আলোচিত মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের আসামি নিয়ে ভোটার ক্যাম্পে বিএনপি নেতা


নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি ইব্রাহিম তোতাকে নিয়ে ভোটার অন্তর্ভুক্তি ক্যাম্প পরিদর্শন করেছে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার।
শনিবার (১৫ মার্চ) দুপুরে চরএলাহী উচ্চ বিদ্যালয় থেকে নুরুল আলম শিকদার পলাতক আসামিসহ ফেসবুকে লাইভ করলে বিষয়টি দেখে এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
অভিযুক্ত ইব্রাহিম (৪৫) কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও চরএলাহী বিএনপির সভাপতি। সে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আবদুল মতিন তোতার ছেলে।
গত ২৭ অক্টোবর কোম্পানীগঞ্জ থানায় চাঞ্চল্যকর মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের একজন ইব্রাহিম।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর (৩৫) স্বামী পেশায় একজন কাভার্ডভ্যান চালক। বাড়িতে তিনি তার মেয়ে (১৭) ও দেবরসহ (২১) থাকেন। তাদের বাড়ির কাছাকাছি তেমন কারও বাড়িঘর নেই। গত ২০ অক্টোবর রাত ১১টার দিকে একই ইউনিয়নের ইব্রাহিম তোতা তার সহযোগী সাইফুল, রাশেদ, হাসান, হারুন ও রাজুকে নিয়ে তাদের বাড়িতে ঢোকে। পরে দেবরকে বেঁধে রেখে মা-মেয়েকে ধর্ষণ করে আসামিরা।
তথ্যসূত্র:
১. মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের আসামি নিয়ে ভোটার ক্যাম্পে বিএনপি নেতা
– https://tinyurl.com/ynkttscb
Comment