতে লাশগুলো শনাক্ত করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায় অথবা তা সম্ভব না হলে যথাযথভাবে অন্যত্র দাফন করা যায়।

      সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল এএফপিকে বলেন, ‘পরিবারের সদস্যদের মাধ্যমে শনাক্ত হওয়ার পর ৩৮টি মরদেহ হস্তান্তর করা হয়েছে, যা পরে অন্য কবরস্থানে পুনরায় দাফন করা হবে। অন্য ১০টি লাশ শনাক্ত করার জন্য সেগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফরেনসিক বিভাগে হস্তান্তর করা হয়েছে।’

      বাসসাল আরও জানান, হাসপাতাল কমপ্লেক্সের ভেতরে এখনো প্রায় ১৬০টি লাশ রয়ে গেছে এবং উত্তোলন প্রক্রিয়া আরও কয়েক দিন ধরে চলবে। এএফপির ধারণ করা ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা হাসপাতালের চত্বরের বিভিন্ন অংশ খুঁড়ছেন এবং সাদা ব্যাগে রাখা মানুষের দেহাবশেষ বের করছেন, যা পরে কম্বল দিয়ে মুড়ে নিয়ে যাওয়া হয়।

      গাজার বাসিন্দা মোহাম্মদ আবু আসি তার ভাইয়ের মরদেহ শনাক্ত করে গ্রহণ করেছেন। তিনি বলেন, ‘এটি যেন আবারও যুদ্ধের অভিজ্ঞতা অনুভব করার মতো। আমার ভাইয়ের মরদেহ খুঁজে পাওয়া মানে যেন আজই তাকে দাফন করা হচ্ছে—ব্যথা ও ক্ষত নতুন করে জেগে উঠছে।’

      সুহা আল-শরিফ নামের আরেক গাজাবাসী তার ছেলের মরদেহ খুঁজতে এসেছেন। তিনি বলেন, ‘আমি জানি আমার ছেলে কী পরে ছিল। এ কারণেই আমি এসেছি। আল্লাহ চাইলে আমি তাকে খুঁজে পাব। আমি তাকে খুঁজে পেতে চাই। আমি একজন মা—আমি ক্লান্ত, জানি না আমার ছেলে কোথায়।’

      এর আগেও গাজার স্বাস্থ্যকর্মীরা আল-শিফা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছিলেন। যুদ্ধ শুরুর পর থেকে গাজার হাসপাতাল, বিশেষ করে আল-শিফা ইসরায়েলি বাহিনীর একাধিক হামলার লক্ষ্যবস্তু হয়েছে। গত বছর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় হাসপাতালের ভেতরে ও আশপাশে গণকবরের সন্ধান পাওয়া সংক্রান্ত প্রতিবেদনের পর ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছিল।


      তথ্যসূত্র:
      1. Gaza rescuers exhume dozens of bodies from Al-Shifa Hospital
      https://tinyurl.com/4ksrywsz
      2.48 bodies recovered from hospital in Gaza City: civil defense
      https://tinyurl.com/34zr5ptw
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X